ক্রীড়া ডেস্ক
আয়োজকদের চিন্তা বাড়িয়ে স্থগিত করা হলো ট্রায়াথলন। প্যারিসের সিন নদীর পানির দূষণ এতটাই বেশি যে, প্রতিযোগীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে পিছিয়ে দেওয়া হয়েছে ট্রায়াথলন। দূষণ কমে আসলেও স্থগিত হয়ে যাওয়া ট্রায়াথলেন সাঁতার হবে আজ।
ট্রায়াথলন হলো সাঁতার, সাইক্লিং ও দৌড়—তিনটির মিলিত লড়াই। কিন্তু সিন নদীর পানি মাত্রাতিরিক্ত দূষিত থাকায় সাঁতার আয়োজন সম্ভব হয়নি। সিন নদীর পানির বিশুদ্ধতা নিয়ে আগে থেকেই একটা শঙ্কা ছিল সবার। তবে নদীর পানিকে শুদ্ধ করার জন্য অলিম্পিকের আয়োজন স্বত্ব পাওয়ার পর থেকেই কাজ করে আসছে ফ্রান্স। ২০১৫ সাল থেকে গ্রহণ করা হয় বিভিন্ন প্রকল্পও। যাতে ফ্রান্স সরকারের ব্যয় হয়েছে ১৫০ কোটি ডলার; যা টাকার অঙ্কে ১৭৬৫৭ কোটির মতো।
প্যারিস শহরের মাঝে তৈরি করা হয় ভূগর্ভস্থ বিশাল জলাধার, পরিবর্তন করা হয় শহরের পয়ঃপ্রণালি ব্যবস্থা, উন্নত করা হয় বিভিন্ন কাজে ব্যবহৃত জল দূষণমুক্ত করার ব্যবস্থাও। আয়োজকেরা আশাবাদীই ছিলেন—সবকিছু ঠিকঠাক মতোই হবে। অলিম্পিক শুরুর আগে প্যারিস মেয়র জলে নেমে আন হিদালগো এই বার্তাই দিয়েছিলেন—সিন নদীর পানি বিশুদ্ধ। সেই বিশুদ্ধতা প্রমাণে নিজেই সিন নদীতে নেমে সাঁতার কেটেছেন। কিন্তু গত শুক্রবার ও শনিবারের বৃষ্টিতে সিন নদীর পানিতে সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার ঘনত্বও বেড়েছে। আর তাতেই স্থগিত হয়ে গেছে ট্রায়াথলন।
পিছিয়ে দেওয়া ট্রায়ালথনের সাঁতার হবে আজ। পানি যদি নির্দিষ্ট মানে বিশুদ্ধ না হয় আর আয়োজন করা সম্ভব না হয় তাহলে সেটি আরও পিছিয়ে শুক্রবার আয়োজনের চেষ্টা চলবে। শেষ সে চেষ্টাও ব্যর্থ হলে সাঁতার বাদ দিয়েই শুধু সাইক্লিং ও দৌড়ের লড়াই থেকেই বাছাই করা হবে ট্রায়ালথনের পদকজয়ীদের।
আয়োজকদের চিন্তা বাড়িয়ে স্থগিত করা হলো ট্রায়াথলন। প্যারিসের সিন নদীর পানির দূষণ এতটাই বেশি যে, প্রতিযোগীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে পিছিয়ে দেওয়া হয়েছে ট্রায়াথলন। দূষণ কমে আসলেও স্থগিত হয়ে যাওয়া ট্রায়াথলেন সাঁতার হবে আজ।
ট্রায়াথলন হলো সাঁতার, সাইক্লিং ও দৌড়—তিনটির মিলিত লড়াই। কিন্তু সিন নদীর পানি মাত্রাতিরিক্ত দূষিত থাকায় সাঁতার আয়োজন সম্ভব হয়নি। সিন নদীর পানির বিশুদ্ধতা নিয়ে আগে থেকেই একটা শঙ্কা ছিল সবার। তবে নদীর পানিকে শুদ্ধ করার জন্য অলিম্পিকের আয়োজন স্বত্ব পাওয়ার পর থেকেই কাজ করে আসছে ফ্রান্স। ২০১৫ সাল থেকে গ্রহণ করা হয় বিভিন্ন প্রকল্পও। যাতে ফ্রান্স সরকারের ব্যয় হয়েছে ১৫০ কোটি ডলার; যা টাকার অঙ্কে ১৭৬৫৭ কোটির মতো।
প্যারিস শহরের মাঝে তৈরি করা হয় ভূগর্ভস্থ বিশাল জলাধার, পরিবর্তন করা হয় শহরের পয়ঃপ্রণালি ব্যবস্থা, উন্নত করা হয় বিভিন্ন কাজে ব্যবহৃত জল দূষণমুক্ত করার ব্যবস্থাও। আয়োজকেরা আশাবাদীই ছিলেন—সবকিছু ঠিকঠাক মতোই হবে। অলিম্পিক শুরুর আগে প্যারিস মেয়র জলে নেমে আন হিদালগো এই বার্তাই দিয়েছিলেন—সিন নদীর পানি বিশুদ্ধ। সেই বিশুদ্ধতা প্রমাণে নিজেই সিন নদীতে নেমে সাঁতার কেটেছেন। কিন্তু গত শুক্রবার ও শনিবারের বৃষ্টিতে সিন নদীর পানিতে সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার ঘনত্বও বেড়েছে। আর তাতেই স্থগিত হয়ে গেছে ট্রায়াথলন।
পিছিয়ে দেওয়া ট্রায়ালথনের সাঁতার হবে আজ। পানি যদি নির্দিষ্ট মানে বিশুদ্ধ না হয় আর আয়োজন করা সম্ভব না হয় তাহলে সেটি আরও পিছিয়ে শুক্রবার আয়োজনের চেষ্টা চলবে। শেষ সে চেষ্টাও ব্যর্থ হলে সাঁতার বাদ দিয়েই শুধু সাইক্লিং ও দৌড়ের লড়াই থেকেই বাছাই করা হবে ট্রায়ালথনের পদকজয়ীদের।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
২৩ মিনিট আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগে