নিজস্ব প্রতিবেদক, চেন্নাই থেকে
চেন্নাইকে বিশ্বের মানুষ চেনে নানাভাবে। কেউ চেনে উন্নত চিকিৎসার শহর হিসেবে; কারও কারও কাছে চেন্নাই আবার মোটর রেসিংয়ের শহরও। তবে চেন্নাই টেস্ট কভার করতে এসে শহরটিকে চেনা হলো দাবার শহর হিসেবে। ভারতীয়দের কাছে ক্রিকেট সবচেয়ে বড় খেলা হলেও চেন্নাই তাদের কাছে দাবার মক্কা!
চেন্নাইয়ের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ দাবা। এখানে পাঠ্যবইয়ে জায়গা করে নিয়েছে দাবা, স্কুলে খেলাটি শেখানো হয় হাতে-কলমে। ইন্টারন্যাশনাল চেস ফেডারেশনের তথ্যানুযায়ী, ভারতের মোট গ্র্যান্ডমাস্টারের প্রায় ৪০ শতাংশ চেন্নাইয়ের। ১৯৬১ সালে ভারতকে প্রথম আন্তর্জাতিক মাস্টার হিসেবে ম্যানুয়েল অ্যারনকে উপহার দিয়েছিল এই চেন্নাই।
ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার, দাবার অসাধারণ প্রতিভা বিশ্বনাথন আনন্দও ছিলেন চেন্নাইয়ের। ২০০১ সালে সুব্বারমন বিজয়লক্ষ্মী ভারতের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার হন, তিনিও চেন্নাইয়ের। বছরে ২০০টির বেশি দাবা প্রতিযোগিতা হয়ে থাকে তামিলনাড়ুতে। রাজ্য সরকার সরকারি স্কুলগুলোয় ছাত্রছাত্রীদের জ্ঞানের সঠিক বিকাশের জন্য দাবা শেখাতে উৎসাহিত করে।
ভারতের খুদে দাবা প্রতিভা রমেশবাবু প্রজ্ঞানন্দের কথা কার না জানা। ২০১৬ সালে তিনি গ্র্যান্ডমাস্টারের খেতাব লাভ করেছিলেন মাত্র ১২ বছর ১০ মাস ১৩ দিন বয়সে। হয়েছিলেন ভারতের দ্বিতীয় এবং বিশ্বের পঞ্চম সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার। সেই প্রজ্ঞানন্দেরও উঠে আসা চেন্নাই থেকে।
চেন্নাইয়ের স্থানীয় এক সংবাদকর্মী আশোকা ভেনুগোপাল জানান, শুধু দাবা নয়, চেন্নাইয়ের মানুষ এখন বুঁদ ক্রিকেটেও। দাবার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ক্রিকেট উন্মাদনা। তবে চেন্নাই যত বড় বড় দাবাড়ু উপহার দিয়েছে ভারতকে, সে হিসেবে বেশি বেশি কিংবদন্তি ক্রিকেটার উঠে আসেনি এই শহর থেকে। বর্তমান ভারতীয় দলে এই শহরের প্রতিনিধি শুধু রবিচন্দ্রন অশ্বিন।
এই অশ্বিনই চলতি চেন্নাই টেস্টে বাংলাদেশের বোলারদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন। দুর্দান্ত ব্যাটিং করে চিদাম্বরম স্টেডিয়ামের গ্যালারিতে আন্দোলিত করেছেন দর্শকদের। গতকাল থেকেই গ্যালারিতে ‘অশ্বিন’, ‘অশ্বিন’ ধোনি তুলেছেন চেন্নাইয়ের দর্শকেরা। মজার ব্যাপার, দাবার শহরে চেন্নাইয়ের ছেলে অশ্বিন ভালো দাবাও খেলেন!
চেন্নাইকে বিশ্বের মানুষ চেনে নানাভাবে। কেউ চেনে উন্নত চিকিৎসার শহর হিসেবে; কারও কারও কাছে চেন্নাই আবার মোটর রেসিংয়ের শহরও। তবে চেন্নাই টেস্ট কভার করতে এসে শহরটিকে চেনা হলো দাবার শহর হিসেবে। ভারতীয়দের কাছে ক্রিকেট সবচেয়ে বড় খেলা হলেও চেন্নাই তাদের কাছে দাবার মক্কা!
চেন্নাইয়ের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ দাবা। এখানে পাঠ্যবইয়ে জায়গা করে নিয়েছে দাবা, স্কুলে খেলাটি শেখানো হয় হাতে-কলমে। ইন্টারন্যাশনাল চেস ফেডারেশনের তথ্যানুযায়ী, ভারতের মোট গ্র্যান্ডমাস্টারের প্রায় ৪০ শতাংশ চেন্নাইয়ের। ১৯৬১ সালে ভারতকে প্রথম আন্তর্জাতিক মাস্টার হিসেবে ম্যানুয়েল অ্যারনকে উপহার দিয়েছিল এই চেন্নাই।
ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার, দাবার অসাধারণ প্রতিভা বিশ্বনাথন আনন্দও ছিলেন চেন্নাইয়ের। ২০০১ সালে সুব্বারমন বিজয়লক্ষ্মী ভারতের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার হন, তিনিও চেন্নাইয়ের। বছরে ২০০টির বেশি দাবা প্রতিযোগিতা হয়ে থাকে তামিলনাড়ুতে। রাজ্য সরকার সরকারি স্কুলগুলোয় ছাত্রছাত্রীদের জ্ঞানের সঠিক বিকাশের জন্য দাবা শেখাতে উৎসাহিত করে।
ভারতের খুদে দাবা প্রতিভা রমেশবাবু প্রজ্ঞানন্দের কথা কার না জানা। ২০১৬ সালে তিনি গ্র্যান্ডমাস্টারের খেতাব লাভ করেছিলেন মাত্র ১২ বছর ১০ মাস ১৩ দিন বয়সে। হয়েছিলেন ভারতের দ্বিতীয় এবং বিশ্বের পঞ্চম সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার। সেই প্রজ্ঞানন্দেরও উঠে আসা চেন্নাই থেকে।
চেন্নাইয়ের স্থানীয় এক সংবাদকর্মী আশোকা ভেনুগোপাল জানান, শুধু দাবা নয়, চেন্নাইয়ের মানুষ এখন বুঁদ ক্রিকেটেও। দাবার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ক্রিকেট উন্মাদনা। তবে চেন্নাই যত বড় বড় দাবাড়ু উপহার দিয়েছে ভারতকে, সে হিসেবে বেশি বেশি কিংবদন্তি ক্রিকেটার উঠে আসেনি এই শহর থেকে। বর্তমান ভারতীয় দলে এই শহরের প্রতিনিধি শুধু রবিচন্দ্রন অশ্বিন।
এই অশ্বিনই চলতি চেন্নাই টেস্টে বাংলাদেশের বোলারদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন। দুর্দান্ত ব্যাটিং করে চিদাম্বরম স্টেডিয়ামের গ্যালারিতে আন্দোলিত করেছেন দর্শকদের। গতকাল থেকেই গ্যালারিতে ‘অশ্বিন’, ‘অশ্বিন’ ধোনি তুলেছেন চেন্নাইয়ের দর্শকেরা। মজার ব্যাপার, দাবার শহরে চেন্নাইয়ের ছেলে অশ্বিন ভালো দাবাও খেলেন!
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
১ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩ ঘণ্টা আগে