নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হয়ে আসেন ২০২৩ সালের জানুয়ারি। ঠিক তার পরপরই মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাহমুদউল্লাহ রিয়াদ আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় বাদ পড়েন বিশ্রামের মোড়কে। মাহমুদউল্লাহ এরপর যখনই ফিরেছেন, তখন থেকেই তাঁর ব্যাটে ছুটছে রানের ফোয়ারা। মাহমুদউল্লাহর অন্তর্ভুক্তি করা-না করা নিয়ে বেশির ভাগ সময় তোপের মুখে পড়া হাথুরুই আজ সিলেটে মুগ্ধতা প্রকাশ করেছেন তাঁকে নিয়ে।
এই মাহমুদউল্লাহরই যেন গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে যতিচিহ্ন পড়ার মতো অবস্থা হয়ে যায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তো ব্রাত্য ছিলেনই, জায়গা পাননি গত বছর ওয়ানডে সংস্করণে হওয়া এশিয়া কাপের দলে। তাঁর জায়গায় আফিফ হোসেন, শামীম পাটোয়ারীর মতো তরুণদের লোয়ার মিডল অর্ডারে পরখ করে দেখা হলেও আস্থার প্রতিদান দিতে পারেননি কেউই। শ্রীলঙ্কা-পাকিস্তানে অনুষ্ঠিত এশিয়া কাপে ফাইনালের আগেই বাদ পড়ে বাংলাদেশ। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ছয় মাস পর ফেরেন মাহমুদউল্লাহ। ফেরার পরই জায়গা করেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ দলে।
ব্যাটারদের ব্যর্থতায় ভরপুর বিশ্বকাপে তিনিই করেন বাংলাদেশের সর্বোচ্চ রান। সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন ২০২৪ বিপিএলে। বিপিএলে ফরচুন বরিশালের হয়ে শিরোপার পর শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে নেমে পড়েন মাহমুদউল্লাহ। সিলেটে ৪ মার্চ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরেন দেড় বছর পর। ফেরার ম্যাচে ৩১ বলে করেন ৫৪ রান। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির আগে মাহমুদউল্লাহকে নিয়ে সংবাদ সম্মেলনে আজ হাথুরু বলেন, ‘অনেক অভিজ্ঞতা নিয়েই সে খেলছে এখানে। যেভাবে সে বিপিএল খেলেছে, আমি মনে করি সবাইকে দেখিয়েছে সে কতটা পরিণত। সে যথেষ্ট স্বাধীনতা নিয়ে খেলছে। যখন আমি বিশ্বকাপে দেখলাম, সে খুব স্বাচ্ছন্দ্যেই খেলে।’
মাহমুদউল্লাহর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরার ম্যাচে বাংলাদেশ হেরে যায় কাছাকাছি গিয়ে। প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে ৩ উইকেটে ২০৬ রান করে। রান তাড়া করতে নেমে বাংলাদেশ থেমে যায় ২০৩ রানে। ৩ রানে হেরে যাওয়ার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেসেখেলে ৮ উইকেটে ম্যাচ জিতে যায়। এভাবে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোয় ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন হাথুরু। বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘শেষ ম্যাচে আমরা দারুণ খেলেছি। ম্যাচের পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং-বোলিংয়ে কার্যকর করতে পেরেছি। প্রথম ম্যাচ থেকে যেভাবে দ্রুত আমরা শিখেছি, সেটাই খুশির ব্যাপার।’
চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হয়ে আসেন ২০২৩ সালের জানুয়ারি। ঠিক তার পরপরই মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাহমুদউল্লাহ রিয়াদ আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় বাদ পড়েন বিশ্রামের মোড়কে। মাহমুদউল্লাহ এরপর যখনই ফিরেছেন, তখন থেকেই তাঁর ব্যাটে ছুটছে রানের ফোয়ারা। মাহমুদউল্লাহর অন্তর্ভুক্তি করা-না করা নিয়ে বেশির ভাগ সময় তোপের মুখে পড়া হাথুরুই আজ সিলেটে মুগ্ধতা প্রকাশ করেছেন তাঁকে নিয়ে।
এই মাহমুদউল্লাহরই যেন গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে যতিচিহ্ন পড়ার মতো অবস্থা হয়ে যায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তো ব্রাত্য ছিলেনই, জায়গা পাননি গত বছর ওয়ানডে সংস্করণে হওয়া এশিয়া কাপের দলে। তাঁর জায়গায় আফিফ হোসেন, শামীম পাটোয়ারীর মতো তরুণদের লোয়ার মিডল অর্ডারে পরখ করে দেখা হলেও আস্থার প্রতিদান দিতে পারেননি কেউই। শ্রীলঙ্কা-পাকিস্তানে অনুষ্ঠিত এশিয়া কাপে ফাইনালের আগেই বাদ পড়ে বাংলাদেশ। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ছয় মাস পর ফেরেন মাহমুদউল্লাহ। ফেরার পরই জায়গা করেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ দলে।
ব্যাটারদের ব্যর্থতায় ভরপুর বিশ্বকাপে তিনিই করেন বাংলাদেশের সর্বোচ্চ রান। সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন ২০২৪ বিপিএলে। বিপিএলে ফরচুন বরিশালের হয়ে শিরোপার পর শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে নেমে পড়েন মাহমুদউল্লাহ। সিলেটে ৪ মার্চ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরেন দেড় বছর পর। ফেরার ম্যাচে ৩১ বলে করেন ৫৪ রান। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির আগে মাহমুদউল্লাহকে নিয়ে সংবাদ সম্মেলনে আজ হাথুরু বলেন, ‘অনেক অভিজ্ঞতা নিয়েই সে খেলছে এখানে। যেভাবে সে বিপিএল খেলেছে, আমি মনে করি সবাইকে দেখিয়েছে সে কতটা পরিণত। সে যথেষ্ট স্বাধীনতা নিয়ে খেলছে। যখন আমি বিশ্বকাপে দেখলাম, সে খুব স্বাচ্ছন্দ্যেই খেলে।’
মাহমুদউল্লাহর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরার ম্যাচে বাংলাদেশ হেরে যায় কাছাকাছি গিয়ে। প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে ৩ উইকেটে ২০৬ রান করে। রান তাড়া করতে নেমে বাংলাদেশ থেমে যায় ২০৩ রানে। ৩ রানে হেরে যাওয়ার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেসেখেলে ৮ উইকেটে ম্যাচ জিতে যায়। এভাবে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোয় ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন হাথুরু। বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘শেষ ম্যাচে আমরা দারুণ খেলেছি। ম্যাচের পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং-বোলিংয়ে কার্যকর করতে পেরেছি। প্রথম ম্যাচ থেকে যেভাবে দ্রুত আমরা শিখেছি, সেটাই খুশির ব্যাপার।’
খেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
১৫ মিনিট আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
২ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৩ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৩ ঘণ্টা আগে