নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকৃতি নাকি শূন্যস্থান পছন্দ করে না! কিন্তু সব শূন্যতা কি সহজে পূরণ হয়?
মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ—শুধু ক্রিকেটই নয়, দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় তারকা। বাংলাদেশ ক্রিকেটের পাঁচ স্তম্ভ। পাঁচ তারকার অনুপস্থিতি কতটা ভোগাবে বাংলাদেশ দলকে—এ নিয়ে যথেষ্ট কথা হচ্ছে কদিন ধরেই। যদিও বিসিবি দাবি করে আসছে, তাদের পাইপলাইনে যথেষ্ট খেলোয়াড় তৈরি আছে। পাঁচ মহিরুহের বিদায় খুব একটা বিপাকে পড়বে না বাংলাদেশ। কিন্তু ক্রিকেট বোর্ডের এই দাবিতে খুব একটা ভরসা করা যাচ্ছে ঘরোয়া ক্রিকেট নিয়ে তাদের প্রশ্নবিদ্ধ কার্যক্রমে।
দেশের ক্রিকেটে পাঁচ তারকার অবদান নতুন করে বলার নেই।
গত দুই দশকে তাঁরা যেমন নিজেদের নিয়ে গেছেন অন্য উচ্চতায়। বাংলাদেশ দলকে এনে দিয়েছেন অসংখ্য গৌরবময় মুহূর্ত। অবশ্য অনেক বেদনার মুহূর্তের সাক্ষীও তাঁরা। যার শুরু আছে, তার শেষও আছে—জীবনের এই আপ্তবাক্যটা মেনে ক্রিকেট থেকে একে একে বিদায় নেবেন তাঁরাও। একজন তো বিদায় একপ্রকার নিয়েই ফেলেছেন। মাশরাফির পর বাকি চারজন হয়তো আরও কিছু দিন খেলবেন। কিন্তু একসঙ্গে পাঁচ তারকার অনুপস্থিতি বাংলাদেশ দলে কতটা প্রভাব পড়ে, সেটির একটি জ্বলন্ত প্রমাণ মিলেছে সর্বশেষ নিউজিল্যান্ড সফরে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি–টোয়েন্টিতে ছিলেন না ‘পঞ্চপাণ্ডবে’র কেউই। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ না থাকলে দলের যে কঙ্কাল বেরিয়ে পড়ে, সেটি বাংলাদেশের ৯.৩ ওভারে অলআউটেই স্পষ্ট। এদের বিদায়ের পর বাংলাদেশের কী হবে—এমন প্রশ্ন যে ঘুরেফিরে আসবে সেটিই স্বাভাবিক। বিসিবি পরিচালক খালেদ মাহমুদ অবশ্য এতে বিচলিত হচ্ছেন না, ‘একসময় রফিক খেলত, হাবিবুল বাশার ছিল, নাঈমুর রহমান দুর্জয় খেলেছে, এখন খেলছে না। একসময় এরাও (পাঁচ তারকা) ছেড়ে যাবে। তাই বলে বাংলাদেশ দল আটকে থাকবে না।’
বিষয়টা একটু অন্য চোখে দেখছেন আমিনুল ইসলাম। সাবেক এই অধিনায়কের ‘পঞ্চপাণ্ডব–তত্ত্বেই তীব্র আপত্তি। কদিন আগে ফেসবুক পোস্টে আমিনুল লিখেছেন, ‘দলের ভেতরে দল। পাঁচ পাণ্ডব বনাম বাকি খেলোয়াড়। সবার কথাবার্তায় বাকি খেলোয়াড়দের সেকেন্ড ক্লাস সিটিজেন মনে হয়। দল ছেড়ে এখন ব্যক্তি ক্রিকেটারদের পেছনে সবাই। বাংলাদেশ দলটাকে খুঁজে পাই না।’
আমিনুলের এই দীর্ঘশ্বাস আরও ভারী হয়েছে সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের হতশ্রী পারফরম্যান্সের পর। গত ১৫ বছরে দল এতটাই পাঁচ তারকানির্ভর হয়েছিল, বিসিবি দুর্বল ঘরোয়া ক্রিকেটের অবকাঠামো উন্নতির বিষয়টা গুরুত্বের সঙ্গে নেয়নি বললেই চলে।
যদিও কর্তারা শুধুই গালভরা আশ্বাস দিয়েছেন। ঘরোয়া ক্রিকেটের কাঠামো যদি শক্তিশালী হতো, তাহলে ভারতীয় ক্রিকেটের মতো বাংলাদেশেও সুনীল গাভাস্কারের শূন্যতা শচীন টেন্ডুলকার কিংবা টেন্ডুলকারের শূন্যতা বিরাট কোহলিকে দিয়ে পূরণ হওয়ার উদাহরণ তৈরি হতো।
এই শূন্যতা পূরণ না হলে কত বড় মূল্য দিতে হয়, সে উদাহরণও উপমহাদেশেই আছে। মুত্তিয়া মুলারিধরন, মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, তিলকরত্নে দিলশানরা খেলা ছাড়ার পর শ্রীলঙ্কা ক্রিকেট যেভাবে ভুগছে, সাকিব–তামিমদের শূন্যতা পূরণে বিসিবি যথাযথ উদ্যোগ না নিলে বাংলাদেশও যে একইভাবে ভুগবে, সেটি অনুমান করতে বড় গবেষণার প্রয়োজন নেই!
প্রকৃতি নাকি শূন্যস্থান পছন্দ করে না! কিন্তু সব শূন্যতা কি সহজে পূরণ হয়?
মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ—শুধু ক্রিকেটই নয়, দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় তারকা। বাংলাদেশ ক্রিকেটের পাঁচ স্তম্ভ। পাঁচ তারকার অনুপস্থিতি কতটা ভোগাবে বাংলাদেশ দলকে—এ নিয়ে যথেষ্ট কথা হচ্ছে কদিন ধরেই। যদিও বিসিবি দাবি করে আসছে, তাদের পাইপলাইনে যথেষ্ট খেলোয়াড় তৈরি আছে। পাঁচ মহিরুহের বিদায় খুব একটা বিপাকে পড়বে না বাংলাদেশ। কিন্তু ক্রিকেট বোর্ডের এই দাবিতে খুব একটা ভরসা করা যাচ্ছে ঘরোয়া ক্রিকেট নিয়ে তাদের প্রশ্নবিদ্ধ কার্যক্রমে।
দেশের ক্রিকেটে পাঁচ তারকার অবদান নতুন করে বলার নেই।
গত দুই দশকে তাঁরা যেমন নিজেদের নিয়ে গেছেন অন্য উচ্চতায়। বাংলাদেশ দলকে এনে দিয়েছেন অসংখ্য গৌরবময় মুহূর্ত। অবশ্য অনেক বেদনার মুহূর্তের সাক্ষীও তাঁরা। যার শুরু আছে, তার শেষও আছে—জীবনের এই আপ্তবাক্যটা মেনে ক্রিকেট থেকে একে একে বিদায় নেবেন তাঁরাও। একজন তো বিদায় একপ্রকার নিয়েই ফেলেছেন। মাশরাফির পর বাকি চারজন হয়তো আরও কিছু দিন খেলবেন। কিন্তু একসঙ্গে পাঁচ তারকার অনুপস্থিতি বাংলাদেশ দলে কতটা প্রভাব পড়ে, সেটির একটি জ্বলন্ত প্রমাণ মিলেছে সর্বশেষ নিউজিল্যান্ড সফরে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি–টোয়েন্টিতে ছিলেন না ‘পঞ্চপাণ্ডবে’র কেউই। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ না থাকলে দলের যে কঙ্কাল বেরিয়ে পড়ে, সেটি বাংলাদেশের ৯.৩ ওভারে অলআউটেই স্পষ্ট। এদের বিদায়ের পর বাংলাদেশের কী হবে—এমন প্রশ্ন যে ঘুরেফিরে আসবে সেটিই স্বাভাবিক। বিসিবি পরিচালক খালেদ মাহমুদ অবশ্য এতে বিচলিত হচ্ছেন না, ‘একসময় রফিক খেলত, হাবিবুল বাশার ছিল, নাঈমুর রহমান দুর্জয় খেলেছে, এখন খেলছে না। একসময় এরাও (পাঁচ তারকা) ছেড়ে যাবে। তাই বলে বাংলাদেশ দল আটকে থাকবে না।’
বিষয়টা একটু অন্য চোখে দেখছেন আমিনুল ইসলাম। সাবেক এই অধিনায়কের ‘পঞ্চপাণ্ডব–তত্ত্বেই তীব্র আপত্তি। কদিন আগে ফেসবুক পোস্টে আমিনুল লিখেছেন, ‘দলের ভেতরে দল। পাঁচ পাণ্ডব বনাম বাকি খেলোয়াড়। সবার কথাবার্তায় বাকি খেলোয়াড়দের সেকেন্ড ক্লাস সিটিজেন মনে হয়। দল ছেড়ে এখন ব্যক্তি ক্রিকেটারদের পেছনে সবাই। বাংলাদেশ দলটাকে খুঁজে পাই না।’
আমিনুলের এই দীর্ঘশ্বাস আরও ভারী হয়েছে সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের হতশ্রী পারফরম্যান্সের পর। গত ১৫ বছরে দল এতটাই পাঁচ তারকানির্ভর হয়েছিল, বিসিবি দুর্বল ঘরোয়া ক্রিকেটের অবকাঠামো উন্নতির বিষয়টা গুরুত্বের সঙ্গে নেয়নি বললেই চলে।
যদিও কর্তারা শুধুই গালভরা আশ্বাস দিয়েছেন। ঘরোয়া ক্রিকেটের কাঠামো যদি শক্তিশালী হতো, তাহলে ভারতীয় ক্রিকেটের মতো বাংলাদেশেও সুনীল গাভাস্কারের শূন্যতা শচীন টেন্ডুলকার কিংবা টেন্ডুলকারের শূন্যতা বিরাট কোহলিকে দিয়ে পূরণ হওয়ার উদাহরণ তৈরি হতো।
এই শূন্যতা পূরণ না হলে কত বড় মূল্য দিতে হয়, সে উদাহরণও উপমহাদেশেই আছে। মুত্তিয়া মুলারিধরন, মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, তিলকরত্নে দিলশানরা খেলা ছাড়ার পর শ্রীলঙ্কা ক্রিকেট যেভাবে ভুগছে, সাকিব–তামিমদের শূন্যতা পূরণে বিসিবি যথাযথ উদ্যোগ না নিলে বাংলাদেশও যে একইভাবে ভুগবে, সেটি অনুমান করতে বড় গবেষণার প্রয়োজন নেই!
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৪ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৫ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৫ ঘণ্টা আগে