ক্রীড়া ডেস্ক
প্রত্যাবর্তনটা দুর্দান্ত হয়েছে তামিম ইকবালের। বিপিএল দিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরেই ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। তাঁর নেতৃত্বেই প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজিটি চ্যাম্পিয়ন হয়েছে।
শুধু অধিনায়কত্ব করেই নিজের কাজ শেষ করেননি তামিম। দলকে সামনে থেকে নেতৃত্বও দিয়েছেন। টুর্নামেন্টের সর্বোচ্চ ৪৯২ রান নিয়ে প্রথমবারের মতো বিপিএলের সেরা খেলোয়াড় হয়েছেন। মাঠে ফেরাটা দুর্দান্ত হওয়ায় তাই কৌতূহল জেগেছে আন্তর্জাতিক ক্রিকেটে কবে ফিরছেন তিনি।
সর্বশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তামিম। এরপর বাংলাদেশের ক্রিকেটে অনেক ঘটনাই ঘটে গেছে। ফেরার বিষয়ে মাঝে তাঁর সঙ্গে বসার কথা ছিল বিসিবির। তবে দুই পক্ষের সেই আলোচনা এখনো হয়নি। তাই বিপিএলের ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে অবধারিতভাবেই প্রশ্ন উঠেছে, নতুন প্রধান নির্বাচকের সঙ্গে তাঁর কথা হয়েছে কি না।
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিষয়ে তামিম বলেছেন, ‘না, আমার সঙ্গে তাঁর (নতুন প্রধান নির্বাচক) কোনো কথাবার্তা হয়নি। আমার সঙ্গে জালাল ভাইয়ের কথা হয়েছে। আমি কথা বলতে অ্যাভেইলেবল ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত...আমার সঙ্গে বসার কথা ছিল। তবে আমাদের একটা যোগাযোগ আছে। কাল সকালে আমি আবার দেশের বাইরে চলে যাচ্ছি। আশা করি, ফেরার পর আমরা বসব।’
ফেরার বিষয়ে বৈঠকে নিজের বিষয়গুলো পরিষ্কার করবেন বলে জানিয়েছেন তামিম। তিনি বলেছেন, ‘একটা জিনিস পরিষ্কারভাবেই আপনাদের বলতে চাই, আমার ফিরে আসতে অনেক কিছু ঠিক হতে হবে। নয়তো শুধু এসে খেলার কোনো পয়েন্ট নেই। কারণ, আমি ক্যারিয়ারের এমন অবস্থায় আছি, হয়তো আর দুই বছর খেলতে পারব। ওই কথাগুলো ওনাদের সঙ্গে বলতে হবে। এখনো যেহেতু ওনাদের সঙ্গে চূড়ান্ত কথা হয়নি, তাই কোনো কিছু এই সংবাদ সম্মেলনে বলা ঠিক হবে না।’
প্রত্যাবর্তনটা দুর্দান্ত হয়েছে তামিম ইকবালের। বিপিএল দিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরেই ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। তাঁর নেতৃত্বেই প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজিটি চ্যাম্পিয়ন হয়েছে।
শুধু অধিনায়কত্ব করেই নিজের কাজ শেষ করেননি তামিম। দলকে সামনে থেকে নেতৃত্বও দিয়েছেন। টুর্নামেন্টের সর্বোচ্চ ৪৯২ রান নিয়ে প্রথমবারের মতো বিপিএলের সেরা খেলোয়াড় হয়েছেন। মাঠে ফেরাটা দুর্দান্ত হওয়ায় তাই কৌতূহল জেগেছে আন্তর্জাতিক ক্রিকেটে কবে ফিরছেন তিনি।
সর্বশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তামিম। এরপর বাংলাদেশের ক্রিকেটে অনেক ঘটনাই ঘটে গেছে। ফেরার বিষয়ে মাঝে তাঁর সঙ্গে বসার কথা ছিল বিসিবির। তবে দুই পক্ষের সেই আলোচনা এখনো হয়নি। তাই বিপিএলের ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে অবধারিতভাবেই প্রশ্ন উঠেছে, নতুন প্রধান নির্বাচকের সঙ্গে তাঁর কথা হয়েছে কি না।
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিষয়ে তামিম বলেছেন, ‘না, আমার সঙ্গে তাঁর (নতুন প্রধান নির্বাচক) কোনো কথাবার্তা হয়নি। আমার সঙ্গে জালাল ভাইয়ের কথা হয়েছে। আমি কথা বলতে অ্যাভেইলেবল ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত...আমার সঙ্গে বসার কথা ছিল। তবে আমাদের একটা যোগাযোগ আছে। কাল সকালে আমি আবার দেশের বাইরে চলে যাচ্ছি। আশা করি, ফেরার পর আমরা বসব।’
ফেরার বিষয়ে বৈঠকে নিজের বিষয়গুলো পরিষ্কার করবেন বলে জানিয়েছেন তামিম। তিনি বলেছেন, ‘একটা জিনিস পরিষ্কারভাবেই আপনাদের বলতে চাই, আমার ফিরে আসতে অনেক কিছু ঠিক হতে হবে। নয়তো শুধু এসে খেলার কোনো পয়েন্ট নেই। কারণ, আমি ক্যারিয়ারের এমন অবস্থায় আছি, হয়তো আর দুই বছর খেলতে পারব। ওই কথাগুলো ওনাদের সঙ্গে বলতে হবে। এখনো যেহেতু ওনাদের সঙ্গে চূড়ান্ত কথা হয়নি, তাই কোনো কিছু এই সংবাদ সম্মেলনে বলা ঠিক হবে না।’
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
১ মিনিট আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগে