ক্রীড়া ডেস্ক
অ্যাশলে গার্ডনারের দুর্দান্ত ঘূর্ণির পর অ্যালিসা হিলির তাণ্ডব, দুবাইয়ে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পাননি পাকিস্তানের মেয়েরা। ৫৪ বল হাতে রেখে ৯ উইকেটের দারুণ পেয়েছেন অস্ট্রেলিয়ার মেয়েরা। টানা ৩ জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল প্রায় নিশ্চিত অজিদের।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়ার অধিনায়ক হিলি। অস্ট্রেলিয়ার বোলারদের সামনে থিতু হতেই পারেননি পাকিস্তানের ব্যাটাররা। ১৯.৫ ওভারে ৮২ রানে অলআউট হয়ে যান তাঁরা। ১১ ওভার ১ উইকেট হারিয়ে ৮৩ রানের লক্ষ্য তাড়া করে অস্ট্রেলিয়া।
রান তাড়া করতে নেমে ৪ ওভারেই ৩৬ রান তুলে ফেলেন অজি মেয়েরা। বেথ মুনি ৩ চারে ফেরেন ১৫ রান করে। দারুণ খেলতে থাকা হিলি দলীয় ৬৯ রানের সময় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ থেকে উঠে যান। ২৩ বলে ৫ চারে ৩৭ রান করেন অস্ট্রেলিয়ান অধিনায়ক।
সেখান থেকে এলিসা পেরি ও গার্ডনার দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ১১ ওভারেই। পেরি ২ চারে ২২ ও গার্ডনার ১ চারে ৭ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার একমাত্র উইকেটটি নিয়েছেন স্পিনার সাদিয়া ইকবাল।
এর আগে পাকিস্তানের ইনিংসে ধস নামান স্পিন অলরাউন্ডার গার্ডনার। ৪ ওভারে ২১ রান দিয়ে ৪টি উইকেট নেন তিনি। হাতে তুলেছেন ম্যাচ-সেরার পুরস্কারও। এ ছাড়া অ্যানাবেলা সাদারল্যান্ড ও জর্জিনা ওয়ারেহ্যাম ২টি করে উইকেট নেন। পাকিস্তানের ব্যাটারদের মধ্যে আলিয়া রিয়াজ সর্বোচ্চ ২৬ রান করেছেন। এ ছাড়া সিদরা আমিন ১২, ইরাম জাভেদ ১২ ও নিদা দার করেন ১০ রান।
তিন ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট ও (+ ২.৭৮৬) নেট রানরেট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে অস্ট্রেলিয়া। ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট ও (+ ০.৫৭৬) নেট রানরেট নিয়ে ভারত আছে ২ নম্বরে। পাকিস্তান আছে ৪ নম্বরে, তাদের সেমিফাইনালে ওঠা নিয়ে রয়েছে শঙ্কা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী পরশু নিউজিল্যান্ডের মেয়েদের বিপক্ষে খেলবে পাকিস্তান। কাল ভারতের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া।
অ্যাশলে গার্ডনারের দুর্দান্ত ঘূর্ণির পর অ্যালিসা হিলির তাণ্ডব, দুবাইয়ে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পাননি পাকিস্তানের মেয়েরা। ৫৪ বল হাতে রেখে ৯ উইকেটের দারুণ পেয়েছেন অস্ট্রেলিয়ার মেয়েরা। টানা ৩ জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল প্রায় নিশ্চিত অজিদের।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়ার অধিনায়ক হিলি। অস্ট্রেলিয়ার বোলারদের সামনে থিতু হতেই পারেননি পাকিস্তানের ব্যাটাররা। ১৯.৫ ওভারে ৮২ রানে অলআউট হয়ে যান তাঁরা। ১১ ওভার ১ উইকেট হারিয়ে ৮৩ রানের লক্ষ্য তাড়া করে অস্ট্রেলিয়া।
রান তাড়া করতে নেমে ৪ ওভারেই ৩৬ রান তুলে ফেলেন অজি মেয়েরা। বেথ মুনি ৩ চারে ফেরেন ১৫ রান করে। দারুণ খেলতে থাকা হিলি দলীয় ৬৯ রানের সময় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ থেকে উঠে যান। ২৩ বলে ৫ চারে ৩৭ রান করেন অস্ট্রেলিয়ান অধিনায়ক।
সেখান থেকে এলিসা পেরি ও গার্ডনার দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ১১ ওভারেই। পেরি ২ চারে ২২ ও গার্ডনার ১ চারে ৭ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার একমাত্র উইকেটটি নিয়েছেন স্পিনার সাদিয়া ইকবাল।
এর আগে পাকিস্তানের ইনিংসে ধস নামান স্পিন অলরাউন্ডার গার্ডনার। ৪ ওভারে ২১ রান দিয়ে ৪টি উইকেট নেন তিনি। হাতে তুলেছেন ম্যাচ-সেরার পুরস্কারও। এ ছাড়া অ্যানাবেলা সাদারল্যান্ড ও জর্জিনা ওয়ারেহ্যাম ২টি করে উইকেট নেন। পাকিস্তানের ব্যাটারদের মধ্যে আলিয়া রিয়াজ সর্বোচ্চ ২৬ রান করেছেন। এ ছাড়া সিদরা আমিন ১২, ইরাম জাভেদ ১২ ও নিদা দার করেন ১০ রান।
তিন ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট ও (+ ২.৭৮৬) নেট রানরেট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে অস্ট্রেলিয়া। ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট ও (+ ০.৫৭৬) নেট রানরেট নিয়ে ভারত আছে ২ নম্বরে। পাকিস্তান আছে ৪ নম্বরে, তাদের সেমিফাইনালে ওঠা নিয়ে রয়েছে শঙ্কা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী পরশু নিউজিল্যান্ডের মেয়েদের বিপক্ষে খেলবে পাকিস্তান। কাল ভারতের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
৪০ মিনিট আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৩ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৬ ঘণ্টা আগে