ক্রীড়া ডেস্ক
তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ কী হবে সেটা অনেক দিন ধরেই আলোচনায়। বিশ্বকাপ শেষে সেটা আরও জোরালো হয়েছে। সেই আলোচনার সমাপ্তি টানতেই আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে তাঁর বাসভবনে বসেছিলেন তামিম।
তবে দুজনের মধ্যে কী আলোচনা হয়েছে সেটা অবশ্য পাপনের বাসভবনের বৈঠক শেষে জানা যায়নি। কোনো কথা না বলেই চলে যান তামিম। পরে নিজের বাসভবন বনানীতে এক সংবাদ সম্মেলন করেন বাংলাদেশের ওপেনার। সেখানে তিনি জানিয়েছেন, নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের বিষয়ে আগামী জানুয়ারির পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
সংবাদ সম্মেলনে কোনো প্রশ্ন নেইনি তামিম। বাঁহাতি ওপেনার বলেছেন, ‘বিশ্বকাপের পর আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ কী হবে সেটার একটা পরিষ্কার সিদ্ধান্তে আসা দরকার ছিল। আমার কাছে মনে হয় কারণ ক্যারিয়ারে কখনো কোনো ধরনের প্যাঁচ-গোচের মধ্যে ছিলাম না। ক্যারিয়ারে যে সিদ্ধান্তই নিয়েছি না কেন সব সময় পরিষ্কার করেছি। আমার ভবিষ্যৎ নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম তবে এই মুহূর্তে এখন আর বলার দরকার নাই। বোর্ড সভাপতির সঙ্গে খোলামেলা অনেক কিছু নিয়েই কথা হয়েছে। আমি কী চাই তা জানিয়েছি। যেহেতু নির্বাচন সামনে, উনার ব্যস্ততাও রয়েছে জানুয়ারি পর্যন্ত। তিনি শোনার পর আমাকে বললেন, জানুয়ারি পর্যন্ত একটু থামতে। এরপরেই আপনারা পরিষ্কার ধারণা পাবেন। বোর্ড সভাপতি ও অন্যান্যদের প্রতি শ্রদ্ধা রেখেই তাই জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করছি।’
আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ জানুয়ারিতে জানা গেলেও তামিম মাঠে ফিরবেন বিপিএল দিয়েই। এ বিষয়ে তিনি বলেছেন, ‘বিপিএল দিয়ে মাঠে ফিরব। এরপর দেখা যাক কী হয়। আমার কথা শুনেই ওনি সিদ্ধান্ত নেবেন না। সকলের কথা শুনে কঠিন সিদ্ধান্ত হলেও নেবেন তিনি।’
তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ কী হবে সেটা অনেক দিন ধরেই আলোচনায়। বিশ্বকাপ শেষে সেটা আরও জোরালো হয়েছে। সেই আলোচনার সমাপ্তি টানতেই আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে তাঁর বাসভবনে বসেছিলেন তামিম।
তবে দুজনের মধ্যে কী আলোচনা হয়েছে সেটা অবশ্য পাপনের বাসভবনের বৈঠক শেষে জানা যায়নি। কোনো কথা না বলেই চলে যান তামিম। পরে নিজের বাসভবন বনানীতে এক সংবাদ সম্মেলন করেন বাংলাদেশের ওপেনার। সেখানে তিনি জানিয়েছেন, নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের বিষয়ে আগামী জানুয়ারির পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
সংবাদ সম্মেলনে কোনো প্রশ্ন নেইনি তামিম। বাঁহাতি ওপেনার বলেছেন, ‘বিশ্বকাপের পর আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ কী হবে সেটার একটা পরিষ্কার সিদ্ধান্তে আসা দরকার ছিল। আমার কাছে মনে হয় কারণ ক্যারিয়ারে কখনো কোনো ধরনের প্যাঁচ-গোচের মধ্যে ছিলাম না। ক্যারিয়ারে যে সিদ্ধান্তই নিয়েছি না কেন সব সময় পরিষ্কার করেছি। আমার ভবিষ্যৎ নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম তবে এই মুহূর্তে এখন আর বলার দরকার নাই। বোর্ড সভাপতির সঙ্গে খোলামেলা অনেক কিছু নিয়েই কথা হয়েছে। আমি কী চাই তা জানিয়েছি। যেহেতু নির্বাচন সামনে, উনার ব্যস্ততাও রয়েছে জানুয়ারি পর্যন্ত। তিনি শোনার পর আমাকে বললেন, জানুয়ারি পর্যন্ত একটু থামতে। এরপরেই আপনারা পরিষ্কার ধারণা পাবেন। বোর্ড সভাপতি ও অন্যান্যদের প্রতি শ্রদ্ধা রেখেই তাই জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করছি।’
আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ জানুয়ারিতে জানা গেলেও তামিম মাঠে ফিরবেন বিপিএল দিয়েই। এ বিষয়ে তিনি বলেছেন, ‘বিপিএল দিয়ে মাঠে ফিরব। এরপর দেখা যাক কী হয়। আমার কথা শুনেই ওনি সিদ্ধান্ত নেবেন না। সকলের কথা শুনে কঠিন সিদ্ধান্ত হলেও নেবেন তিনি।’
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
২ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৩ ঘণ্টা আগে