ক্রীড়া ডেস্ক
আফগানিস্তান ও ভারতের কাছে অস্ট্রেলিয়া পরপর দুই ম্যাচ হারায় বাংলাদেশের সেমিফাইনাল খেলার একটা সুযোগ তৈরি হয়েছিল। তবে বাংলাদেশ সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারলে তো! সেন্ট ভিনসেন্টে গতকাল উল্টো বাংলাদেশ ম্যাচ হারায় সেমিফাইনালে উঠেছে আফগানরা। বাংলাদেশ সুযোগ পেয়েও কেন কাজে লাগাতে পারল না, সেই প্রশ্ন তুলেছেন তামিম ইকবাল।
সেমিতে উঠতে গতকাল বাংলাদেশকে ১২.১ ওভারে করতে হতো ১১৬ রান। সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল গ্রাউন্ডে বাংলাদেশ প্রথম ৪ ওভারে করেছে ৩ উইকেটে ৩৬ রান। আফগানিস্তানের দুর্দান্ত বোলিংয়ে নাজমুল হোসেন শান্তর দল এরপর খেই হারাতে শুরু করে। ১১.৪ ওভারে ৭ উইকেটে ৮১ রান হয়ে যায় বাংলাদেশ, যেখানে ৭ নম্বরে নেমে মাহমুদউল্লাহ রিয়াদ করেছেন ৯ বলে ৬ রান। সমান ৯ বলে তাওহিদ হৃদয় করেছেন ১৪ রান।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ আশা জাগিয়েও কেন সেমিফাইনাল খেলতে পারল না, তা জানতে চেয়েছেন তামিম। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ শেষে গত রাতে ক্রিকইনফোতে এক অনুষ্ঠানে তামিম বলেন, ‘রান তাড়ার চেষ্টা করা উচিত ছিল বাংলাদেশের (সেমিফাইনালে যাওয়া)। ৭০-৮০ রানে অলআউট হলেও তো ম্যাচ হারতই। যখন সুপার এইটে কোনো ম্যাচ জেতা হয়নি এবং পরে সুযোগ পেয়েছেন সেমিফাইনাল খেলতে। বারবার এমন সুযোগ আসে না। সম্ভাব্য সবকিছু করারই তো চেষ্টা করবেন। বাংলাদেশ রান তাড়া করবে এমনটা মনে হচ্ছিল। মাঝে কয়েক ওভারের ব্যাটিং ইনটেন্ট কাজটা কঠিন করেছে।’
বিশ্বকাপজুড়ে দেখা গেছে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। যে কারণে অস্ট্রেলিয়া ও ভারত দুই প্রতিপক্ষের বিপক্ষে জয় পায়নি বাংলাদেশ। বৃষ্টির বাগড়ায় সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৯ ওভারে ১১৪ রানের। সেখান থেকে শান্তর দল বৃষ্টি আইনে ৮ রানে হেরে যায়। সেমির লক্ষ্য তাড়া করতে গিয়ে বাংলাদেশের ম্যাচ হেরে যাওয়ার প্রসঙ্গে তামিম বলেন, ‘সুপার এইটে খারাপ করলেও আজ (গতকাল) সুযোগ ছিল সেমিতে খেলার। তারা যদি ৩০ রানে বা ৪০ রানে হেরে যেত, রান তাড়ার চেষ্টাও করত তাহলে সমর্থকেরা বুঝতেন যে চেষ্টা করেছে, হয়নি সমস্যা নেই। সবাই এখন দেখবেন যে ম্যাচ জেতা, রান তাড়া কোনোটাই হয়নি।’
আফগানিস্তান ও ভারতের কাছে অস্ট্রেলিয়া পরপর দুই ম্যাচ হারায় বাংলাদেশের সেমিফাইনাল খেলার একটা সুযোগ তৈরি হয়েছিল। তবে বাংলাদেশ সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারলে তো! সেন্ট ভিনসেন্টে গতকাল উল্টো বাংলাদেশ ম্যাচ হারায় সেমিফাইনালে উঠেছে আফগানরা। বাংলাদেশ সুযোগ পেয়েও কেন কাজে লাগাতে পারল না, সেই প্রশ্ন তুলেছেন তামিম ইকবাল।
সেমিতে উঠতে গতকাল বাংলাদেশকে ১২.১ ওভারে করতে হতো ১১৬ রান। সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল গ্রাউন্ডে বাংলাদেশ প্রথম ৪ ওভারে করেছে ৩ উইকেটে ৩৬ রান। আফগানিস্তানের দুর্দান্ত বোলিংয়ে নাজমুল হোসেন শান্তর দল এরপর খেই হারাতে শুরু করে। ১১.৪ ওভারে ৭ উইকেটে ৮১ রান হয়ে যায় বাংলাদেশ, যেখানে ৭ নম্বরে নেমে মাহমুদউল্লাহ রিয়াদ করেছেন ৯ বলে ৬ রান। সমান ৯ বলে তাওহিদ হৃদয় করেছেন ১৪ রান।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ আশা জাগিয়েও কেন সেমিফাইনাল খেলতে পারল না, তা জানতে চেয়েছেন তামিম। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ শেষে গত রাতে ক্রিকইনফোতে এক অনুষ্ঠানে তামিম বলেন, ‘রান তাড়ার চেষ্টা করা উচিত ছিল বাংলাদেশের (সেমিফাইনালে যাওয়া)। ৭০-৮০ রানে অলআউট হলেও তো ম্যাচ হারতই। যখন সুপার এইটে কোনো ম্যাচ জেতা হয়নি এবং পরে সুযোগ পেয়েছেন সেমিফাইনাল খেলতে। বারবার এমন সুযোগ আসে না। সম্ভাব্য সবকিছু করারই তো চেষ্টা করবেন। বাংলাদেশ রান তাড়া করবে এমনটা মনে হচ্ছিল। মাঝে কয়েক ওভারের ব্যাটিং ইনটেন্ট কাজটা কঠিন করেছে।’
বিশ্বকাপজুড়ে দেখা গেছে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। যে কারণে অস্ট্রেলিয়া ও ভারত দুই প্রতিপক্ষের বিপক্ষে জয় পায়নি বাংলাদেশ। বৃষ্টির বাগড়ায় সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৯ ওভারে ১১৪ রানের। সেখান থেকে শান্তর দল বৃষ্টি আইনে ৮ রানে হেরে যায়। সেমির লক্ষ্য তাড়া করতে গিয়ে বাংলাদেশের ম্যাচ হেরে যাওয়ার প্রসঙ্গে তামিম বলেন, ‘সুপার এইটে খারাপ করলেও আজ (গতকাল) সুযোগ ছিল সেমিতে খেলার। তারা যদি ৩০ রানে বা ৪০ রানে হেরে যেত, রান তাড়ার চেষ্টাও করত তাহলে সমর্থকেরা বুঝতেন যে চেষ্টা করেছে, হয়নি সমস্যা নেই। সবাই এখন দেখবেন যে ম্যাচ জেতা, রান তাড়া কোনোটাই হয়নি।’
সিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
১ ঘণ্টা আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
১ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
২ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৫ ঘণ্টা আগে