ক্রীড়া ডেস্ক
দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিনও ছন্দ ধরে রেখেই এগোচ্ছিল। গতকালের ২ উইকেটে ৩০৭ থেকে আজ পৌঁছে যায় ৩৮৬ রানে। তারপরই ৫ রানে তিন উইকেট হারায় তারা (৩৯১ /৫)। প্রোটিয়াদের পাঁচটি উইকেটই নিয়েছেন তাইজুল ইসলাম। এ বাঁহাতি স্পিনার একাই যেন বাংলাদেশ।
তাইজুলের কল্যাণে প্রথম সেশনটা দারুণ কাটল বাংলাদেশ দলের। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার রান ৫ উইকেটে ৪১৩। চট্টগ্রাম টেস্টে জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন ছিল দক্ষিণ আফ্রিকার। ২ উইকেটে ৩০৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা প্রোটিয়ারা। আগ্রাসী ব্যাটিংয়ে চেয়েছিল সংগ্রহটা দ্রুত বড় করতে। কিন্তু তাইজুলের দুর্দান্ত ঘূর্ণির সামনে হোঁচট খায় তারা।
পরপর ৩ ওভারে তাইজুল ফেরান ডেভিড বেডিংহাম (৫০), টনি ডি জর্জি (১৭৭) ও কাইল ভেরেইনাকে (০)। তাইজুল উদ্যাপনের শুরুটা করেন বেডিংহামকে বোল্ড করে। ১১৬ রানে জর্জির সঙ্গে ভাঙে বেডিংহামের তৃতীয় উইকেট জুটি।
আগের দিন নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া জর্জি দেড় শ করে ছুটছিলেন ডাবলের দিকে। কিন্তু তাইজুলের ঘূর্ণিতে এলবিডব্লিউর শিকার হন জর্জি। ২৬৯ বলে ১২টি চার ও ৪টি ছক্কায় করেছেন ১৭৭ রান। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি।
তারপর ষষ্ঠ উইকেটে অবশ্য রায়ান রিকেল্টন ও উইয়ান মুল্ডার জুটি বড় করার চেষ্টা করছেন। ১১ রানে অপরাজিত রিকেল্টন, তাঁকে সঙ্গ দেওয়া মুল্ডারের রান ১২।
দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিনও ছন্দ ধরে রেখেই এগোচ্ছিল। গতকালের ২ উইকেটে ৩০৭ থেকে আজ পৌঁছে যায় ৩৮৬ রানে। তারপরই ৫ রানে তিন উইকেট হারায় তারা (৩৯১ /৫)। প্রোটিয়াদের পাঁচটি উইকেটই নিয়েছেন তাইজুল ইসলাম। এ বাঁহাতি স্পিনার একাই যেন বাংলাদেশ।
তাইজুলের কল্যাণে প্রথম সেশনটা দারুণ কাটল বাংলাদেশ দলের। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার রান ৫ উইকেটে ৪১৩। চট্টগ্রাম টেস্টে জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন ছিল দক্ষিণ আফ্রিকার। ২ উইকেটে ৩০৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা প্রোটিয়ারা। আগ্রাসী ব্যাটিংয়ে চেয়েছিল সংগ্রহটা দ্রুত বড় করতে। কিন্তু তাইজুলের দুর্দান্ত ঘূর্ণির সামনে হোঁচট খায় তারা।
পরপর ৩ ওভারে তাইজুল ফেরান ডেভিড বেডিংহাম (৫০), টনি ডি জর্জি (১৭৭) ও কাইল ভেরেইনাকে (০)। তাইজুল উদ্যাপনের শুরুটা করেন বেডিংহামকে বোল্ড করে। ১১৬ রানে জর্জির সঙ্গে ভাঙে বেডিংহামের তৃতীয় উইকেট জুটি।
আগের দিন নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া জর্জি দেড় শ করে ছুটছিলেন ডাবলের দিকে। কিন্তু তাইজুলের ঘূর্ণিতে এলবিডব্লিউর শিকার হন জর্জি। ২৬৯ বলে ১২টি চার ও ৪টি ছক্কায় করেছেন ১৭৭ রান। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি।
তারপর ষষ্ঠ উইকেটে অবশ্য রায়ান রিকেল্টন ও উইয়ান মুল্ডার জুটি বড় করার চেষ্টা করছেন। ১১ রানে অপরাজিত রিকেল্টন, তাঁকে সঙ্গ দেওয়া মুল্ডারের রান ১২।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৭ মিনিট আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগে