ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে নারী ক্রিকেট। গতকাল রাতে রোমাঞ্চকর দ্বিতীয় সেমিফাইনালে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ রানে হারিয়ে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কাটে দক্ষিণ আফ্রিকা।
২০০৯ ও ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড এবং ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেলেছিল দক্ষিণ আফ্রিকা, শিরোপা জেতা হয়নি কারও। তবে এবার নিশ্চিত নতুন চ্যাম্পিয়নই পেতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামীকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সাক্ষাৎ হবে এই দুই দলের।
শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ৯ উইকেটে ১২৮ রান তোলে নিউজিল্যান্ড। ১২৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৮ উইকেটে ১২০ রানে থেমেছে ওয়েস্ট ইন্ডিজ।
সুজি বেটস ও জর্জিয়া প্লিমার ওপেনিং জুটিতে ৮.২ ওভারে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে জমা করেন ৪৮ রান। ২৮ বলে ২৬ রানে ফেরেন সুজি। মন্থর হলেও দারুণ শুরুই বলা যায়। তবে পরবর্তীতে সেভাবে ঝড় তুলতে পারেননি ব্যাটাররা। প্লিমার সর্বোচ্চ ৩১ বলে ৩৩ রান করেছেন।
তারপর ব্রুক হ্যালিডের ৯ বলে ১৮ ও ইসাবেলা গেজের ১৪ বলে ২০ রানের সৌজন্যে ১২৮ রান তোলে নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের ডিয়ান্ড্রি ডটিন ২২ রান দিয়ে নিয়েছেন ৪টি উইকেট। ২৩ রানে ২ উইকেট নেন এফি ফ্লেচার।
১২৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে ক্যারিবিয়ানদের প্রথম চার ব্যাটারের তিনজনই যান দুই অঙ্কে। কিন্তু কেউই ছাড়াতে পারেননি ১৫। পাঁচে নম্বরে ব্যাটিংয়ে নেমে ২২ বলে তিন ছক্কায় ৩৩ রানের ঝোড়ো ইনিংসে জয়ের আশা জাগান ডটিন।
পরের ব্যাটারদের আবার খোলসবন্দী করে রাখেন কিউই বোলাররা। শেষ দিকে আফি ফ্লেচার ১৭ ও জাইদা জেমস করেন ১৪ রান। তবে দলের জয়ের জন্য সেটি যথেষ্ট ছিল না। ২৯ রানে ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের স্পিনার এডেন কার্সন। ম্যাচসেরা পুরস্কার তোলেন নিজের হাতে। মাত্র ১৪ রানে ২ উইকেট নেন অ্যামেলিয়া কের।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে নারী ক্রিকেট। গতকাল রাতে রোমাঞ্চকর দ্বিতীয় সেমিফাইনালে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ রানে হারিয়ে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কাটে দক্ষিণ আফ্রিকা।
২০০৯ ও ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড এবং ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেলেছিল দক্ষিণ আফ্রিকা, শিরোপা জেতা হয়নি কারও। তবে এবার নিশ্চিত নতুন চ্যাম্পিয়নই পেতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামীকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সাক্ষাৎ হবে এই দুই দলের।
শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ৯ উইকেটে ১২৮ রান তোলে নিউজিল্যান্ড। ১২৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৮ উইকেটে ১২০ রানে থেমেছে ওয়েস্ট ইন্ডিজ।
সুজি বেটস ও জর্জিয়া প্লিমার ওপেনিং জুটিতে ৮.২ ওভারে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে জমা করেন ৪৮ রান। ২৮ বলে ২৬ রানে ফেরেন সুজি। মন্থর হলেও দারুণ শুরুই বলা যায়। তবে পরবর্তীতে সেভাবে ঝড় তুলতে পারেননি ব্যাটাররা। প্লিমার সর্বোচ্চ ৩১ বলে ৩৩ রান করেছেন।
তারপর ব্রুক হ্যালিডের ৯ বলে ১৮ ও ইসাবেলা গেজের ১৪ বলে ২০ রানের সৌজন্যে ১২৮ রান তোলে নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের ডিয়ান্ড্রি ডটিন ২২ রান দিয়ে নিয়েছেন ৪টি উইকেট। ২৩ রানে ২ উইকেট নেন এফি ফ্লেচার।
১২৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে ক্যারিবিয়ানদের প্রথম চার ব্যাটারের তিনজনই যান দুই অঙ্কে। কিন্তু কেউই ছাড়াতে পারেননি ১৫। পাঁচে নম্বরে ব্যাটিংয়ে নেমে ২২ বলে তিন ছক্কায় ৩৩ রানের ঝোড়ো ইনিংসে জয়ের আশা জাগান ডটিন।
পরের ব্যাটারদের আবার খোলসবন্দী করে রাখেন কিউই বোলাররা। শেষ দিকে আফি ফ্লেচার ১৭ ও জাইদা জেমস করেন ১৪ রান। তবে দলের জয়ের জন্য সেটি যথেষ্ট ছিল না। ২৯ রানে ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের স্পিনার এডেন কার্সন। ম্যাচসেরা পুরস্কার তোলেন নিজের হাতে। মাত্র ১৪ রানে ২ উইকেট নেন অ্যামেলিয়া কের।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
৩০ মিনিট আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৩ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৬ ঘণ্টা আগে