ক্রীড়া ডেস্ক
এ যেন ‘এক ঢিলে দুই পাখি’ মারল বাংলাদেশ। নেপিয়ারের ম্যাকলিন পার্কে তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে ধবলধোলাই এড়িয়েছে বাংলাদেশ। একই সঙ্গে নিউজিল্যান্ডের মাঠে কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডেতে জয় পেয়েছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ।
নিউজিল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে বাংলাদেশ খেলে ২০০৭-এর ডিসেম্বর। এরপর ১৬ বছরে বাংলাদেশ তাদের মাঠে তাদের বিপক্ষে সব মিলে ১৮ ওয়ানডে খেলেছিল ঠিকই। তবে কোনোটিতেই জয় পায়নি বাংলাদেশ। যার মধ্যে রয়েছে এবারের নিউজিল্যান্ড সফরের প্রথম দুই ওয়ানডে। সিরিজ খুইয়ে বাংলাদেশকে চোখ রাঙাচ্ছিল আরও একটি ধবলধোলাই। সেখানে আজ নেপিয়ারের ম্যাকলিন পার্কে দাপুটে এক জয় পেয়েছে বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া নিউজিল্যান্ড ৩১.৪ ওভারে ৯৮ রানে অলআউট হয়েছে। রান তাড়া করতে নেমে ১৫.১ ওভারে ১ উইকেটে ৯৯ রান করে ফেলে বাংলাদেশ। ১৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তানজিম হাসান সাকিব।
নাজমুল হোসেন শান্ত ওয়ানডেতে অধিনায়কত্বের অভিষেকে জয় পেয়েছেন ষষ্ঠ ম্যাচে এসে। এবার নিউজিল্যান্ড সফরের প্রথম দুই ওয়ানডেতে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি। তৃতীয় ওয়ানডেতে আজ ৪২ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। নিজের ফেসবুক পেজে বাংলাদেশ অধিনায়ক লিখেছেন, ‘এই ম্যাচ আমি দীর্ঘদিন মনে রাখব। দলকে ধন্যবাদ ও অভিনন্দন।’ এরপর তিনি বাংলাদেশের পতাকার ছবি দিয়েছেন।
বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হয়েছিল বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডেতে। দুই ইনিংস মিলে ম্যাচ হয়েছে ৪৬.৫ ওভার। ম্যাচ যখন শেষ, নেপিয়ারে তখন দুপুর আর ঢাকায় সকাল। বাংলাদেশের মানুষদের শুভ সকাল জানিয়ে মুশফিকুর রহিম ফেসবুক পেজে লিখেছেন, ‘শুভ সকাল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয়ে বাঘেরা ওয়ানডে সিরিজ শেষ করেছে। আশা করি, সামনে তোমাদের ভালো দিন আসছে।’ মেহেদী হাসান মিরাজ নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘শেষ ম্যাচে বিশাল জয়ে বাঘের গর্জন শোনা গেছে।’
নিউজিল্যান্ডের ১০ উইকেটের প্রত্যেকটিই নিয়েছেন বাংলাদেশের পেসাররা। ৩টি করে উইকেট নিয়েছেন তানজিম সাকিব, শরীফুল ইসলাম ও সৌম্য সরকার। ১ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। এর মধ্যে লাথামের উইকেট নিয়ে শরীফুল নিউজিল্যান্ডের ইনিংসের ভাঙন ধরানোর সূচনা করেন। বাংলাদেশের বাঁহাতি পেসার ফেসবুকে লিখেছেন, ‘শুভ সকাল বাংলাদেশ’
এ যেন ‘এক ঢিলে দুই পাখি’ মারল বাংলাদেশ। নেপিয়ারের ম্যাকলিন পার্কে তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে ধবলধোলাই এড়িয়েছে বাংলাদেশ। একই সঙ্গে নিউজিল্যান্ডের মাঠে কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডেতে জয় পেয়েছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ।
নিউজিল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে বাংলাদেশ খেলে ২০০৭-এর ডিসেম্বর। এরপর ১৬ বছরে বাংলাদেশ তাদের মাঠে তাদের বিপক্ষে সব মিলে ১৮ ওয়ানডে খেলেছিল ঠিকই। তবে কোনোটিতেই জয় পায়নি বাংলাদেশ। যার মধ্যে রয়েছে এবারের নিউজিল্যান্ড সফরের প্রথম দুই ওয়ানডে। সিরিজ খুইয়ে বাংলাদেশকে চোখ রাঙাচ্ছিল আরও একটি ধবলধোলাই। সেখানে আজ নেপিয়ারের ম্যাকলিন পার্কে দাপুটে এক জয় পেয়েছে বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া নিউজিল্যান্ড ৩১.৪ ওভারে ৯৮ রানে অলআউট হয়েছে। রান তাড়া করতে নেমে ১৫.১ ওভারে ১ উইকেটে ৯৯ রান করে ফেলে বাংলাদেশ। ১৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তানজিম হাসান সাকিব।
নাজমুল হোসেন শান্ত ওয়ানডেতে অধিনায়কত্বের অভিষেকে জয় পেয়েছেন ষষ্ঠ ম্যাচে এসে। এবার নিউজিল্যান্ড সফরের প্রথম দুই ওয়ানডেতে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি। তৃতীয় ওয়ানডেতে আজ ৪২ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। নিজের ফেসবুক পেজে বাংলাদেশ অধিনায়ক লিখেছেন, ‘এই ম্যাচ আমি দীর্ঘদিন মনে রাখব। দলকে ধন্যবাদ ও অভিনন্দন।’ এরপর তিনি বাংলাদেশের পতাকার ছবি দিয়েছেন।
বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হয়েছিল বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডেতে। দুই ইনিংস মিলে ম্যাচ হয়েছে ৪৬.৫ ওভার। ম্যাচ যখন শেষ, নেপিয়ারে তখন দুপুর আর ঢাকায় সকাল। বাংলাদেশের মানুষদের শুভ সকাল জানিয়ে মুশফিকুর রহিম ফেসবুক পেজে লিখেছেন, ‘শুভ সকাল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয়ে বাঘেরা ওয়ানডে সিরিজ শেষ করেছে। আশা করি, সামনে তোমাদের ভালো দিন আসছে।’ মেহেদী হাসান মিরাজ নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘শেষ ম্যাচে বিশাল জয়ে বাঘের গর্জন শোনা গেছে।’
নিউজিল্যান্ডের ১০ উইকেটের প্রত্যেকটিই নিয়েছেন বাংলাদেশের পেসাররা। ৩টি করে উইকেট নিয়েছেন তানজিম সাকিব, শরীফুল ইসলাম ও সৌম্য সরকার। ১ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। এর মধ্যে লাথামের উইকেট নিয়ে শরীফুল নিউজিল্যান্ডের ইনিংসের ভাঙন ধরানোর সূচনা করেন। বাংলাদেশের বাঁহাতি পেসার ফেসবুকে লিখেছেন, ‘শুভ সকাল বাংলাদেশ’
খেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
২৮ মিনিট আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
২ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৩ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৩ ঘণ্টা আগে