ক্রীড়া ডেস্ক
এবারের আইপিএলে দারুণ সময় কেটেছে মোস্তাফিজুর রহমানের। চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম মৌসুমেই ফ্র্যাঞ্চাইজিটির খেলোয়াড় ও সমর্থকদের মন জয় করেছেন তিনি। প্রথমবার হলুদ জার্সি পরেই স্মরণ করিয়ে দিয়েছেন পুরোনো ফিজকে।
তবে আইপিএলের মাঝপথেই আন্তর্জাতিক দায়িত্ব সামলাতে দেশে ফিরতে হয়েছে মোস্তাফিজকে। আজ থেকে যে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে বাংলাদেশ। এই সিরিজে খেলার সম্ভাবনা আছে ২৮ বছর বয়সী পেসারের। অবশ্য সিরিজের প্রথম তিন টি-টোয়েন্টিতে নেই তিনি। এরপর ফিজ জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবেন যুক্তরাষ্ট্রে।
তবে আইপিএলের মাঝপথে দেশে ফিরে এলেও চেন্নাই সতীর্থ মহেন্দ্র সিং ধোনিকে ভুলতে পারেননি মোস্তাফিজ। ড্রেসিংরুমে সহযোগিতার জন্য ভারতীয় কিংবদন্তির প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি। আজ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ধোনির সঙ্গে তাঁর অটোগ্রাফ নেওয়া এক জার্সি হাতে ছবি পোস্ট করে ফিজ ক্যাপশন দিয়েছেন, ‘সবকিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই। আপনার মতো একজন কিংবদন্তির সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করাটা বিশেষ অনুভূতি ছিল। সব সময় আমার ওপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। আপনার মূল্যবান পরামর্শের প্রশংসা করি, আমি এ সবকিছুই মনে রাখব। আপনার সঙ্গে শিগগিরই সাক্ষাৎ ও খেলার জন্য অপেক্ষায় আছি।’
চলতি আইপিএলে শুরুতেই সর্বোচ্চ উইকেটপ্রাপ্তির পুরস্কার ‘পার্পল ক্যাপ’ নিজের দখলে নিয়ে নেন মোস্তাফিজ। তবে সেটি পরে হাতছাড়াও হয়। চেন্নাইয়ের হয়ে নিজের প্রথম মৌসুমেই ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন তিনি। এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারির যৌথভাবে দুইয়ে আছেন ফিজ। বাংলাদেশি পেসারের সঙ্গী মুম্বাই ইন্ডিয়ানসের ভারতীয় পেসার জসপ্রীত বুমরা। তবে ফিজের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছেন তিনি। ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে তাঁদের ওপরে শুধু সানরাইজার্স হায়দরাবাদের টি. নটরাজন।
এবারের আইপিএলে দারুণ সময় কেটেছে মোস্তাফিজুর রহমানের। চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম মৌসুমেই ফ্র্যাঞ্চাইজিটির খেলোয়াড় ও সমর্থকদের মন জয় করেছেন তিনি। প্রথমবার হলুদ জার্সি পরেই স্মরণ করিয়ে দিয়েছেন পুরোনো ফিজকে।
তবে আইপিএলের মাঝপথেই আন্তর্জাতিক দায়িত্ব সামলাতে দেশে ফিরতে হয়েছে মোস্তাফিজকে। আজ থেকে যে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে বাংলাদেশ। এই সিরিজে খেলার সম্ভাবনা আছে ২৮ বছর বয়সী পেসারের। অবশ্য সিরিজের প্রথম তিন টি-টোয়েন্টিতে নেই তিনি। এরপর ফিজ জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবেন যুক্তরাষ্ট্রে।
তবে আইপিএলের মাঝপথে দেশে ফিরে এলেও চেন্নাই সতীর্থ মহেন্দ্র সিং ধোনিকে ভুলতে পারেননি মোস্তাফিজ। ড্রেসিংরুমে সহযোগিতার জন্য ভারতীয় কিংবদন্তির প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি। আজ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ধোনির সঙ্গে তাঁর অটোগ্রাফ নেওয়া এক জার্সি হাতে ছবি পোস্ট করে ফিজ ক্যাপশন দিয়েছেন, ‘সবকিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই। আপনার মতো একজন কিংবদন্তির সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করাটা বিশেষ অনুভূতি ছিল। সব সময় আমার ওপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। আপনার মূল্যবান পরামর্শের প্রশংসা করি, আমি এ সবকিছুই মনে রাখব। আপনার সঙ্গে শিগগিরই সাক্ষাৎ ও খেলার জন্য অপেক্ষায় আছি।’
চলতি আইপিএলে শুরুতেই সর্বোচ্চ উইকেটপ্রাপ্তির পুরস্কার ‘পার্পল ক্যাপ’ নিজের দখলে নিয়ে নেন মোস্তাফিজ। তবে সেটি পরে হাতছাড়াও হয়। চেন্নাইয়ের হয়ে নিজের প্রথম মৌসুমেই ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন তিনি। এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারির যৌথভাবে দুইয়ে আছেন ফিজ। বাংলাদেশি পেসারের সঙ্গী মুম্বাই ইন্ডিয়ানসের ভারতীয় পেসার জসপ্রীত বুমরা। তবে ফিজের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছেন তিনি। ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে তাঁদের ওপরে শুধু সানরাইজার্স হায়দরাবাদের টি. নটরাজন।
সিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
৪২ মিনিট আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
১ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
২ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৪ ঘণ্টা আগে