অনলাইন ডেস্ক
ঢাকা: মেক্সিকোতে ৭২০ কোটি বছর পুরনো ডাইনোসরের জীবাশ্ম হাড়ের সন্ধান মিলেছে । গত বৃহস্পতিবার মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অব এনথ্রোপলজি এন্ড হিস্টরি-এর (আইএনএএইচ) পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
মেক্সিকোর সরকারি এই দপ্তরটি জানায়, নতুন এই প্রজাতির নাম টোলোফাস গ্যালোরাম। এদের মাথায় ছিলো হাড়ের তৈরি একধরনের ঝুঁটি। এখন পর্যন্ত ডাইনোসরটির ৮০ শতাংশ হাড় উদ্ধার করা গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালে উত্তর-মধ্যাঞ্চলীয় মেক্সিকোর কোহুইলা রাজ্যে অনুসন্ধান শুরু করে মেক্সিকোর গবেষকরা। ওই দলের সঙ্গে মেক্সিকোর ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটির গবেষকরাও যুক্ত হন। এর আগে মেক্সিকোর ওই রাজ্য থেকে একাধিক ডাইনোসরের সন্ধান মিলেছিল।
এই আবিষ্কারের সাথে জড়িত বিজ্ঞানী আলেজান্দ্রো রামারেজ বলেন, লেজ উদ্ধারের পর থেকে আমরা খুঁড়তে শুরু করি। বিস্ময়কর ব্যাপার হল এরপর থেকে আমরা ডাইনোসরটির হারগোড় পেতে শুরু করি। বিজ্ঞানীরা ওই হাড় সংগ্রহের পর পরিষ্কার করে বিশ্লেষণ শুরু করেন।
আইএনএএইচ-এর পক্ষ থেকে বলা হয়, ডাইনোসরটির মাথার এক দশমিক ৩২ মিটার দীর্ঘ ঝুঁটিটি পেয়ে যান বিজ্ঞানীরা। এছাড়া তাঁদের কাছে ডাইনোসরটির নিম্ন এবং উপরের চোয়াল, তালু এবং মাথার হাড়ের অংশ ছিল।
কেন এই ডাইনোসরের নাম টোলোফাস গ্যালোরাম রাখা হয়েছে সেই ব্যাখ্যাও দিয়েছেন মেক্সিকোর বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, টোলোফাস দুটি শব্দের সমন্বয়ে গঠিত । এটি মেক্সিকোর নাহুয়াতলের আদিবাসীদের ভাষা থেকে নেওয়া। এর অর্থ হল ঝুঁটি। আর গ্যালোরাম তাঁদেরকে বুঝানো হয়েছে যারা এই গবেষণাটি করেছেন।
ঢাকা: মেক্সিকোতে ৭২০ কোটি বছর পুরনো ডাইনোসরের জীবাশ্ম হাড়ের সন্ধান মিলেছে । গত বৃহস্পতিবার মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অব এনথ্রোপলজি এন্ড হিস্টরি-এর (আইএনএএইচ) পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
মেক্সিকোর সরকারি এই দপ্তরটি জানায়, নতুন এই প্রজাতির নাম টোলোফাস গ্যালোরাম। এদের মাথায় ছিলো হাড়ের তৈরি একধরনের ঝুঁটি। এখন পর্যন্ত ডাইনোসরটির ৮০ শতাংশ হাড় উদ্ধার করা গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালে উত্তর-মধ্যাঞ্চলীয় মেক্সিকোর কোহুইলা রাজ্যে অনুসন্ধান শুরু করে মেক্সিকোর গবেষকরা। ওই দলের সঙ্গে মেক্সিকোর ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটির গবেষকরাও যুক্ত হন। এর আগে মেক্সিকোর ওই রাজ্য থেকে একাধিক ডাইনোসরের সন্ধান মিলেছিল।
এই আবিষ্কারের সাথে জড়িত বিজ্ঞানী আলেজান্দ্রো রামারেজ বলেন, লেজ উদ্ধারের পর থেকে আমরা খুঁড়তে শুরু করি। বিস্ময়কর ব্যাপার হল এরপর থেকে আমরা ডাইনোসরটির হারগোড় পেতে শুরু করি। বিজ্ঞানীরা ওই হাড় সংগ্রহের পর পরিষ্কার করে বিশ্লেষণ শুরু করেন।
আইএনএএইচ-এর পক্ষ থেকে বলা হয়, ডাইনোসরটির মাথার এক দশমিক ৩২ মিটার দীর্ঘ ঝুঁটিটি পেয়ে যান বিজ্ঞানীরা। এছাড়া তাঁদের কাছে ডাইনোসরটির নিম্ন এবং উপরের চোয়াল, তালু এবং মাথার হাড়ের অংশ ছিল।
কেন এই ডাইনোসরের নাম টোলোফাস গ্যালোরাম রাখা হয়েছে সেই ব্যাখ্যাও দিয়েছেন মেক্সিকোর বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, টোলোফাস দুটি শব্দের সমন্বয়ে গঠিত । এটি মেক্সিকোর নাহুয়াতলের আদিবাসীদের ভাষা থেকে নেওয়া। এর অর্থ হল ঝুঁটি। আর গ্যালোরাম তাঁদেরকে বুঝানো হয়েছে যারা এই গবেষণাটি করেছেন।
বিজ্ঞানীরা বলছেন, জিপিএসের সাহায্য ছাড়াই এআই ব্যবহারের মাধ্যমে ব্যাকটেরিয়া থেকে কোনো ব্যক্তির সাম্প্রতিক অবস্থান চিহ্নিত করা যাবে।
২ দিন আগেটয়লেটে ফোন নিয়ে যাওয়ার অভ্যাস আছে অনেকেরই। এমনও হতে আপনি হয়তো টয়লেটে বসেই মোবাইলে লেখাটি পড়ছেন। শৌচাগারে যে কাজটি ৩ মিনিটে করা সম্ভব সেটি কিছু পড়া, স্ক্রল এবং পোস্ট করে অন্তত ১৫ মিনিট পার করে দিচ্ছেন অনায়াসে। আপাতদৃষ্টিতে এটি সময় কাটানোর নির্দোষ উপায় মনে হলেও চিকিৎসকেরা বলছেন, এটি আপনার স্বাস্থ্যের
২ দিন আগেসৌরজগতের সপ্তম গ্রহ ইউরেনাস ও এর পাঁচটি চাঁদ সম্পর্কে নতুন তথ্য জানাল বিজ্ঞানীরা। এই গ্রহ ও এর চাঁদগুলো একেবারে নিষ্প্রাণ নয়, বরং ইউরেনাসের চাঁদগুলোতে সমুদ্র থাকতে পারে। ফলে চাঁদগুলোয় জীবন ধারণের উপযোগী পরিবেশ থাকতে পারে। নতুন এক গবেষণায় এমন সম্ভাবনার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা।
৪ দিন আগেসৌরজগৎ থেকে ৪ হাজার আলোকবর্ষ দূরে পৃথিবীর মতো একটি গ্রহ আবিষ্কার করেছেন একদল জ্যোতির্বিজ্ঞানী। এই পাথুরে গ্রহটির ভর পৃথিবীর মতোই এবং এটি শ্বেতবামন তারার চারপাশে আবর্তিত হচ্ছ। সাজেটেরিয়াস নক্ষত্রমণ্ডলীতে এই তারাটি অবস্থিত।
৬ দিন আগে