ক্রীড়া ডেস্ক
গুঞ্জনটাই সত্যি হলো। পুরো ইংল্যান্ড সিরিজেই বিরাট কোহলিকে পাচ্ছে না ভারত। তাঁকে বাদ দিয়েই বাকি তিন টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই।
দল ঘোষণা করে নিজেদের ওয়েবসাইটে দুটি নোট দিয়ে এক বিবৃতি দিয়েছে বিসিসিআই, যার একটি কোহলি এবং অপরটি ফিটনেসের সাপেক্ষে স্কোয়াডে সুযোগ পাওয়া লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজাকে নিয়ে। প্রথমটিতে লেখা হয়েছে ‘ব্যক্তিগত কারণে সিরিজের বাকি টেস্টেও পাওয়া যাবে না বিরাট কোহলিকে। কোহলির সিদ্ধান্তকে বোর্ড সম্মান জানাচ্ছে। সঙ্গে তাঁকে পূর্ণ সমর্থন জানাচ্ছে।’ আর বিসিসিআইয়ের দ্বিতীয় নোটে লেখা হয়েছে, ‘রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুলের খেলা নির্ভর করছে বিসিসিআইয়ের মেডিকেল দলের ফিটনেসের ছাড়পত্র দেওয়ার ওপর।
এতে বাকি তিন টেস্ট থেকেও নিজের নাম কোহলি প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস যে তথ্য দিয়েছে তা সত্যি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাকি তিন টেস্ট থেকে নিজের নাম প্রত্যাহারে বিষয়টি ইতিমধ্যে নাকি বিসিসিআই ও জাতীয় সিনিয়র নির্বাচক কমিটিকে জানিয়েছেন কোহলি। রাজকোট, রাঁচি ও ধর্মশালা টেস্টের স্কোয়াড ঠিক করতে গতকাল অনলাইন মিটিংয়ে বসেছিলেন নির্বাচকেরা। সেদিনই বিষয়টি অবগত করেছেন ভারতীয় ব্যাটার।
এর আগে পারিবারিক কারণে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন কোহলি। তখন কোহলির না থাকার ব্যাখ্যায় বিসিসিআই এক বিবৃতিতে বলেছে, ‘অধিনায়ক রোহিত শর্মা, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সঙ্গে কথা বলেছেন বিরাট। দেশের হয়ে প্রতিনিধিত্ব করাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেন তিনি। তবে এবার ব্যক্তিগত ব্যাপার চলে আসায় তাঁর সেখানে থাকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’
অভিষেকের পর এবারই প্রথম ঘরের মাঠে কোনো টেস্ট খেলা হচ্ছে না কোহলির। অন্যদিকে চোটের কারণে বাকি তিন টেস্টে জায়গা হয়নি শ্রেয়াস আইয়ারের। আর প্রথমবারের মতো ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার আকাশ দীপ। তৃতীয় টেস্ট শুরু হবে ১৫ ফেব্রুয়ারি রাজকোটে।
ভারতের টেস্ট স্কোয়াড—
রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরা, যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, লোকেশ রাহুল, রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল, কেএস ভরত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার ও আকাশ দীপ।
গুঞ্জনটাই সত্যি হলো। পুরো ইংল্যান্ড সিরিজেই বিরাট কোহলিকে পাচ্ছে না ভারত। তাঁকে বাদ দিয়েই বাকি তিন টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই।
দল ঘোষণা করে নিজেদের ওয়েবসাইটে দুটি নোট দিয়ে এক বিবৃতি দিয়েছে বিসিসিআই, যার একটি কোহলি এবং অপরটি ফিটনেসের সাপেক্ষে স্কোয়াডে সুযোগ পাওয়া লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজাকে নিয়ে। প্রথমটিতে লেখা হয়েছে ‘ব্যক্তিগত কারণে সিরিজের বাকি টেস্টেও পাওয়া যাবে না বিরাট কোহলিকে। কোহলির সিদ্ধান্তকে বোর্ড সম্মান জানাচ্ছে। সঙ্গে তাঁকে পূর্ণ সমর্থন জানাচ্ছে।’ আর বিসিসিআইয়ের দ্বিতীয় নোটে লেখা হয়েছে, ‘রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুলের খেলা নির্ভর করছে বিসিসিআইয়ের মেডিকেল দলের ফিটনেসের ছাড়পত্র দেওয়ার ওপর।
এতে বাকি তিন টেস্ট থেকেও নিজের নাম কোহলি প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস যে তথ্য দিয়েছে তা সত্যি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাকি তিন টেস্ট থেকে নিজের নাম প্রত্যাহারে বিষয়টি ইতিমধ্যে নাকি বিসিসিআই ও জাতীয় সিনিয়র নির্বাচক কমিটিকে জানিয়েছেন কোহলি। রাজকোট, রাঁচি ও ধর্মশালা টেস্টের স্কোয়াড ঠিক করতে গতকাল অনলাইন মিটিংয়ে বসেছিলেন নির্বাচকেরা। সেদিনই বিষয়টি অবগত করেছেন ভারতীয় ব্যাটার।
এর আগে পারিবারিক কারণে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন কোহলি। তখন কোহলির না থাকার ব্যাখ্যায় বিসিসিআই এক বিবৃতিতে বলেছে, ‘অধিনায়ক রোহিত শর্মা, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সঙ্গে কথা বলেছেন বিরাট। দেশের হয়ে প্রতিনিধিত্ব করাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেন তিনি। তবে এবার ব্যক্তিগত ব্যাপার চলে আসায় তাঁর সেখানে থাকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’
অভিষেকের পর এবারই প্রথম ঘরের মাঠে কোনো টেস্ট খেলা হচ্ছে না কোহলির। অন্যদিকে চোটের কারণে বাকি তিন টেস্টে জায়গা হয়নি শ্রেয়াস আইয়ারের। আর প্রথমবারের মতো ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার আকাশ দীপ। তৃতীয় টেস্ট শুরু হবে ১৫ ফেব্রুয়ারি রাজকোটে।
ভারতের টেস্ট স্কোয়াড—
রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরা, যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, লোকেশ রাহুল, রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল, কেএস ভরত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার ও আকাশ দীপ।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
২৪ মিনিট আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
১ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
১ ঘণ্টা আগে