নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাদা ও লাল তিন সংস্করণের সিরিজ খেলতে আগামী ১০ জুন বাংলাদেশে আসছে আফগানিস্তান। এই সিরিজ সামনে রেখে আজ থেকে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। তিন সংস্করণের সিরিজের জন্য টিম ম্যানেজমেন্টকে ২৬ জনের একটা দল দেওয়া হয়েছে।
এই দলে নেই মাহমুদউল্লাহ রিয়াদের নাম। এমনিতে গত দুই সিরিজের দলে ছিলেন না মাহমুদউল্লাহ। ধারণা করা হচ্ছিল, বিশ্বকাপ ভাবনায় না থাকায় তাঁকে ছাড়াই পরিকল্পনায় এগোচ্ছে বাংলাদেশ। কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও দল সংশ্লিষ্টদের কথাবার্তায় অবশ্য মাহমুদউল্লাহকে নিয়ে ভিন্ন বার্তাই পাওয়া যাচ্ছিল। তবে আফগান সিরিজের প্রাথমিক স্কোয়াডে অবশ্য তাঁদের কথার ছাপ পাওয়া যায়নি।
আজ ক্যাম্পের প্রথম দিন বাংলাদেশ দলের অনুশীলনের ফাঁকে দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল ক্যাম্পে মাহমুদউল্লাহ আছেন কি না প্রশ্নে সংবাদমাধ্যমকে বলেছেন, থাকলে তো অনুশীলনেই দেখা যেত (মাহমুদউল্লাহ)। নাফিস আরও যোগ করেন, আজ প্রথমে লাল বলের অনুশীলন হয়েছে। এখন সাদা বলের খেলোয়াড়েরা অনুশীলন করেছে। দল দেওয়ার পর আলাদাভাবে অনুশীলন হবে।
সহকারী কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রথমবার বাংলাদেশে এসেছেন নিক পোথাস। এর আগে চেমসফোর্ডে দলের সঙ্গে কাজ করেছেন তিনি। আজ তৌহিদ হৃদয়, আফিফ হোসেনদের নিয়ে আলাদা আলাদাভাবে কাজ করতে দেখা গেছে তাঁকে।
আরও খবর পড়ুন:
সাদা ও লাল তিন সংস্করণের সিরিজ খেলতে আগামী ১০ জুন বাংলাদেশে আসছে আফগানিস্তান। এই সিরিজ সামনে রেখে আজ থেকে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। তিন সংস্করণের সিরিজের জন্য টিম ম্যানেজমেন্টকে ২৬ জনের একটা দল দেওয়া হয়েছে।
এই দলে নেই মাহমুদউল্লাহ রিয়াদের নাম। এমনিতে গত দুই সিরিজের দলে ছিলেন না মাহমুদউল্লাহ। ধারণা করা হচ্ছিল, বিশ্বকাপ ভাবনায় না থাকায় তাঁকে ছাড়াই পরিকল্পনায় এগোচ্ছে বাংলাদেশ। কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও দল সংশ্লিষ্টদের কথাবার্তায় অবশ্য মাহমুদউল্লাহকে নিয়ে ভিন্ন বার্তাই পাওয়া যাচ্ছিল। তবে আফগান সিরিজের প্রাথমিক স্কোয়াডে অবশ্য তাঁদের কথার ছাপ পাওয়া যায়নি।
আজ ক্যাম্পের প্রথম দিন বাংলাদেশ দলের অনুশীলনের ফাঁকে দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল ক্যাম্পে মাহমুদউল্লাহ আছেন কি না প্রশ্নে সংবাদমাধ্যমকে বলেছেন, থাকলে তো অনুশীলনেই দেখা যেত (মাহমুদউল্লাহ)। নাফিস আরও যোগ করেন, আজ প্রথমে লাল বলের অনুশীলন হয়েছে। এখন সাদা বলের খেলোয়াড়েরা অনুশীলন করেছে। দল দেওয়ার পর আলাদাভাবে অনুশীলন হবে।
সহকারী কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রথমবার বাংলাদেশে এসেছেন নিক পোথাস। এর আগে চেমসফোর্ডে দলের সঙ্গে কাজ করেছেন তিনি। আজ তৌহিদ হৃদয়, আফিফ হোসেনদের নিয়ে আলাদা আলাদাভাবে কাজ করতে দেখা গেছে তাঁকে।
আরও খবর পড়ুন:
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
২ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
২ ঘণ্টা আগে