ক্রীড়া ডেস্ক
ম্যাচ জয়ের পর অদ্ভুত রকমের সেলিব্রেশন করতে জুড়ি নেই নোভাক জোকোভিচের। কোর্টের ঘাস খাওয়া, জুতায় শ্যাম্পেন ঢেলে পান করার মতো অদ্ভুত সব সেলিব্রেশন। এবার এসব পথে না হেঁটে ম্যাচ জয়ের পর জার্সিই ছিঁড়ে ফেললেন তিনি।
গতকাল সিনসিনাটি মাস্টার্সের ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার পর জার্সি ছিঁড়ে ফেলেন জোকোভিচ। ফাইনাল শুরুর আগেই জানিয়েছিলেন প্রতিপক্ষ কার্লোস আলকারাসকে হারানোই তাঁর চূড়ান্ত চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ জয়ের পর যেন উত্তেজনাকে আর দমিয়ে রাখতে পারলেন না তিনি।
সঙ্গে ৫–৭,৭–৬ (৯–৭),৭–৬ (৭–৪) ব্যবধানের জয়ে একটা প্রতিশোধও নিয়েছে জোকোভিচ। সর্বশেষ উইম্বলডনের ফাইনালে আলকারাসের কাছে হেরেছিলেন সার্বিয়ান তারকা। দুর্দান্ত এক ফাইনালই হয়েছে গতকাল। এটিপি ট্যুরের ইতিহাসে তিন সেটের ফাইনালে সবচেয়ে দীর্ঘ ম্যাচ উপহার দেন টেনিসের দুই তারকা। ৩ ঘণ্টা ৩৯ মিনিটের লড়াইয়ে প্রথম সেটে ৫–৭ ব্যবধানে হেরে যান জোকো।
পরের সেটেও একটা সময় ৪–২ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন আলকারাস। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় সেট টাইব্রেকারে ৭–৬ (৯–৭) জেতেন জোকোভিচ। তৃতীয় সেটও টাইব্রেকারে গড়ায়। ফল এবারও তাঁর পক্ষেই যায়। ৭–৬ (৭–৪) ব্যবধানে জিতে ক্যারিয়ারের ৯৫তম এটিপি টাইটেলস জিতেছেন তিনি।
চ্যাম্পিয়নশিপের পয়েন্ট পাওয়ার পর নিজের জার্সি দুই হাত দিয়ে ছিঁড়ে ফেলেন জোকোভিচ। ম্যাচ শেষে নিজের অনুভূতি বোঝানোর ভাষাও খুঁজে পাচ্ছিলেন না টেনিসের ২ নম্বর র্যাঙ্কিংধারী। পুরুষ এককের সর্বোচ্চ ২৩ গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকা বলেছেন, ‘সত্যি বলতে কি বলতে পারি জানি না। বর্ণনা করা কঠিন। টুর্নামেন্ট, ক্যাটাগরি, লেভেল, কিংবা প্লেয়ার যাই হোক না কেন, আমার জীবনের সবচেয়ে কঠিন ম্যাচগুলোর মধ্যে নিশ্চিতভাবেই এটি একটি। এটা অবিশ্বাস্য ছিল।’
অন্যদিকে মেয়েদের এককে চ্যাম্পিয়ন হয়েছেন কোকো গফ। সরাসরি ৬–৩,৬–৪ সেটে ক্যারোলিনা মুচোভাকে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা। ১৯ বছর বয়সী উদীয়মান টেনিস তারকার এটি পঞ্চম ক্যারিয়ার টাইটেল। ২০২৩ সালে এটি তৃতীয়।
ম্যাচ জয়ের পর অদ্ভুত রকমের সেলিব্রেশন করতে জুড়ি নেই নোভাক জোকোভিচের। কোর্টের ঘাস খাওয়া, জুতায় শ্যাম্পেন ঢেলে পান করার মতো অদ্ভুত সব সেলিব্রেশন। এবার এসব পথে না হেঁটে ম্যাচ জয়ের পর জার্সিই ছিঁড়ে ফেললেন তিনি।
গতকাল সিনসিনাটি মাস্টার্সের ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার পর জার্সি ছিঁড়ে ফেলেন জোকোভিচ। ফাইনাল শুরুর আগেই জানিয়েছিলেন প্রতিপক্ষ কার্লোস আলকারাসকে হারানোই তাঁর চূড়ান্ত চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ জয়ের পর যেন উত্তেজনাকে আর দমিয়ে রাখতে পারলেন না তিনি।
সঙ্গে ৫–৭,৭–৬ (৯–৭),৭–৬ (৭–৪) ব্যবধানের জয়ে একটা প্রতিশোধও নিয়েছে জোকোভিচ। সর্বশেষ উইম্বলডনের ফাইনালে আলকারাসের কাছে হেরেছিলেন সার্বিয়ান তারকা। দুর্দান্ত এক ফাইনালই হয়েছে গতকাল। এটিপি ট্যুরের ইতিহাসে তিন সেটের ফাইনালে সবচেয়ে দীর্ঘ ম্যাচ উপহার দেন টেনিসের দুই তারকা। ৩ ঘণ্টা ৩৯ মিনিটের লড়াইয়ে প্রথম সেটে ৫–৭ ব্যবধানে হেরে যান জোকো।
পরের সেটেও একটা সময় ৪–২ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন আলকারাস। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় সেট টাইব্রেকারে ৭–৬ (৯–৭) জেতেন জোকোভিচ। তৃতীয় সেটও টাইব্রেকারে গড়ায়। ফল এবারও তাঁর পক্ষেই যায়। ৭–৬ (৭–৪) ব্যবধানে জিতে ক্যারিয়ারের ৯৫তম এটিপি টাইটেলস জিতেছেন তিনি।
চ্যাম্পিয়নশিপের পয়েন্ট পাওয়ার পর নিজের জার্সি দুই হাত দিয়ে ছিঁড়ে ফেলেন জোকোভিচ। ম্যাচ শেষে নিজের অনুভূতি বোঝানোর ভাষাও খুঁজে পাচ্ছিলেন না টেনিসের ২ নম্বর র্যাঙ্কিংধারী। পুরুষ এককের সর্বোচ্চ ২৩ গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকা বলেছেন, ‘সত্যি বলতে কি বলতে পারি জানি না। বর্ণনা করা কঠিন। টুর্নামেন্ট, ক্যাটাগরি, লেভেল, কিংবা প্লেয়ার যাই হোক না কেন, আমার জীবনের সবচেয়ে কঠিন ম্যাচগুলোর মধ্যে নিশ্চিতভাবেই এটি একটি। এটা অবিশ্বাস্য ছিল।’
অন্যদিকে মেয়েদের এককে চ্যাম্পিয়ন হয়েছেন কোকো গফ। সরাসরি ৬–৩,৬–৪ সেটে ক্যারোলিনা মুচোভাকে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা। ১৯ বছর বয়সী উদীয়মান টেনিস তারকার এটি পঞ্চম ক্যারিয়ার টাইটেল। ২০২৩ সালে এটি তৃতীয়।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
৩৮ মিনিট আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৩ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৬ ঘণ্টা আগে