ক্রীড়া ডেস্ক
সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের। প্রথম দুই ম্যাচেই ম্যাচের ফল এসেছে ইনিংসের শেষ বলে। সেখানে আজ কলম্বোর প্রেমাদাসায় সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে যেন ম্যাচের ফল অনেকটাই বোঝা গেছে শুরুতেই। ৮২ রানে অলআউট জিম্বাবুয়েকে ৯ উইকেটে বিধ্বস্ত করে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা।
৮৩ রানের লক্ষ্যে রয়েসয়ে শুরু করেন শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। প্রথম দুই ওভারে কোনো উইকেট না হারিয়ে ৯ রান করে লঙ্কানরা। তৃতীয় ওভার থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে স্বাগতিকেরা। ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫০ রান করে লঙ্কানরা। তৃতীয় থেকে ষষ্ঠ—এই চার ওভারে শ্রীলঙ্কা যে ৪১ রান নিয়েছে, সেখানে ৬ চার ও ১ ছক্কায় ৩০ রান এসেছে বাউন্ডারি থেকে।
আক্রমণাত্মক ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতেই ম্যাচ অনেকটা নিজের দখলে নেয় শ্রীলঙ্কা। ৪৬ বলে ৬৪ রান যোগ করেন দুই ওপেনার মেন্ডিস ও নিশাঙ্কা। অষ্টম ওভারের চতুর্থ বলে শন উইলিয়ামসের অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে যান মেন্ডিস। ২৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৩ রান করেন মেন্ডিস। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন ধনঞ্জয় ডি সিলভা। ডি সিলভাকে নিয়ে বাকি পথটুকু নিরাপদে পাড়ি দেন নিশাঙ্কা। দ্বিতীয় উইকেটে ১৯ বলে ২৪ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন ডি সিলভা ও নিশাঙ্কা। ১১ তম ওভারের পঞ্চম বলে সিকান্দার রাজাকর ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে ম্যাচ শেষ করেন নিশাঙ্কা। ৫৫ বল হাতে রেখে ৯ উইকেটের জয়ে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে লঙ্কানরা।
ম্যাচসেরা হয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪ ওভার বোলিংয়ে ১৫ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। তাঁর ঘূর্ণিতে হাসফাস করতে থাকা জিম্বাবুয়ে ১১ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ১০০ এর আগেই গুটিয়ে যায়।
এর আগে টস হেরে প্রথমে ব্যাটিং পায় জিম্বাবুয়ে। প্রথম ২ ওভারে ১ উইকেটে ২৮ রান করে সফরকারীরা। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর সঙ্গে সঙ্গে রানরেটও কমতে থাকে জিম্বাবুইয়ানদের। ১৪.১ ওভারে ৮২ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাদের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার ইনিংস। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
সিরিজসেরা হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ব্যাটিং-বোলিংয়ে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন তিনি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১১২ রান করেছেন। বোলিংয়ে নিয়েছেন ২ উইকেট।
সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের। প্রথম দুই ম্যাচেই ম্যাচের ফল এসেছে ইনিংসের শেষ বলে। সেখানে আজ কলম্বোর প্রেমাদাসায় সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে যেন ম্যাচের ফল অনেকটাই বোঝা গেছে শুরুতেই। ৮২ রানে অলআউট জিম্বাবুয়েকে ৯ উইকেটে বিধ্বস্ত করে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা।
৮৩ রানের লক্ষ্যে রয়েসয়ে শুরু করেন শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। প্রথম দুই ওভারে কোনো উইকেট না হারিয়ে ৯ রান করে লঙ্কানরা। তৃতীয় ওভার থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে স্বাগতিকেরা। ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫০ রান করে লঙ্কানরা। তৃতীয় থেকে ষষ্ঠ—এই চার ওভারে শ্রীলঙ্কা যে ৪১ রান নিয়েছে, সেখানে ৬ চার ও ১ ছক্কায় ৩০ রান এসেছে বাউন্ডারি থেকে।
আক্রমণাত্মক ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতেই ম্যাচ অনেকটা নিজের দখলে নেয় শ্রীলঙ্কা। ৪৬ বলে ৬৪ রান যোগ করেন দুই ওপেনার মেন্ডিস ও নিশাঙ্কা। অষ্টম ওভারের চতুর্থ বলে শন উইলিয়ামসের অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে যান মেন্ডিস। ২৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৩ রান করেন মেন্ডিস। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন ধনঞ্জয় ডি সিলভা। ডি সিলভাকে নিয়ে বাকি পথটুকু নিরাপদে পাড়ি দেন নিশাঙ্কা। দ্বিতীয় উইকেটে ১৯ বলে ২৪ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন ডি সিলভা ও নিশাঙ্কা। ১১ তম ওভারের পঞ্চম বলে সিকান্দার রাজাকর ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে ম্যাচ শেষ করেন নিশাঙ্কা। ৫৫ বল হাতে রেখে ৯ উইকেটের জয়ে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে লঙ্কানরা।
ম্যাচসেরা হয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪ ওভার বোলিংয়ে ১৫ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। তাঁর ঘূর্ণিতে হাসফাস করতে থাকা জিম্বাবুয়ে ১১ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ১০০ এর আগেই গুটিয়ে যায়।
এর আগে টস হেরে প্রথমে ব্যাটিং পায় জিম্বাবুয়ে। প্রথম ২ ওভারে ১ উইকেটে ২৮ রান করে সফরকারীরা। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর সঙ্গে সঙ্গে রানরেটও কমতে থাকে জিম্বাবুইয়ানদের। ১৪.১ ওভারে ৮২ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাদের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার ইনিংস। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
সিরিজসেরা হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ব্যাটিং-বোলিংয়ে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন তিনি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১১২ রান করেছেন। বোলিংয়ে নিয়েছেন ২ উইকেট।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
১১ মিনিট আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগে