অনলাইন ডেস্ক
২০২০ সালে পৃথিবীতে করোনা মহামারি দেখা দেওয়ার পর অনেকেই মুখে মাস্ক পরতে শুরু করেছিলেন। তবে যাঁরা নিজেদের সুন্দর মনে করেন, তাঁদের মাস্ক পরায় আগ্রহ কম। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
ফ্রন্টিয়ার্স অব সাইকোলজি জার্নালের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনপিআর জানিয়েছে, ১ হাজার ৩০ জন মানুষের ওপর জরিপ চালিয়ে গবেষকেরা এ সিদ্ধান্তে পৌঁছান। গবেষকেরা জরিপে অংশগ্রহণকারীদের জিজ্ঞাসা করেছিলেন, তাঁরা নিজেদের কতটা আকর্ষণীয় বা সুন্দর মনে করেন, তাঁরা মাস্ক পরতে আগ্রহী কি না, কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে যেমন চাকরির ইন্টারভিউয়ের সময় কিংবা রাস্তায় কুকুর নিয়ে হাঁটার সময় তাঁরা মাস্ক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কি না।
এসব প্রশ্নের উত্তর বিশ্লেষণ করে গবেষকেরা জানতে পেরেছেন, যারা নিজেদের দেখতে সুন্দর ও আকর্ষণীয় মনে করেন, তাঁরা মাস্ক পরতে চান না। তাঁরা মনে করেন, মাস্ক পরলে তাঁদের কম সুন্দর দেখাবে। অন্যদিকে যারা নিজেদের কম আকর্ষণীয় ও কম সুন্দর মনে করেন, তারা মাস্ক পরতে বেশি আগ্রহী।
এনপিআর জানিয়েছে, এ বছরের জানুয়ারির শেষের দিকে ফ্রন্টিয়ার্স অব সাইকোলজি জার্নালে এ গবেষণার ফলাফল প্রকাশিত হয়। ওই জার্নালের গবেষণা প্রবন্ধে বলা হয়েছে, নিজেদের দেখতে সুন্দর মনে করা গোষ্ঠী বলেছেন, তাঁরা চাকরির ইন্টারভিউয়ের সময়েও মাস্ক পরতে চান না। অন্যদিকে নিজেদের কম সুন্দর মনে করা গোষ্ঠী বলেছেন, তাঁরা বিশেষ পরিস্থিতিতে (ইন্টারভিউয়ের সময়) মাস্ক পরতে চান।
কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির তিন গবেষক সেউং ইউন চা, জাইল কু ও ইনচেওল চোই এ গবেষণা চালিয়েছেন। তাঁরা বলেছেন, গবেষণা থেকে আমরা বুঝতে পেরেছি, করোনার হাত থেকে বাঁচতে মানুষ মাস্ক পরা শুরু করলেও করোনা-পরবর্তী সময়ে অনেকেই মাস্ক পরছেন না। বিশেষ করে যাঁরা নিজেদের দেখতে সুন্দর মনে করেন, তাঁদের মাস্ক পরায় আগ্রহ কম।
২০২০ সালে পৃথিবীতে করোনা মহামারি দেখা দেওয়ার পর অনেকেই মুখে মাস্ক পরতে শুরু করেছিলেন। তবে যাঁরা নিজেদের সুন্দর মনে করেন, তাঁদের মাস্ক পরায় আগ্রহ কম। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
ফ্রন্টিয়ার্স অব সাইকোলজি জার্নালের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনপিআর জানিয়েছে, ১ হাজার ৩০ জন মানুষের ওপর জরিপ চালিয়ে গবেষকেরা এ সিদ্ধান্তে পৌঁছান। গবেষকেরা জরিপে অংশগ্রহণকারীদের জিজ্ঞাসা করেছিলেন, তাঁরা নিজেদের কতটা আকর্ষণীয় বা সুন্দর মনে করেন, তাঁরা মাস্ক পরতে আগ্রহী কি না, কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে যেমন চাকরির ইন্টারভিউয়ের সময় কিংবা রাস্তায় কুকুর নিয়ে হাঁটার সময় তাঁরা মাস্ক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কি না।
এসব প্রশ্নের উত্তর বিশ্লেষণ করে গবেষকেরা জানতে পেরেছেন, যারা নিজেদের দেখতে সুন্দর ও আকর্ষণীয় মনে করেন, তাঁরা মাস্ক পরতে চান না। তাঁরা মনে করেন, মাস্ক পরলে তাঁদের কম সুন্দর দেখাবে। অন্যদিকে যারা নিজেদের কম আকর্ষণীয় ও কম সুন্দর মনে করেন, তারা মাস্ক পরতে বেশি আগ্রহী।
এনপিআর জানিয়েছে, এ বছরের জানুয়ারির শেষের দিকে ফ্রন্টিয়ার্স অব সাইকোলজি জার্নালে এ গবেষণার ফলাফল প্রকাশিত হয়। ওই জার্নালের গবেষণা প্রবন্ধে বলা হয়েছে, নিজেদের দেখতে সুন্দর মনে করা গোষ্ঠী বলেছেন, তাঁরা চাকরির ইন্টারভিউয়ের সময়েও মাস্ক পরতে চান না। অন্যদিকে নিজেদের কম সুন্দর মনে করা গোষ্ঠী বলেছেন, তাঁরা বিশেষ পরিস্থিতিতে (ইন্টারভিউয়ের সময়) মাস্ক পরতে চান।
কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির তিন গবেষক সেউং ইউন চা, জাইল কু ও ইনচেওল চোই এ গবেষণা চালিয়েছেন। তাঁরা বলেছেন, গবেষণা থেকে আমরা বুঝতে পেরেছি, করোনার হাত থেকে বাঁচতে মানুষ মাস্ক পরা শুরু করলেও করোনা-পরবর্তী সময়ে অনেকেই মাস্ক পরছেন না। বিশেষ করে যাঁরা নিজেদের দেখতে সুন্দর মনে করেন, তাঁদের মাস্ক পরায় আগ্রহ কম।
বিজ্ঞানীরা বলছেন, জিপিএসের সাহায্য ছাড়াই এআই ব্যবহারের মাধ্যমে ব্যাকটেরিয়া থেকে কোনো ব্যক্তির সাম্প্রতিক অবস্থান চিহ্নিত করা যাবে।
২ দিন আগেটয়লেটে ফোন নিয়ে যাওয়ার অভ্যাস আছে অনেকেরই। এমনও হতে আপনি হয়তো টয়লেটে বসেই মোবাইলে লেখাটি পড়ছেন। শৌচাগারে যে কাজটি ৩ মিনিটে করা সম্ভব সেটি কিছু পড়া, স্ক্রল এবং পোস্ট করে অন্তত ১৫ মিনিট পার করে দিচ্ছেন অনায়াসে। আপাতদৃষ্টিতে এটি সময় কাটানোর নির্দোষ উপায় মনে হলেও চিকিৎসকেরা বলছেন, এটি আপনার স্বাস্থ্যের
২ দিন আগেসৌরজগতের সপ্তম গ্রহ ইউরেনাস ও এর পাঁচটি চাঁদ সম্পর্কে নতুন তথ্য জানাল বিজ্ঞানীরা। এই গ্রহ ও এর চাঁদগুলো একেবারে নিষ্প্রাণ নয়, বরং ইউরেনাসের চাঁদগুলোতে সমুদ্র থাকতে পারে। ফলে চাঁদগুলোয় জীবন ধারণের উপযোগী পরিবেশ থাকতে পারে। নতুন এক গবেষণায় এমন সম্ভাবনার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা।
৩ দিন আগেসৌরজগৎ থেকে ৪ হাজার আলোকবর্ষ দূরে পৃথিবীর মতো একটি গ্রহ আবিষ্কার করেছেন একদল জ্যোতির্বিজ্ঞানী। এই পাথুরে গ্রহটির ভর পৃথিবীর মতোই এবং এটি শ্বেতবামন তারার চারপাশে আবর্তিত হচ্ছ। সাজেটেরিয়াস নক্ষত্রমণ্ডলীতে এই তারাটি অবস্থিত।
৫ দিন আগে