ক্রীড়া ডেস্ক
১০ বছর পর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। গতকাল শারজায় উদ্বোধনী ম্যাচে টুর্নামেন্টে অভিষিক্ত স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা।
আগামীকাল বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। স্কটিশদের বিপক্ষে জয় এই ম্যাচে দলে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে মনে করেন জাহানারা আলম। বাংলাদেশি পেসার বলেছেন, ‘এটা (জয়) আমাদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। এভাবে শুরু করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমরা এখন দ্বিতীয় ম্যাচের দিকে তাকিয়ে আছি।’
স্কটল্যান্ডের বিপক্ষে খেলেননি জাহানারা। তবে আজ সতীর্থদের সঙ্গে অনুশীলনের পর বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এলেন এই পেসার। বাংলাদেশের মেয়েরা এর আগে তিনটি টি-টোয়েন্টি খেলেছে ইংল্যান্ডের বিপক্ষে। হেরেছে সব কটিতেই। তবে অতীত নিয়ে ভাবছেন না জাহানারা। জানালেন ইংলিশদের বিপক্ষে জয়ের জন্য মুখিয়ে আছে তাঁর সতীর্থরা, ‘সবাই ভাবছে ইংল্যান্ড বিশেষ কিছু করবে। কিন্তু বিষয়টা হচ্ছে, নির্দিষ্ট একটা দিন আপনারও দিন। আপনি যদি সেই ম্যাচে ভালো করতে পারেন তাহলে কেউ জানে না কী ধরনের ফলাফল হতে পারে। আমাদের শুরুটা ভালো হয়েছে এবং আমরা ইংল্যান্ডের বিপক্ষে ভালো করতে প্রত্যয়ী। এবারের বিশ্বকাপে আমাদের দ্বিতীয় জয়ের জন্য মুখিয়ে আছি।’
ইংল্যান্ড শক্তিশালী প্রতিপক্ষ হলেও প্রথম ম্যাচ জয়ে বাড়তি আত্মবিশ্বাস পাওয়া বাংলাদেশ চায় জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে। পরিকল্পনা অনুযায়ী খেলে ইংলিশদের হারাতে পারলে বড় অর্জনও হবে মনে করেন জাহানারা, ‘এটা আমাদের জন্য বড় একটা অর্জনও হবে। অবশ্যই, আমরা জয়ের জন্যই খেলব। অবশ্যই, ইংল্যান্ড খুবই কঠিন প্রতিপক্ষ। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করব। তাদের জন্য আমাদের বিশেষ কোন পরিকল্পনা আছে ব্যাপারটা এমন নয়। হ্যাঁ, আমাদের একটা পরিকল্পনা আছে এবং আমরা সেটা বাস্তবায়নের চেষ্টা করব।’
১০ বছর পর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। গতকাল শারজায় উদ্বোধনী ম্যাচে টুর্নামেন্টে অভিষিক্ত স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা।
আগামীকাল বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। স্কটিশদের বিপক্ষে জয় এই ম্যাচে দলে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে মনে করেন জাহানারা আলম। বাংলাদেশি পেসার বলেছেন, ‘এটা (জয়) আমাদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। এভাবে শুরু করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমরা এখন দ্বিতীয় ম্যাচের দিকে তাকিয়ে আছি।’
স্কটল্যান্ডের বিপক্ষে খেলেননি জাহানারা। তবে আজ সতীর্থদের সঙ্গে অনুশীলনের পর বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এলেন এই পেসার। বাংলাদেশের মেয়েরা এর আগে তিনটি টি-টোয়েন্টি খেলেছে ইংল্যান্ডের বিপক্ষে। হেরেছে সব কটিতেই। তবে অতীত নিয়ে ভাবছেন না জাহানারা। জানালেন ইংলিশদের বিপক্ষে জয়ের জন্য মুখিয়ে আছে তাঁর সতীর্থরা, ‘সবাই ভাবছে ইংল্যান্ড বিশেষ কিছু করবে। কিন্তু বিষয়টা হচ্ছে, নির্দিষ্ট একটা দিন আপনারও দিন। আপনি যদি সেই ম্যাচে ভালো করতে পারেন তাহলে কেউ জানে না কী ধরনের ফলাফল হতে পারে। আমাদের শুরুটা ভালো হয়েছে এবং আমরা ইংল্যান্ডের বিপক্ষে ভালো করতে প্রত্যয়ী। এবারের বিশ্বকাপে আমাদের দ্বিতীয় জয়ের জন্য মুখিয়ে আছি।’
ইংল্যান্ড শক্তিশালী প্রতিপক্ষ হলেও প্রথম ম্যাচ জয়ে বাড়তি আত্মবিশ্বাস পাওয়া বাংলাদেশ চায় জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে। পরিকল্পনা অনুযায়ী খেলে ইংলিশদের হারাতে পারলে বড় অর্জনও হবে মনে করেন জাহানারা, ‘এটা আমাদের জন্য বড় একটা অর্জনও হবে। অবশ্যই, আমরা জয়ের জন্যই খেলব। অবশ্যই, ইংল্যান্ড খুবই কঠিন প্রতিপক্ষ। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করব। তাদের জন্য আমাদের বিশেষ কোন পরিকল্পনা আছে ব্যাপারটা এমন নয়। হ্যাঁ, আমাদের একটা পরিকল্পনা আছে এবং আমরা সেটা বাস্তবায়নের চেষ্টা করব।’
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
১ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৩ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৬ ঘণ্টা আগে