ক্রীড়া ডেস্ক
এশিয়ান গেমসে খেলতে যাওয়ার আগে স্বর্ণজয়ের কথা জানিয়েছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আজ সেমিফাইনালে ভারতের কাছে হেরে যাওয়ায় সেই স্বপ্নের সমাপ্তি ঘটেছে।
টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারতের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। অথচ, সর্বশেষ দুই দলের দেখায় মিরপুরে ওয়ানডেতে ম্যাচ টাই করার অভিজ্ঞতা ছিল বাংলাদেশের। টি-টোয়েন্টি সংস্করণের শেষ দেখায় তো জয় পেয়েছিল বাংলাদেশ। সেই স্মৃতি নিয়েই আজ ঝেইজ্যাং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট স্টেডিয়ামে জ্যোতি-শামীমা সুলতানারা।
কিন্তু টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম বলেই ড্রেসিংরুমে ফেরেন ওপেনার সাথি রানী। ইনিংসের পঞ্চম বলে সতীর্থকে অনুসরণ করেন আরেক ওপেনার শামীমা সুলতানা। দুজনেই ‘গোল্ডেন ডাকে’ ফেরেন পূজা ভাসত্রাকারের বলে। তৃতীয় উইকেটে সোবহানা মুস্তারিকে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন জ্যোতি। দুজনে মিলে দলের সর্বোচ্চ ১৭ রানের জুটি গড়েন তাঁরা।
৮ রানে মুস্তারি আউট হওয়ার পর একে একে উইকেট হারায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষ করার আগেই ১৭.৫ ওভারে ৫১ রানে অলআউট হয় বাংলাদেশ। সর্বোচ্চ ১২ রান করেন জ্যোতি। বাকিদের নামের পাশে মোবাইল ফোনের ডিজিট। এর মধ্যে পাঁচ ব্যাটার শূন্য রানে ফিরেছেন। ১৭ রানে ৪ উইকেটে নিয়ে ভাসত্রাকার ভারতের সেরা বোলার।
৫২ রানের সহজ লক্ষ্যে সহজেই পেরিয়ে গেছেন ভারতীয় ব্যাটাররা। দলীয় ১৯ রানের মাথায় অধিনায়ক স্মৃতি মান্ধানা ফিরলেও কোনো বিপদে পড়েননি তাঁরা। দ্বিতীয় উইকেটে জেমিমা রদ্রিগেজের সঙ্গে জয়ের কাজ প্রায় সারেন শেফালি ভার্মা। দল যখন জয় থেকে ১২ রান দূরে, ঠিক তখনই ১৭ রান করে আউট হন শেফালি। এরপর জয়ের বাকি কাজটুকু কনিকা আহুজাকে নিয়ে সাড়েন রদ্রিগেজ। সর্বোচ্চ ২০ রান করে অপরাজিত থাকেন তিনি। আর তাঁর সতীর্থ আহুজা অপরাজিত থাকেন ১ রানে। ৮ উইকেটের জয়ে এশিয়ান গেমসের ফাইনালও নিশ্চিত হয় তাঁদের।
স্বর্ণের স্বপ্ন শেষ হলেও টুর্নামেন্টে পদকজয়ের সম্ভাবনা এখনো আছে। ২০১০ ও ২০১৮ এশিয়ান গেমসে রুপা জেতা বাংলাদেশ দল আগামীকাল ব্রোঞ্জের লড়াইয়ে নামবে। প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যে এক দলকে পাবে। আজ দ্বিতীয় সেমিফাইনালে এ দুই দলের মধ্যে যে জিতবে, সেই দল ফাইনালে ভারতের সঙ্গী হবে। অন্য দল বাংলাদেশের বিপক্ষে ব্রোঞ্জের লড়াই করবে।
এশিয়ান গেমসে খেলতে যাওয়ার আগে স্বর্ণজয়ের কথা জানিয়েছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আজ সেমিফাইনালে ভারতের কাছে হেরে যাওয়ায় সেই স্বপ্নের সমাপ্তি ঘটেছে।
টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারতের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। অথচ, সর্বশেষ দুই দলের দেখায় মিরপুরে ওয়ানডেতে ম্যাচ টাই করার অভিজ্ঞতা ছিল বাংলাদেশের। টি-টোয়েন্টি সংস্করণের শেষ দেখায় তো জয় পেয়েছিল বাংলাদেশ। সেই স্মৃতি নিয়েই আজ ঝেইজ্যাং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট স্টেডিয়ামে জ্যোতি-শামীমা সুলতানারা।
কিন্তু টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম বলেই ড্রেসিংরুমে ফেরেন ওপেনার সাথি রানী। ইনিংসের পঞ্চম বলে সতীর্থকে অনুসরণ করেন আরেক ওপেনার শামীমা সুলতানা। দুজনেই ‘গোল্ডেন ডাকে’ ফেরেন পূজা ভাসত্রাকারের বলে। তৃতীয় উইকেটে সোবহানা মুস্তারিকে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন জ্যোতি। দুজনে মিলে দলের সর্বোচ্চ ১৭ রানের জুটি গড়েন তাঁরা।
৮ রানে মুস্তারি আউট হওয়ার পর একে একে উইকেট হারায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষ করার আগেই ১৭.৫ ওভারে ৫১ রানে অলআউট হয় বাংলাদেশ। সর্বোচ্চ ১২ রান করেন জ্যোতি। বাকিদের নামের পাশে মোবাইল ফোনের ডিজিট। এর মধ্যে পাঁচ ব্যাটার শূন্য রানে ফিরেছেন। ১৭ রানে ৪ উইকেটে নিয়ে ভাসত্রাকার ভারতের সেরা বোলার।
৫২ রানের সহজ লক্ষ্যে সহজেই পেরিয়ে গেছেন ভারতীয় ব্যাটাররা। দলীয় ১৯ রানের মাথায় অধিনায়ক স্মৃতি মান্ধানা ফিরলেও কোনো বিপদে পড়েননি তাঁরা। দ্বিতীয় উইকেটে জেমিমা রদ্রিগেজের সঙ্গে জয়ের কাজ প্রায় সারেন শেফালি ভার্মা। দল যখন জয় থেকে ১২ রান দূরে, ঠিক তখনই ১৭ রান করে আউট হন শেফালি। এরপর জয়ের বাকি কাজটুকু কনিকা আহুজাকে নিয়ে সাড়েন রদ্রিগেজ। সর্বোচ্চ ২০ রান করে অপরাজিত থাকেন তিনি। আর তাঁর সতীর্থ আহুজা অপরাজিত থাকেন ১ রানে। ৮ উইকেটের জয়ে এশিয়ান গেমসের ফাইনালও নিশ্চিত হয় তাঁদের।
স্বর্ণের স্বপ্ন শেষ হলেও টুর্নামেন্টে পদকজয়ের সম্ভাবনা এখনো আছে। ২০১০ ও ২০১৮ এশিয়ান গেমসে রুপা জেতা বাংলাদেশ দল আগামীকাল ব্রোঞ্জের লড়াইয়ে নামবে। প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যে এক দলকে পাবে। আজ দ্বিতীয় সেমিফাইনালে এ দুই দলের মধ্যে যে জিতবে, সেই দল ফাইনালে ভারতের সঙ্গী হবে। অন্য দল বাংলাদেশের বিপক্ষে ব্রোঞ্জের লড়াই করবে।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
১ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩ ঘণ্টা আগে