নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ানস। টুর্নামেন্টে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন তারা। এর মধ্যে তিনটি শিরোপাই এসেছে ইমরুল কায়েসের অধিনায়কত্বে। এবারও কুমিল্লার হয়ে খেলছেন ইমরুল, তবে নেতৃত্বের ভার এবার আর তাঁর কাঁধে নেই।
২০২৪ বিপিএলে কুমিল্লাকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ দলের আরেক ক্রিকেটার লিটন দাস। কদিন আগে ফ্র্যাঞ্চাইজিটির কোচ মোহাম্মদ সালাহ উদ্দিন জানিয়েছিলেন, আগামী কয়েক টুর্নামেন্টের পরিকল্পনা করেই নেতৃত্ব ঠিক করছেন তাঁরা। আর ইমরুলের বিষয়ে দেশের স্বনামধন্য এই কোচ বলেছেন, শীর্ষে থাকা অবস্থায় পদ ছেড়ে দেওয়া উচিত। ইমরুলও সেরা অবস্থানে থেকেই ফ্র্যাঞ্চাইজির সিদ্ধান্তে একমত হয়েছেন।
নেতৃত্বের বদলকে ইতিবাচকভাবেই দেখছেন ইমরুল। আজ মিরপুর একাডেমি মাঠে অনুশীলনের পর সংবাদমাধ্যমকে নিজেই জানালেন, কুমিল্লা ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন অধিনায়ক করার বিষয়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছে।
লিটনের ওপর আস্থা রেখে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাংলাদেশ দলের এই ক্রিকেটার বলেছেন, ‘লিটন দাস সব সময় সেরা খেলোয়াড়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে যেসব ম্যাচে নেতৃত্ব দিয়েছে, কাজটা খুব ভালোভাবে করেছে। সফলভাবে পরিচালনা করেছে। আমার মনে হয় লিটনের মাথা খুব ভালো, ও খুব ভালোভাবে সামলাতে পারবে। এই দলেও আশা করি ভালো করবে।’
বাংলাদেশ দলে সুযোগ করে নেওয়ার অপেক্ষায় ইমরুল। সে আশায় বিপিএলে রাঙাতে মুখিয়ে আছেন। প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে দারুণ এক ফিফটিও করেছেন। নেতৃত্ব নয়, এবার নির্ভার থেকে দলের পক্ষে অবদান রাখতে চান এই বাঁহাতি ব্যাটার, ‘অধিনায়ক থাকলে অনেক ব্যাপার আছে। দলে ভূমিকা ভিন্ন থাকে, একেক দিন একেকরকম ভূমিকা আমাকে পরিচালনা করতে হয়। তবে এখন চেষ্টা করব একইভাবে, তবে মাঠের ভেতর একটু চাপহীন থাকা যাবে, পরিকল্পনা করা লাগে না। লিটন সেগুলো দেখা-শোনা করবে। ওইদিক থেকে অবশ্যই একটু নির্ভার থাকব।’
কুমিল্লার নেতৃত্বের বদল নিয়ে ইমরুল আরও বললেন, ‘এটা একটা পেশাদার জায়গা। কুমিল্লার হয়ে কী অর্জন করেছি এটা ব্যাপার না। কী হচ্ছে বা কী হবে দলের জন্য, এটাই সবচেয়ে বড় ব্যাপার। আমার মনে হয় কুমিল্লা সঠিক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। কারণ পরবর্তী চার-পাঁচ বছর কাকে দিয়ে দলটা পরিচালনা করা যাবে, এমন পরিকল্পনায় এগোচ্ছে। আমার মনে হয় এই সংস্কৃতিটা ভালো।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ানস। টুর্নামেন্টে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন তারা। এর মধ্যে তিনটি শিরোপাই এসেছে ইমরুল কায়েসের অধিনায়কত্বে। এবারও কুমিল্লার হয়ে খেলছেন ইমরুল, তবে নেতৃত্বের ভার এবার আর তাঁর কাঁধে নেই।
২০২৪ বিপিএলে কুমিল্লাকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ দলের আরেক ক্রিকেটার লিটন দাস। কদিন আগে ফ্র্যাঞ্চাইজিটির কোচ মোহাম্মদ সালাহ উদ্দিন জানিয়েছিলেন, আগামী কয়েক টুর্নামেন্টের পরিকল্পনা করেই নেতৃত্ব ঠিক করছেন তাঁরা। আর ইমরুলের বিষয়ে দেশের স্বনামধন্য এই কোচ বলেছেন, শীর্ষে থাকা অবস্থায় পদ ছেড়ে দেওয়া উচিত। ইমরুলও সেরা অবস্থানে থেকেই ফ্র্যাঞ্চাইজির সিদ্ধান্তে একমত হয়েছেন।
নেতৃত্বের বদলকে ইতিবাচকভাবেই দেখছেন ইমরুল। আজ মিরপুর একাডেমি মাঠে অনুশীলনের পর সংবাদমাধ্যমকে নিজেই জানালেন, কুমিল্লা ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন অধিনায়ক করার বিষয়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছে।
লিটনের ওপর আস্থা রেখে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাংলাদেশ দলের এই ক্রিকেটার বলেছেন, ‘লিটন দাস সব সময় সেরা খেলোয়াড়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে যেসব ম্যাচে নেতৃত্ব দিয়েছে, কাজটা খুব ভালোভাবে করেছে। সফলভাবে পরিচালনা করেছে। আমার মনে হয় লিটনের মাথা খুব ভালো, ও খুব ভালোভাবে সামলাতে পারবে। এই দলেও আশা করি ভালো করবে।’
বাংলাদেশ দলে সুযোগ করে নেওয়ার অপেক্ষায় ইমরুল। সে আশায় বিপিএলে রাঙাতে মুখিয়ে আছেন। প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে দারুণ এক ফিফটিও করেছেন। নেতৃত্ব নয়, এবার নির্ভার থেকে দলের পক্ষে অবদান রাখতে চান এই বাঁহাতি ব্যাটার, ‘অধিনায়ক থাকলে অনেক ব্যাপার আছে। দলে ভূমিকা ভিন্ন থাকে, একেক দিন একেকরকম ভূমিকা আমাকে পরিচালনা করতে হয়। তবে এখন চেষ্টা করব একইভাবে, তবে মাঠের ভেতর একটু চাপহীন থাকা যাবে, পরিকল্পনা করা লাগে না। লিটন সেগুলো দেখা-শোনা করবে। ওইদিক থেকে অবশ্যই একটু নির্ভার থাকব।’
কুমিল্লার নেতৃত্বের বদল নিয়ে ইমরুল আরও বললেন, ‘এটা একটা পেশাদার জায়গা। কুমিল্লার হয়ে কী অর্জন করেছি এটা ব্যাপার না। কী হচ্ছে বা কী হবে দলের জন্য, এটাই সবচেয়ে বড় ব্যাপার। আমার মনে হয় কুমিল্লা সঠিক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। কারণ পরবর্তী চার-পাঁচ বছর কাকে দিয়ে দলটা পরিচালনা করা যাবে, এমন পরিকল্পনায় এগোচ্ছে। আমার মনে হয় এই সংস্কৃতিটা ভালো।’
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
১৪ মিনিট আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৩ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগে