ক্রীড়া ডেস্ক
পেরুর ওঝারা নেইমারকে পারলেও আটকাতে পারেননি লিওনেল মেসিকে। উল্টো তাঁদের তুকতাকে লাভই হয়েছে আর্জেন্টাইন অধিনায়কের। জোড়া গোল করে আর্জেন্টিনাকে ২–০ ব্যবধানে জিতিয়েছেন পেরুর বিপক্ষে।
গত মাসে নেইমারকে এই তুকতাক করেই আটকে দিয়েছিল পেরুর ওঝারা। অবশ্য নেইমার না পেলেও মার্কিনিওসের জয়সূচক গোলে ব্রাজিল ঠিকই জয় পেয়েছিল। আর আজ কারও ওপরেই ভর করতে পারেনি ওঝাদের কালো জাদু। উল্টো মেসি যেন ধারালো ছুরির মতো তাঁর পাকে আরও ভালোভাবে কাজে লাগালেন মাঠে।
প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে দাপট দেখাচ্ছিল আর্জেন্টিনা। তার ফল হাতেনাতেও পায় বিশ্বচ্যাম্পিয়নরা। অবশ্য ম্যাচের ৩২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে আলবিসেলেস্তাদের। বাঁ প্রান্ত থেকে নিকোলাস গঞ্জালেসের পাস থেকে বল পেয়ে দারুণ শটে গোল করেন মেসি। আর দ্বিতীয় গোল করেন ঠিক ১০ মিনিট পর। মেসির গোলের আগে অবশ্য দুর্দান্ত এক ডামি করেছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ।
৪২ মিনিটের সময় এনজো ফার্নান্দেজ বক্সে বল বাড়ালে শট নিতে গিয়ে ডামি করেন আলভারেজ। সেই ডামিতে শট নেওয়ার দুর্দান্ত সুযোগ পান মেসি। বলকে জালে জড়াতে বিন্দুমাত্র ভুল করেননি আর্জেন্টিনার অধিনায়ক। হ্যাটট্রিকও পেতে পারতেন মেসি, যদি ৫৯ মিনিটে তাঁর করা গোলটি অফসাইডে বাতিল না হতো। ২–০ গোলের জয়ে বাছাইপর্বের ৪ ম্যাচের প্রতিটিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা।
হ্যাটট্রিক করতে না পারলেও জোড়া গোলে একটি রেকর্ডও গড়েছেন মেসি। বন্ধু লুইস সুয়ারেজকে ছাড়িয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশের বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন। ৩১ গোলে এখন মেসি শীর্ষে। আর উরুগুয়ের স্ট্রাইকারের গোল ২৯টি।
আর বিশ্বকাপের বাছাইপর্বের গোলদাতার তালিকায় সব মিলিয়ে চতুর্থ স্থানে মেসি। ৩৯ গোলে শীর্ষে গুয়েতামালার কার্লোস রুইজ। ৩৬ গোলে দুইয়ে আছেন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী ক্রিস্টিয়ানো রোনালদো। আর তিনে আছেন ইরানের আলী দায়ি। ৩৫ গোল করেছেন তিনি।
পেরুর ওঝারা নেইমারকে পারলেও আটকাতে পারেননি লিওনেল মেসিকে। উল্টো তাঁদের তুকতাকে লাভই হয়েছে আর্জেন্টাইন অধিনায়কের। জোড়া গোল করে আর্জেন্টিনাকে ২–০ ব্যবধানে জিতিয়েছেন পেরুর বিপক্ষে।
গত মাসে নেইমারকে এই তুকতাক করেই আটকে দিয়েছিল পেরুর ওঝারা। অবশ্য নেইমার না পেলেও মার্কিনিওসের জয়সূচক গোলে ব্রাজিল ঠিকই জয় পেয়েছিল। আর আজ কারও ওপরেই ভর করতে পারেনি ওঝাদের কালো জাদু। উল্টো মেসি যেন ধারালো ছুরির মতো তাঁর পাকে আরও ভালোভাবে কাজে লাগালেন মাঠে।
প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে দাপট দেখাচ্ছিল আর্জেন্টিনা। তার ফল হাতেনাতেও পায় বিশ্বচ্যাম্পিয়নরা। অবশ্য ম্যাচের ৩২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে আলবিসেলেস্তাদের। বাঁ প্রান্ত থেকে নিকোলাস গঞ্জালেসের পাস থেকে বল পেয়ে দারুণ শটে গোল করেন মেসি। আর দ্বিতীয় গোল করেন ঠিক ১০ মিনিট পর। মেসির গোলের আগে অবশ্য দুর্দান্ত এক ডামি করেছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ।
৪২ মিনিটের সময় এনজো ফার্নান্দেজ বক্সে বল বাড়ালে শট নিতে গিয়ে ডামি করেন আলভারেজ। সেই ডামিতে শট নেওয়ার দুর্দান্ত সুযোগ পান মেসি। বলকে জালে জড়াতে বিন্দুমাত্র ভুল করেননি আর্জেন্টিনার অধিনায়ক। হ্যাটট্রিকও পেতে পারতেন মেসি, যদি ৫৯ মিনিটে তাঁর করা গোলটি অফসাইডে বাতিল না হতো। ২–০ গোলের জয়ে বাছাইপর্বের ৪ ম্যাচের প্রতিটিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা।
হ্যাটট্রিক করতে না পারলেও জোড়া গোলে একটি রেকর্ডও গড়েছেন মেসি। বন্ধু লুইস সুয়ারেজকে ছাড়িয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশের বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন। ৩১ গোলে এখন মেসি শীর্ষে। আর উরুগুয়ের স্ট্রাইকারের গোল ২৯টি।
আর বিশ্বকাপের বাছাইপর্বের গোলদাতার তালিকায় সব মিলিয়ে চতুর্থ স্থানে মেসি। ৩৯ গোলে শীর্ষে গুয়েতামালার কার্লোস রুইজ। ৩৬ গোলে দুইয়ে আছেন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী ক্রিস্টিয়ানো রোনালদো। আর তিনে আছেন ইরানের আলী দায়ি। ৩৫ গোল করেছেন তিনি।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৮ মিনিট আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগে