নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্রীলঙ্কার বিপক্ষে ১৭১ রান করার পরও হারতে হয়েছে বাংলাদেশকে। বলতে গেলে জয়টা হাতছাড়াই করেছেন মাহমুদউল্লাহরা। লিটন দাসের ওই দুটি ক্যাচ না ফসকালে ম্যাচটা বাংলাদেশও জিততে পারত। স্বাভাবিকভাবে এমন হারের পর ক্রিকেটারদের বেশ সমালোচনাই হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এর আগে বাছাইপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে হার, ওমানের মতো দলের বিপক্ষে ঘাম ঝরিয়ে জয়ের পরও একই সমালোচনায় পড়তে হয়েছিল মুশফিক-সাকিবদের। এমন সমালোচনা মানতে পারছেন না মুশফিকও।
আজ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেছেন, ‘মাঠের বাইরে তো নানা রকম কথা হবেই। ক্রিকেটার হিসেবে আপনি ভালো করলে সবাই তালি দেবে আর খারাপ করলে গালি দেবে এটাই নিয়ম। আর এটা আমার প্রথম বছর না। ১৬ বছর ধরে আমি এসব দেখে আসছি। আর যারা আমাদের নিয়ে এসব বলে তাদের উচিত নিজেদের চেহারা আয়নায় দেখা। কারণ, তারা তো বাংলাদেশের হয়ে খেলে না। আমরা খেলছি। আমরা সবাই ভালো করার চেষ্টা করি। কোনো দিন হয় কোনো দিন হয় না।’
১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭৯ রানেই ৪ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। সেই ধ্বংসযজ্ঞে দাঁড়িয়ে দলকে পথ দেখিয়েছেন চারিথ আশালঙ্কা ও ভানুকা রাজাপক্ষে। সে সময়েই বাউন্ডারিতে লিটন সহজ দুটি ক্যাচ ফেলেন। জীবন পেয়ে ম্যাচটা বাংলাদেশের হাত থেকে কেড়ে নেন দুই লঙ্কান তরুণ।
মুশফিকও মনে করছেন লিটন ক্যাচ দুটি ধরতে পারলে গল্পটা ভিন্নও হতে পারত। তবে ক্যাচ ছাড়া নিয়ে লিটনকে দোষ দিতে চান না মুশি, ‘আসলে দায় দেওয়ার কিছু নেই। যত রানই করি না কেন, ছোটখাটো কিছু ভুল থাকেই আবার কিছু ইতিবাচক দিকও থাকে। আমাদের আজ যে ভুল হয়েছে সেটা হলো লিটনের দুটো ক্যাচ। সে কিন্তু খুব ভালো মানের ফিল্ডার। ওই সময়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। ওদের দুই বাঁহাতি দারুণ ব্যাট করছিল। ওই সময় দুটো উইকেট পড়ে গেলে ম্যাচ ঘুরেও যেতে পারত।’
শ্রীলঙ্কার বিপক্ষে ১৭১ রান করার পরও হারতে হয়েছে বাংলাদেশকে। বলতে গেলে জয়টা হাতছাড়াই করেছেন মাহমুদউল্লাহরা। লিটন দাসের ওই দুটি ক্যাচ না ফসকালে ম্যাচটা বাংলাদেশও জিততে পারত। স্বাভাবিকভাবে এমন হারের পর ক্রিকেটারদের বেশ সমালোচনাই হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এর আগে বাছাইপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে হার, ওমানের মতো দলের বিপক্ষে ঘাম ঝরিয়ে জয়ের পরও একই সমালোচনায় পড়তে হয়েছিল মুশফিক-সাকিবদের। এমন সমালোচনা মানতে পারছেন না মুশফিকও।
আজ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেছেন, ‘মাঠের বাইরে তো নানা রকম কথা হবেই। ক্রিকেটার হিসেবে আপনি ভালো করলে সবাই তালি দেবে আর খারাপ করলে গালি দেবে এটাই নিয়ম। আর এটা আমার প্রথম বছর না। ১৬ বছর ধরে আমি এসব দেখে আসছি। আর যারা আমাদের নিয়ে এসব বলে তাদের উচিত নিজেদের চেহারা আয়নায় দেখা। কারণ, তারা তো বাংলাদেশের হয়ে খেলে না। আমরা খেলছি। আমরা সবাই ভালো করার চেষ্টা করি। কোনো দিন হয় কোনো দিন হয় না।’
১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭৯ রানেই ৪ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। সেই ধ্বংসযজ্ঞে দাঁড়িয়ে দলকে পথ দেখিয়েছেন চারিথ আশালঙ্কা ও ভানুকা রাজাপক্ষে। সে সময়েই বাউন্ডারিতে লিটন সহজ দুটি ক্যাচ ফেলেন। জীবন পেয়ে ম্যাচটা বাংলাদেশের হাত থেকে কেড়ে নেন দুই লঙ্কান তরুণ।
মুশফিকও মনে করছেন লিটন ক্যাচ দুটি ধরতে পারলে গল্পটা ভিন্নও হতে পারত। তবে ক্যাচ ছাড়া নিয়ে লিটনকে দোষ দিতে চান না মুশি, ‘আসলে দায় দেওয়ার কিছু নেই। যত রানই করি না কেন, ছোটখাটো কিছু ভুল থাকেই আবার কিছু ইতিবাচক দিকও থাকে। আমাদের আজ যে ভুল হয়েছে সেটা হলো লিটনের দুটো ক্যাচ। সে কিন্তু খুব ভালো মানের ফিল্ডার। ওই সময়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। ওদের দুই বাঁহাতি দারুণ ব্যাট করছিল। ওই সময় দুটো উইকেট পড়ে গেলে ম্যাচ ঘুরেও যেতে পারত।’
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। চোটের কারণে ১৫ সদস্যের দলে সুযোগ হয়নি অভিজ্ঞ জেসন হোল্ডারের। তবু নিজেদের মাঠে বিপজ্জনক পেস আক্রমণ নিয়েই বাংলাদেশকে মোকাবিলা করবে স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেফিফার প্রথম প্রীতি ম্যাচ মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিরতি দেখা হচ্ছে দল দুটির। জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দলের মাঝমাঠের তারকা সোহেল রানার কণ্ঠে জয়েরই সুর, ‘প্রথম ম্যাচটা আমরা ভালো খেলেও জিততে পারিনি। অনেকগুলো আক্রমণ করেছি, কিন্তু গোল পাইনি। এই ম্য
১ ঘণ্টা আগেনভেম্বর চলে যাচ্ছে। কিন্তু রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্ট আয়োজনের কোনো প্রস্তুতি নেই। বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা নাকি ছিল বড় চ্যালেঞ্জ। এখন টেনিস কমপ্লেক্সের দায়িত্বে থাকা আহ্বায়ক কমিটির লক্ষ্য শুধু নির্বাচন আয়োজন। টুর্নামেন্ট আয়োজনের মতো ‘বড়’ সিদ্ধান্ত তা
২ ঘণ্টা আগেকথায় আছে, শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু হাভিয়ের কাবরেরার ভাগ্যে সেই ভালো কিছু জুটবে কি না, কে জানে। আজ এ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যেটা একদিক থেকে কোচ কাবরেরারও শেষ। কারণ, এই ম্যাচের হারজিতের ওপর নির্ভর করছে তাঁর থাকা না থাকা।
২ ঘণ্টা আগে