ক্রীড়া ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ ছন্দে আছেন মেহেদী হাসান মিরাজ। ঘূর্ণি জাদুতে পাকিস্তানকে তো বোকা বানাচ্ছেনই। অলরাউন্ডার মিরাজ ছন্দে আছেন ব্যাটিংয়েও। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে এবার লোয়ার অর্ডারের ধস ঠেকানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন মিরাজ। তাঁকে যোগ্য সঙ্গ দিচ্ছেন লিটন দাস।
সিরিজে টিকে থাকতে পাকিস্তানের দ্বিতীয় টেস্ট জয়ের কোনো বিকল্প নেই। বাংলাদেশকে হারাতে যে কতটা মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান, সেটা রাওয়ালপিন্ডিতে আজ তৃতীয় দিনের খেলা দেখলে বোঝা যাবে। টিভি স্ক্রিন থেকে চোখ সরতে না সরতেই একের পর এক উইকেট হারাচ্ছেন সফরকারীরা। বিপদে পড়া বাংলাদেশের হাল ধরেছেন মিরাজ ও লিটন। প্রথম ইনিংসে ৬ উইকেটে ৭৫ রান করে মধ্যাহ্নভোজের বিরতিতে গেল বাংলাদেশ।সপ্তম উইকেটে মিরাজ-লিটনের জুটি থেকে এরই মধ্যে এসেছে ৪৯ রান।
কোনো উইকেট না হারিয়ে ১০ রানে বাংলাদেশ আজ তৃতীয় দিনের খেলা শুরু করে। খেলা শুরু হতে না হতেই জীবন পান জাকির হাসান। পঞ্চম ওভারের প্রথম বলে খুররম শাহজাদকে ফ্লিক করেন জাকির। স্কয়ার লেগে বাঁ দিকে ডাইভ দিয়ে ক্যাচ ধরেন আবরার আহমেদ। জাকির আউট হয়েছেন কি না, সেটা যাচাই করেন তৃতীয় আম্পায়ার। রিপ্লেতে দেখা যায় আবরারের কাছে যাওয়ার আগেই বল ঘাস স্পর্শ করেছে। তবে ভুল থেকে তো শিক্ষা নেননি জাকির। ষষ্ঠ ওভারের শেষ বলে খুররমকে ফ্লিক করতে গিয়ে জাকির ধরা পড়েন শর্ট মিড উইকেটে। এবার সহজেই তালুবন্দী করেন আবরার।
জাকিরের উইকেট পতনের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশকে জোড়া ধাক্কা দিলেন খুররম। অষ্টম ওভারের প্রথম ও চতুর্থ বলে খুররম ফিরিয়েছেন সাদমান ও নাজমুল হোসেন শান্ত। সাদমান-শান্ত দুজনেই হয়েছেন বোল্ড। টপ অর্ডারের তিন ব্যাটারের মধ্যে একমাত্র সাদমান দুই অঙ্ক ছুঁয়েছেন। ২৩ বলে ১ চারে ১০ রান করেন বাংলাদেশের এই বাঁহাতি ওপেনার। জাকির ও শান্ত করেন ১ ও ৪ রান। বাংলাদেশ অধিনায়কের রানটি এসেছে বাউন্ডারি থেকে।
সতীর্থ খুররমকে দেখে মীর হামজাও যেন উদ্দীপ্ত হয়ে উঠলেন। নিজের পরপর দুই ওভারে ফিরিয়েছেন মুমিনুল হক ও মুশফিকুর রহিমকে। যেখানে মুমিনুল ক্যাচিং অনুশীলন করিয়েছেন পাকিস্তানকে। নবম ওভারের প্রথম বলে আলতো ফ্লিক করেন মুমিনুল। মিড অনে সহজ ক্যাচ ধরেন মোহাম্মদ আলী। অন্যদিকে মুশফিক দ্বিধাদ্বন্দ্বে থেকে নিজের উইকেট হারিয়েছেন। ১১তম ওভারের তৃতীয় বলে মুশফিক ডিফেন্স করতে গেলে এজ হওয়া বল তালুবন্দী করেন পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। প্রথম টেস্টে ১৯১ রান করা মুশফিক এবার আউট হয়েছেন ৩ রানে।
মুশফিক আউট হতে না হতেই ফিরেছেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ সাকিব আল হাসান। ১২ তম ওভারের তৃতীয় বলে সাকিবের বিপক্ষে খুররম এলবিডব্লুর আবেদন করলে আম্পায়ার আঙুল তুলে দেন। সাকিব রিভিউ নিলে দেখা যায় আম্পায়ার্স কলে আউট হয়েছেন। তাতে ১১.৩ ওভারে ৬ উইকেটে ২৬ রানে পরিণত হয় বাংলাদেশ। ৮ নম্বরে নেমে বিপর্যস্ত বাংলাদেশের ইনিংসের হাল ধরেছেন মিরাজ। ব্যাটিং করছেন আক্রমণাত্মক ও রক্ষণাত্মকের মিশেলে। ৪৮ বলে ৭ চারে ৩৩ রান করে অপরাজিত বাংলাদেশের এই অলরাউন্ডার।
মধ্যাহ্নভোজের কিছুক্ষণ আগেই একটি রিভিউ নষ্ট করে পাকিস্তান। ২৪তম ওভারের শেষ বলে লিটনের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করেন আবরার। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। রিভিউতে দেখা যায়, বল স্টাম্পে আঘাত করেনি। এই আবরারকে ২৬তম ওভারে পুরোটা খেলেছেন লিটন। মধ্যাহ্নভোজের আগে এটাই শেষ ওভার।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ ছন্দে আছেন মেহেদী হাসান মিরাজ। ঘূর্ণি জাদুতে পাকিস্তানকে তো বোকা বানাচ্ছেনই। অলরাউন্ডার মিরাজ ছন্দে আছেন ব্যাটিংয়েও। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে এবার লোয়ার অর্ডারের ধস ঠেকানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন মিরাজ। তাঁকে যোগ্য সঙ্গ দিচ্ছেন লিটন দাস।
সিরিজে টিকে থাকতে পাকিস্তানের দ্বিতীয় টেস্ট জয়ের কোনো বিকল্প নেই। বাংলাদেশকে হারাতে যে কতটা মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান, সেটা রাওয়ালপিন্ডিতে আজ তৃতীয় দিনের খেলা দেখলে বোঝা যাবে। টিভি স্ক্রিন থেকে চোখ সরতে না সরতেই একের পর এক উইকেট হারাচ্ছেন সফরকারীরা। বিপদে পড়া বাংলাদেশের হাল ধরেছেন মিরাজ ও লিটন। প্রথম ইনিংসে ৬ উইকেটে ৭৫ রান করে মধ্যাহ্নভোজের বিরতিতে গেল বাংলাদেশ।সপ্তম উইকেটে মিরাজ-লিটনের জুটি থেকে এরই মধ্যে এসেছে ৪৯ রান।
কোনো উইকেট না হারিয়ে ১০ রানে বাংলাদেশ আজ তৃতীয় দিনের খেলা শুরু করে। খেলা শুরু হতে না হতেই জীবন পান জাকির হাসান। পঞ্চম ওভারের প্রথম বলে খুররম শাহজাদকে ফ্লিক করেন জাকির। স্কয়ার লেগে বাঁ দিকে ডাইভ দিয়ে ক্যাচ ধরেন আবরার আহমেদ। জাকির আউট হয়েছেন কি না, সেটা যাচাই করেন তৃতীয় আম্পায়ার। রিপ্লেতে দেখা যায় আবরারের কাছে যাওয়ার আগেই বল ঘাস স্পর্শ করেছে। তবে ভুল থেকে তো শিক্ষা নেননি জাকির। ষষ্ঠ ওভারের শেষ বলে খুররমকে ফ্লিক করতে গিয়ে জাকির ধরা পড়েন শর্ট মিড উইকেটে। এবার সহজেই তালুবন্দী করেন আবরার।
জাকিরের উইকেট পতনের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশকে জোড়া ধাক্কা দিলেন খুররম। অষ্টম ওভারের প্রথম ও চতুর্থ বলে খুররম ফিরিয়েছেন সাদমান ও নাজমুল হোসেন শান্ত। সাদমান-শান্ত দুজনেই হয়েছেন বোল্ড। টপ অর্ডারের তিন ব্যাটারের মধ্যে একমাত্র সাদমান দুই অঙ্ক ছুঁয়েছেন। ২৩ বলে ১ চারে ১০ রান করেন বাংলাদেশের এই বাঁহাতি ওপেনার। জাকির ও শান্ত করেন ১ ও ৪ রান। বাংলাদেশ অধিনায়কের রানটি এসেছে বাউন্ডারি থেকে।
সতীর্থ খুররমকে দেখে মীর হামজাও যেন উদ্দীপ্ত হয়ে উঠলেন। নিজের পরপর দুই ওভারে ফিরিয়েছেন মুমিনুল হক ও মুশফিকুর রহিমকে। যেখানে মুমিনুল ক্যাচিং অনুশীলন করিয়েছেন পাকিস্তানকে। নবম ওভারের প্রথম বলে আলতো ফ্লিক করেন মুমিনুল। মিড অনে সহজ ক্যাচ ধরেন মোহাম্মদ আলী। অন্যদিকে মুশফিক দ্বিধাদ্বন্দ্বে থেকে নিজের উইকেট হারিয়েছেন। ১১তম ওভারের তৃতীয় বলে মুশফিক ডিফেন্স করতে গেলে এজ হওয়া বল তালুবন্দী করেন পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। প্রথম টেস্টে ১৯১ রান করা মুশফিক এবার আউট হয়েছেন ৩ রানে।
মুশফিক আউট হতে না হতেই ফিরেছেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ সাকিব আল হাসান। ১২ তম ওভারের তৃতীয় বলে সাকিবের বিপক্ষে খুররম এলবিডব্লুর আবেদন করলে আম্পায়ার আঙুল তুলে দেন। সাকিব রিভিউ নিলে দেখা যায় আম্পায়ার্স কলে আউট হয়েছেন। তাতে ১১.৩ ওভারে ৬ উইকেটে ২৬ রানে পরিণত হয় বাংলাদেশ। ৮ নম্বরে নেমে বিপর্যস্ত বাংলাদেশের ইনিংসের হাল ধরেছেন মিরাজ। ব্যাটিং করছেন আক্রমণাত্মক ও রক্ষণাত্মকের মিশেলে। ৪৮ বলে ৭ চারে ৩৩ রান করে অপরাজিত বাংলাদেশের এই অলরাউন্ডার।
মধ্যাহ্নভোজের কিছুক্ষণ আগেই একটি রিভিউ নষ্ট করে পাকিস্তান। ২৪তম ওভারের শেষ বলে লিটনের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করেন আবরার। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। রিভিউতে দেখা যায়, বল স্টাম্পে আঘাত করেনি। এই আবরারকে ২৬তম ওভারে পুরোটা খেলেছেন লিটন। মধ্যাহ্নভোজের আগে এটাই শেষ ওভার।
পাকিস্তান ক্রিকেট দল বাজে খেললে কোনো কথাই নেই। আহমেদ শেহজাদ তখন সামাজিক মাধ্যমে তখন করতে থাকেন একের পর এক বিদ্রুপাত্মক মন্তব্য। অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে আবারও খোঁচা মারলেন তিনি।
২ ঘণ্টা আগেঅর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—কী থাকে না আইপিএলে! ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে মুখিয়ে থাকেন বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটার। তবে রিশাদ হোসেন আইপিএল নিয়ে বেশি একটা ভাবছেন না।
২ ঘণ্টা আগেফ্রান্স ও ইতালি—দুই দলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। সে হিসেবে উয়েফা নেশনস লিগে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের লড়াইটা নিছক নিয়মরক্ষার। কিন্তু ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে মনে করেন না সেটি। তাঁর কাছে এটি ফ্রান্সের প্রতিশোধের ম্যাচ।
৩ ঘণ্টা আগেঝামেলা যেন পিছুই ছাড়ছে না আর্জেন্টিনার। মাঠের পারফরম্যান্সে সাম্প্রতিক অবস্থা তো ভালো নয়ই। এমনকি ফুটবলারদের চোটও দুশ্চিন্তা বাড়িয়েছে আলবিসেলেস্তেদের।। জরুরি পরিস্থিতিতে দলে নেওয়া হয়েছে দিয়েগো সিমিওনের ছেলে গিলিয়ানো সিমিওনেকে।
৩ ঘণ্টা আগে