ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত অভিষেক হয়েছে তানজিম হাসান সাকিবের। এশিয়া কাপে ভারতের বিপক্ষে ২ উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে ভবিষ্যতে আরও ভালো কিছু করার ইঙ্গিত দিয়েছেন উদীয়মান এই পেসার। তবে সামাজিকমাধ্যমে দেওয়া অতীতের এক পোস্ট তাঁর সুখের সময় উপভোগে বাধা হয়ে দাঁড়িয়েছে।
কিছুদিন ধরে তানজিমের দেওয়া পোস্ট নিয়ে বাংলাদেশে তোলপাড় শুরু হয়েছে। বিসিবির কাছে অবশ্য ইতিমধ্যে আজ পোস্টের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। তাঁর ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তানজিম কাউকে আঘাত করার উদ্দেশে দেননি বলে জানিয়েছেন জালাল ইউনুস।
তানজিমের দেওয়া আজকের বক্তব্যের সঙ্গে একাত্মা প্রকাশ করেছেন মেহেদী হাসান মিরাজ। সামাজিকমাধ্যমে এক পোস্ট দিয়ে সতীর্থের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। ২০ বছর বয়সী পেসারকে ভবিষ্যতের জন্য শুভকামনাও জানিয়েছে তিনি।
মিরাজ লিখেছেন, ‘আমি নিশ্চিত, তুমি কাউকে আঘাত করার উদ্দেশ্যে কিছু বলোনি। হয়তো তোমার উপস্থাপনটা ভুলভাবে হয়ে গেছে এবং তুমি তা বুঝেছ। বাংলাদেশের সংবিধান ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী সবাইকে মতপ্রকাশের স্বাধীনতা দিয়েছে, ৪১ অনুচ্ছেদ অনুযায়ী নিজ ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতাও দিয়েছে। তেমনই ইসলামে নারীকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে। কন্যাসন্তানকে সবচেয়ে বড় এক নিয়ামত বলা হয়েছে, মায়ের পদতলে সন্তানের জান্নাত বলা হয়েছে ও স্ত্রীকে সবচেয়ে বড় প্রশান্তির মর্যাদা দেওয়া হয়েছে। ফলে নারীবিদ্বেষের কথা তো এখানে আসেই না।’
শুধু পাশেই দাঁড়াননি ভবিষ্যতের জন্যও তানজিমকে শুভেচ্ছা জানিয়েছেন মিরাজ। ২৫ বছর বয়সী অফ স্পিন অলরাউন্ডার লিখেছেন, ‘সামনে তোমার এক দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক কিছু দেওয়ার আছে তোমার। শুভকামনা রইল, তানজিম হাসান সাকিব, আল্লাহ তোমার সহায় হোক। সরল সত্যের পথে অটুট থাকো।’
আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত অভিষেক হয়েছে তানজিম হাসান সাকিবের। এশিয়া কাপে ভারতের বিপক্ষে ২ উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে ভবিষ্যতে আরও ভালো কিছু করার ইঙ্গিত দিয়েছেন উদীয়মান এই পেসার। তবে সামাজিকমাধ্যমে দেওয়া অতীতের এক পোস্ট তাঁর সুখের সময় উপভোগে বাধা হয়ে দাঁড়িয়েছে।
কিছুদিন ধরে তানজিমের দেওয়া পোস্ট নিয়ে বাংলাদেশে তোলপাড় শুরু হয়েছে। বিসিবির কাছে অবশ্য ইতিমধ্যে আজ পোস্টের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। তাঁর ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তানজিম কাউকে আঘাত করার উদ্দেশে দেননি বলে জানিয়েছেন জালাল ইউনুস।
তানজিমের দেওয়া আজকের বক্তব্যের সঙ্গে একাত্মা প্রকাশ করেছেন মেহেদী হাসান মিরাজ। সামাজিকমাধ্যমে এক পোস্ট দিয়ে সতীর্থের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। ২০ বছর বয়সী পেসারকে ভবিষ্যতের জন্য শুভকামনাও জানিয়েছে তিনি।
মিরাজ লিখেছেন, ‘আমি নিশ্চিত, তুমি কাউকে আঘাত করার উদ্দেশ্যে কিছু বলোনি। হয়তো তোমার উপস্থাপনটা ভুলভাবে হয়ে গেছে এবং তুমি তা বুঝেছ। বাংলাদেশের সংবিধান ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী সবাইকে মতপ্রকাশের স্বাধীনতা দিয়েছে, ৪১ অনুচ্ছেদ অনুযায়ী নিজ ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতাও দিয়েছে। তেমনই ইসলামে নারীকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে। কন্যাসন্তানকে সবচেয়ে বড় এক নিয়ামত বলা হয়েছে, মায়ের পদতলে সন্তানের জান্নাত বলা হয়েছে ও স্ত্রীকে সবচেয়ে বড় প্রশান্তির মর্যাদা দেওয়া হয়েছে। ফলে নারীবিদ্বেষের কথা তো এখানে আসেই না।’
শুধু পাশেই দাঁড়াননি ভবিষ্যতের জন্যও তানজিমকে শুভেচ্ছা জানিয়েছেন মিরাজ। ২৫ বছর বয়সী অফ স্পিন অলরাউন্ডার লিখেছেন, ‘সামনে তোমার এক দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক কিছু দেওয়ার আছে তোমার। শুভকামনা রইল, তানজিম হাসান সাকিব, আল্লাহ তোমার সহায় হোক। সরল সত্যের পথে অটুট থাকো।’
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
১ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৩ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩ ঘণ্টা আগে