অনলাইন ডেস্ক
বাদুড়ের এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, যা অন্য কোনো স্তন্যপায়ী প্রাণীর নেই। তা হলো এর প্যাটাজিয়াম নামক বিশেষ ঝিল্লি দিয়ে তৈরি ডানা। এ ঝিল্লি বাদুড়ের দেহের সঙ্গে এর আঙুল ও অন্যান্য প্রত্যঙ্গ যুক্ত রাখে।
বাদুড়ের ভ্রূণের ওপর একটি গবেষণা প্রতিবেদন বিজ্ঞানভিত্তিক সাময়িকী বিএমসি বায়োলজিতে প্রকাশিত হয়েছে। এ গবেষণা প্রতিবেদন অনুসারে, একসময় শুধুই স্থলচর ছিল বাদুড়। বিবর্তনের একপর্যায়ে এরা ওড়ার ক্ষমতা অর্জন করে। বাদুড়ের এ বিবর্তনে মানুষের ক্ষতিকর মিউটেশনের জন্য দায়ী জিন জড়িত বলে গবেষণায় উঠে এসেছে।
অবশ্য এ তত্ত্ব প্রমাণ করার জন্য জীবাশ্মবিজ্ঞানীদের প্রথম দিককার ওড়ার ক্ষমতাসম্পন্ন বাদুড়ের জীবাশ্ম সংগ্রহ করতে হবে। ওড়ার ক্ষমতাসম্পন্ন প্রাচীনতম বাদুড় প্রজাতির রূপান্তর দেখাতে পারে এমন জীবাশ্ম এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেননি। তবে বর্তমান বাদুড়ের ভ্রূণ বিকাশের মধ্যে প্রাচীন এ পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়।
গবেষণা প্রতিবেদনটির প্রধান লেখক যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী ক্যারেন সিয়ার্স বলেন, বাদুড়ের ডানা হলো বিবর্তনের ফলে পাওয়া পরিবর্তিত এবং নতুন (উদ্ভূত) বেশ কয়েকটি শারীরিক উপাদানের সংমিশ্রণ। এর মধ্যে যে উপাদানটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো, প্লাজিওপ্যাটাজিয়াম। এটি একটি বিশেষ ধরনের প্যাটাজিয়াম টিস্যু, যা দেহের পার্শ্ববর্তী অংশকে হাত ও পায়ের সঙ্গে যুক্ত করে।
ক্যারেন সিয়ার্স বলেন, বিভিন্ন প্রজাতির বাদুড়ের মধ্যে টিস্যুটি বিভিন্ন আকৃতি ধারণ করে। খাদ্য হিসেবে ফলের ওপর নির্ভরশীল প্রজাতির মধ্যে এ টিস্যু বেশ প্রশস্ত হয় এবং পতঙ্গ শিকারি বাদুড়ের মধ্যে এটি সংকুচিত রূপে থাকে।
আকৃতির এ ভিন্নতা বিবর্তনের কারণে আসে, নাকি পূর্বপুরুষের ডানা থেকে বংশানুক্রমে আসে, তা জানতে সিয়ার্স ও তাঁর সহকর্মীরা বিভিন্ন জাতের বাদুড়ের ভ্রূণ ও এ টিস্যু বিকাশে দায়ী জিন নিয়ে গবেষণা করেন।
গবেষকেরা বলেন, বিকাশের সময় প্লাজিওপ্যাটাজিয়াম ভ্রূণদেহের পার্শ্ববর্তী অংশ থেকে উৎপন্ন হয়ে অন্যান্য অঙ্গের সঙ্গে মিলিত হয়। বাদুড়ের সব প্রজাতির মধ্যেই এ বিন্যাস লক্ষ করা যায়, যার কারণে এদের আদি পুরুষ অভিন্ন বলে ধারণা করা হচ্ছে। রিপকে ৪ নামের একটি জিনের মিউটেশনের কারণে এ পরিবর্তন ঘটেছে বলে ধারণা বিজ্ঞানীদের।
সিয়ার্স বলেন, ‘বিবর্তন মূলত অনিশ্চিত। বিবর্তনীয় বিকাশের ফল কী দাঁড়াবে, সেটি আগে থেকে অনুমান করা যায় না। মানুষ ও গবেষণাগারের ইঁদুরের মধ্যে রিপকে ৪ জিনের মিউটেশন ত্বককে রূপান্তর করে প্যাটাজিয়ামের মতো আকৃতি দেয় বা কাটা ঠোঁটের মতো বিকৃতি তৈরি হতে পারে। বিদ্যমান বাদুড় প্রজাতির প্রায় অর্ধেকের তালু কাটা। ধারণা করা হয়, এটি বাদুড়ের প্রতিধ্বনি তৈরি করে পথ খুঁজে নেওয়ার দক্ষতার সঙ্গে সম্পর্কিত।’
অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী চার্লস ফেইগিন বলেন, এ গবেষণার ফলাফল বাদুড়ের ওড়ার জন্য প্রয়োজনীয় ঝিল্লি গঠনে ত্বকের স্তরগুলো কীভাবে একীভূত হয়, তা বোঝার জন্য গুরুত্বপূর্ণ। এই একীভবন বাদুড়ের ডানাকে দীর্ঘ পথ ওড়ার জন্য সক্ষম করে তোলে।
একইভাবে, বিবর্তনের শুরুর দিকে উড়তে পারা অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর ডানার ঝিল্লির টিস্যু যথেষ্ট শক্তিশালী না হওয়ায় তারা দীর্ঘ দূরত্বে উড়তে পারেনি। বিজ্ঞানীরা বলছেন, ওই বিশেষ জিনের বিবর্তনের কারণেই শেষ পর্যন্ত বাদুড় উঁচু আকাশে উড়তে সক্ষম হয়েছে এবং প্রজাতি রক্ষা করতে পেরেছে।
বাদুড়ের এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, যা অন্য কোনো স্তন্যপায়ী প্রাণীর নেই। তা হলো এর প্যাটাজিয়াম নামক বিশেষ ঝিল্লি দিয়ে তৈরি ডানা। এ ঝিল্লি বাদুড়ের দেহের সঙ্গে এর আঙুল ও অন্যান্য প্রত্যঙ্গ যুক্ত রাখে।
বাদুড়ের ভ্রূণের ওপর একটি গবেষণা প্রতিবেদন বিজ্ঞানভিত্তিক সাময়িকী বিএমসি বায়োলজিতে প্রকাশিত হয়েছে। এ গবেষণা প্রতিবেদন অনুসারে, একসময় শুধুই স্থলচর ছিল বাদুড়। বিবর্তনের একপর্যায়ে এরা ওড়ার ক্ষমতা অর্জন করে। বাদুড়ের এ বিবর্তনে মানুষের ক্ষতিকর মিউটেশনের জন্য দায়ী জিন জড়িত বলে গবেষণায় উঠে এসেছে।
অবশ্য এ তত্ত্ব প্রমাণ করার জন্য জীবাশ্মবিজ্ঞানীদের প্রথম দিককার ওড়ার ক্ষমতাসম্পন্ন বাদুড়ের জীবাশ্ম সংগ্রহ করতে হবে। ওড়ার ক্ষমতাসম্পন্ন প্রাচীনতম বাদুড় প্রজাতির রূপান্তর দেখাতে পারে এমন জীবাশ্ম এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেননি। তবে বর্তমান বাদুড়ের ভ্রূণ বিকাশের মধ্যে প্রাচীন এ পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়।
গবেষণা প্রতিবেদনটির প্রধান লেখক যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী ক্যারেন সিয়ার্স বলেন, বাদুড়ের ডানা হলো বিবর্তনের ফলে পাওয়া পরিবর্তিত এবং নতুন (উদ্ভূত) বেশ কয়েকটি শারীরিক উপাদানের সংমিশ্রণ। এর মধ্যে যে উপাদানটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো, প্লাজিওপ্যাটাজিয়াম। এটি একটি বিশেষ ধরনের প্যাটাজিয়াম টিস্যু, যা দেহের পার্শ্ববর্তী অংশকে হাত ও পায়ের সঙ্গে যুক্ত করে।
ক্যারেন সিয়ার্স বলেন, বিভিন্ন প্রজাতির বাদুড়ের মধ্যে টিস্যুটি বিভিন্ন আকৃতি ধারণ করে। খাদ্য হিসেবে ফলের ওপর নির্ভরশীল প্রজাতির মধ্যে এ টিস্যু বেশ প্রশস্ত হয় এবং পতঙ্গ শিকারি বাদুড়ের মধ্যে এটি সংকুচিত রূপে থাকে।
আকৃতির এ ভিন্নতা বিবর্তনের কারণে আসে, নাকি পূর্বপুরুষের ডানা থেকে বংশানুক্রমে আসে, তা জানতে সিয়ার্স ও তাঁর সহকর্মীরা বিভিন্ন জাতের বাদুড়ের ভ্রূণ ও এ টিস্যু বিকাশে দায়ী জিন নিয়ে গবেষণা করেন।
গবেষকেরা বলেন, বিকাশের সময় প্লাজিওপ্যাটাজিয়াম ভ্রূণদেহের পার্শ্ববর্তী অংশ থেকে উৎপন্ন হয়ে অন্যান্য অঙ্গের সঙ্গে মিলিত হয়। বাদুড়ের সব প্রজাতির মধ্যেই এ বিন্যাস লক্ষ করা যায়, যার কারণে এদের আদি পুরুষ অভিন্ন বলে ধারণা করা হচ্ছে। রিপকে ৪ নামের একটি জিনের মিউটেশনের কারণে এ পরিবর্তন ঘটেছে বলে ধারণা বিজ্ঞানীদের।
সিয়ার্স বলেন, ‘বিবর্তন মূলত অনিশ্চিত। বিবর্তনীয় বিকাশের ফল কী দাঁড়াবে, সেটি আগে থেকে অনুমান করা যায় না। মানুষ ও গবেষণাগারের ইঁদুরের মধ্যে রিপকে ৪ জিনের মিউটেশন ত্বককে রূপান্তর করে প্যাটাজিয়ামের মতো আকৃতি দেয় বা কাটা ঠোঁটের মতো বিকৃতি তৈরি হতে পারে। বিদ্যমান বাদুড় প্রজাতির প্রায় অর্ধেকের তালু কাটা। ধারণা করা হয়, এটি বাদুড়ের প্রতিধ্বনি তৈরি করে পথ খুঁজে নেওয়ার দক্ষতার সঙ্গে সম্পর্কিত।’
অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী চার্লস ফেইগিন বলেন, এ গবেষণার ফলাফল বাদুড়ের ওড়ার জন্য প্রয়োজনীয় ঝিল্লি গঠনে ত্বকের স্তরগুলো কীভাবে একীভূত হয়, তা বোঝার জন্য গুরুত্বপূর্ণ। এই একীভবন বাদুড়ের ডানাকে দীর্ঘ পথ ওড়ার জন্য সক্ষম করে তোলে।
একইভাবে, বিবর্তনের শুরুর দিকে উড়তে পারা অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর ডানার ঝিল্লির টিস্যু যথেষ্ট শক্তিশালী না হওয়ায় তারা দীর্ঘ দূরত্বে উড়তে পারেনি। বিজ্ঞানীরা বলছেন, ওই বিশেষ জিনের বিবর্তনের কারণেই শেষ পর্যন্ত বাদুড় উঁচু আকাশে উড়তে সক্ষম হয়েছে এবং প্রজাতি রক্ষা করতে পেরেছে।
বিজ্ঞানীরা বলছেন, জিপিএসের সাহায্য ছাড়াই এআই ব্যবহারের মাধ্যমে ব্যাকটেরিয়া থেকে কোনো ব্যক্তির সাম্প্রতিক অবস্থান চিহ্নিত করা যাবে।
২ দিন আগেটয়লেটে ফোন নিয়ে যাওয়ার অভ্যাস আছে অনেকেরই। এমনও হতে আপনি হয়তো টয়লেটে বসেই মোবাইলে লেখাটি পড়ছেন। শৌচাগারে যে কাজটি ৩ মিনিটে করা সম্ভব সেটি কিছু পড়া, স্ক্রল এবং পোস্ট করে অন্তত ১৫ মিনিট পার করে দিচ্ছেন অনায়াসে। আপাতদৃষ্টিতে এটি সময় কাটানোর নির্দোষ উপায় মনে হলেও চিকিৎসকেরা বলছেন, এটি আপনার স্বাস্থ্যের
২ দিন আগেসৌরজগতের সপ্তম গ্রহ ইউরেনাস ও এর পাঁচটি চাঁদ সম্পর্কে নতুন তথ্য জানাল বিজ্ঞানীরা। এই গ্রহ ও এর চাঁদগুলো একেবারে নিষ্প্রাণ নয়, বরং ইউরেনাসের চাঁদগুলোতে সমুদ্র থাকতে পারে। ফলে চাঁদগুলোয় জীবন ধারণের উপযোগী পরিবেশ থাকতে পারে। নতুন এক গবেষণায় এমন সম্ভাবনার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা।
৩ দিন আগেসৌরজগৎ থেকে ৪ হাজার আলোকবর্ষ দূরে পৃথিবীর মতো একটি গ্রহ আবিষ্কার করেছেন একদল জ্যোতির্বিজ্ঞানী। এই পাথুরে গ্রহটির ভর পৃথিবীর মতোই এবং এটি শ্বেতবামন তারার চারপাশে আবর্তিত হচ্ছ। সাজেটেরিয়াস নক্ষত্রমণ্ডলীতে এই তারাটি অবস্থিত।
৫ দিন আগে