ক্রীড়া ডেস্ক
জয়ের সমান ড্র যাকে বলে! রাজশাহীর ছুড়ে দেওয়া ৫১৬ রানের বিশাল লক্ষ্য। প্রথম ইনিংসে ১৯৪ রানে গুটিয়ে যাওয়া খুলনার সামনে চোখ রাঙানি দিচ্ছিল হার। তবে সৌম্য সরকার ও অমিত মজুমদারের দৃঢ়তায় খাদের কিনারা থেকে জয়ের সমান ড্র পেল খুলনা। চতুর্থ দিন ৭ উইকেটে ৩১১ রান করলে ম্যাচ ড্র হয়ে যায়।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খুলনা স্বস্তির ড্র পেলেও সৌম্য (৮৯) ও অমিত (৮৭) পুড়েছেন সেঞ্চুরির আক্ষেপে। প্রথম ইনিংসে ৪২৬ রান করেছিল রাজশাহী। ১৯৪ রান করে খুলনা। ২৩২ রানে এগিয়ে থাকা রাজশাহী দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ২৮৩ রানে। আবদুল্লাহ আল মামুন ৩টি, রিশাদ, মুগ্ধ ও রিজওয়ান নিয়েছেন দুটি করে উইকেট।
বগুড়ায় ৯ উইকেটে ২৭৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল রংপুর। বিপরীতে প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট হয়ে গিয়েছিল চট্টগ্রাম। ফলোঅন পড়ে আবার ব্যাটিংয়ে নেমেও সুবিধা করতে পারেনি তারা। রংপুরের বোলারদের সম্মিলিত দাপুটে বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে চট্টগ্রাম গুঁড়িয়ে যায় ৮৯ রানে। ইনিংস ও ৮১ রানের দুর্দান্ত জয় পেয়েছে রংপুর।
খুলনায় ড্র হলো সিলেট ও ঢাকার ম্যাচ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামার সুযোগই পায়নি ঢাকা। প্রথম ইনিংসে সিলেট করেছিল ১৪৬, ঢাকা করে ২২৪। দ্বিতীয় ইনিংসে সিলেট ৮ উইকেটে ২৫৭ রান করতেই দিন শেষ হয়ে যায়। আরেক ম্যাচে ফলোঅনে পড়া বরিশালের দেওয়া ৬৩ রানের লক্ষ্য ৮ উইকেট হাতে রেখে তাড়া করেছেন ঢাকা মহানগর।
জয়ের সমান ড্র যাকে বলে! রাজশাহীর ছুড়ে দেওয়া ৫১৬ রানের বিশাল লক্ষ্য। প্রথম ইনিংসে ১৯৪ রানে গুটিয়ে যাওয়া খুলনার সামনে চোখ রাঙানি দিচ্ছিল হার। তবে সৌম্য সরকার ও অমিত মজুমদারের দৃঢ়তায় খাদের কিনারা থেকে জয়ের সমান ড্র পেল খুলনা। চতুর্থ দিন ৭ উইকেটে ৩১১ রান করলে ম্যাচ ড্র হয়ে যায়।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খুলনা স্বস্তির ড্র পেলেও সৌম্য (৮৯) ও অমিত (৮৭) পুড়েছেন সেঞ্চুরির আক্ষেপে। প্রথম ইনিংসে ৪২৬ রান করেছিল রাজশাহী। ১৯৪ রান করে খুলনা। ২৩২ রানে এগিয়ে থাকা রাজশাহী দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ২৮৩ রানে। আবদুল্লাহ আল মামুন ৩টি, রিশাদ, মুগ্ধ ও রিজওয়ান নিয়েছেন দুটি করে উইকেট।
বগুড়ায় ৯ উইকেটে ২৭৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল রংপুর। বিপরীতে প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট হয়ে গিয়েছিল চট্টগ্রাম। ফলোঅন পড়ে আবার ব্যাটিংয়ে নেমেও সুবিধা করতে পারেনি তারা। রংপুরের বোলারদের সম্মিলিত দাপুটে বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে চট্টগ্রাম গুঁড়িয়ে যায় ৮৯ রানে। ইনিংস ও ৮১ রানের দুর্দান্ত জয় পেয়েছে রংপুর।
খুলনায় ড্র হলো সিলেট ও ঢাকার ম্যাচ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামার সুযোগই পায়নি ঢাকা। প্রথম ইনিংসে সিলেট করেছিল ১৪৬, ঢাকা করে ২২৪। দ্বিতীয় ইনিংসে সিলেট ৮ উইকেটে ২৫৭ রান করতেই দিন শেষ হয়ে যায়। আরেক ম্যাচে ফলোঅনে পড়া বরিশালের দেওয়া ৬৩ রানের লক্ষ্য ৮ উইকেট হাতে রেখে তাড়া করেছেন ঢাকা মহানগর।
সিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২০ মিনিট আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
১ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
২ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৪ ঘণ্টা আগে