ক্রীড়া ডেস্ক
সঞ্জু স্যামসনের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির সৌজন্যে গতকাল ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত। সীমিত ওভারের সিরিজ জয়ের আনন্দ নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবার টেস্ট সিরিজ খেলতে নামবে সর্বশেষ বিশ্বকাপের রানার্সআপরা।
প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা বিরাট কোহলির। বিশ্বকাপ শেষে ভারতের হয়ে এখনো কোনো ম্যাচে খেলতে নামেননি তিনি। সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকাতেও গিয়েছিলেন ‘রান মেশিন’ খ্যাত ব্যাটার। কিন্তু হঠাৎ করে আজ দেশে ফিরেছেন ঘরের মাঠের বিশ্বকাপের সেরা খেলোয়াড়।
কোহলি দেশে ফিরে আসায় কৌতূহল জেগেছে সমর্থকদের মনে। হঠাৎ কেন দেশে ফিরেছেন ভারতীয় ব্যাটার। নির্দিষ্ট কারণ জানা না গেলেও শোনা গেছে জরুরি পারিবারিক কাজে দেশে ফিরেছেন তিনি। পরিবারের পাশে তাঁর থাকাটা নাকি জরুরি। তাঁর ফিরে আসায় অনেকের মনে প্রশ্ন জেগেছে দ্বিতীয় সন্তানের পিতা হতেই দেশে এসেছেন কিনা কোহলি। কেননা অনেক দিন ধরেই শোনা যাচ্ছে স্ত্রী আনুশকা শর্মা সন্তানসম্ভবা।
যাই হোক না কেন কোহলিকে দেশে ফিরতে অনুমতি দিয়েছে বিসিসিআই। এর আগে তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। দেশে ফিরলেও দুই টেস্টের সিরিজ শুরুর আগে দক্ষিণ আফ্রিকায় যাবেন কোহলি। এমনটা বিসিসিআইয়ে সূত্র জানিয়েছে ক্রিকেটের জনপ্রিয় এক ওয়েবসাইটকে।
আগামী ২৬ ডিসেম্বর প্রথম টেস্ট শুরু হবে সেঞ্চুরিয়নে। কোহলির খেলার সম্ভাবনা থাকলেও টেস্ট সিরিজে ঋতুরাজ গায়কোয়াড়কে পাচ্ছে না ভারত। আঙুলের চোটে ছিটকে গেছেন এই ওপেনার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে চোট পান ২৬ বছর বয়সী ব্যাটার।
সঞ্জু স্যামসনের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির সৌজন্যে গতকাল ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত। সীমিত ওভারের সিরিজ জয়ের আনন্দ নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবার টেস্ট সিরিজ খেলতে নামবে সর্বশেষ বিশ্বকাপের রানার্সআপরা।
প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা বিরাট কোহলির। বিশ্বকাপ শেষে ভারতের হয়ে এখনো কোনো ম্যাচে খেলতে নামেননি তিনি। সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকাতেও গিয়েছিলেন ‘রান মেশিন’ খ্যাত ব্যাটার। কিন্তু হঠাৎ করে আজ দেশে ফিরেছেন ঘরের মাঠের বিশ্বকাপের সেরা খেলোয়াড়।
কোহলি দেশে ফিরে আসায় কৌতূহল জেগেছে সমর্থকদের মনে। হঠাৎ কেন দেশে ফিরেছেন ভারতীয় ব্যাটার। নির্দিষ্ট কারণ জানা না গেলেও শোনা গেছে জরুরি পারিবারিক কাজে দেশে ফিরেছেন তিনি। পরিবারের পাশে তাঁর থাকাটা নাকি জরুরি। তাঁর ফিরে আসায় অনেকের মনে প্রশ্ন জেগেছে দ্বিতীয় সন্তানের পিতা হতেই দেশে এসেছেন কিনা কোহলি। কেননা অনেক দিন ধরেই শোনা যাচ্ছে স্ত্রী আনুশকা শর্মা সন্তানসম্ভবা।
যাই হোক না কেন কোহলিকে দেশে ফিরতে অনুমতি দিয়েছে বিসিসিআই। এর আগে তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। দেশে ফিরলেও দুই টেস্টের সিরিজ শুরুর আগে দক্ষিণ আফ্রিকায় যাবেন কোহলি। এমনটা বিসিসিআইয়ে সূত্র জানিয়েছে ক্রিকেটের জনপ্রিয় এক ওয়েবসাইটকে।
আগামী ২৬ ডিসেম্বর প্রথম টেস্ট শুরু হবে সেঞ্চুরিয়নে। কোহলির খেলার সম্ভাবনা থাকলেও টেস্ট সিরিজে ঋতুরাজ গায়কোয়াড়কে পাচ্ছে না ভারত। আঙুলের চোটে ছিটকে গেছেন এই ওপেনার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে চোট পান ২৬ বছর বয়সী ব্যাটার।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
২ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
২ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৩ ঘণ্টা আগে