অনলাইন ডেস্ক
লোহাও হজম করতে পারে মানুষ—এটা কিন্তু শুধু কথার কথা নয়! সত্যিই মানুষের পাকস্থলী এমন। আস্ত ধারালো ব্লেড গিলে ফেললেও অনায়াসে হজম করে ফেলতে সক্ষম মানুষ। পাকস্থলীতে প্রবেশের একটি নির্দিষ্ট সময় পরই ব্লেডটি দ্রবীভূত হয়ে যাবে। কিন্তু কীভাবে?
তরল পদার্থে অ্যাসিড ও ক্ষার পরিমাপের একক হলো ‘পিএইচ’। এর মান শূন্য থেকে ১৪ পর্যন্ত। মান যদি ৭ হয় তাহলে এর অর্থ দাঁড়ায়—তরল পদার্থটি নিরপেক্ষ বা সাধারণ পানি। পিএইচ মান ৭-এর যত নিচে হবে, তরলটি ততই শক্তিশালী অ্যাসিড। তবে মান যদি ৮ থেকে ১৪ পর্যন্ত হয়, তাহলে তরল পদার্থটি ক্ষারীয়।
মানুষের পাকস্থলীতে খাদ্য পরিপাকের সময় প্রচুর পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিডও নিংসৃত হয়। পাকস্থলীতে খাদ্য আসার পর প্রাচীরের গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে এই অ্যাসিড নিঃসৃত হয় যা জীবাণু ধ্বংস করে এবং নিষ্ক্রিয় পেপসিনোজেন এনজাইমকে সক্রিয় পেপসিনে পরিণত করে। এই অ্যাসিডের পিএইচ মান সাধারণত ১ থেকে ২ এর মধ্যে থাকে। অর্থাৎ, অত্যন্ত শক্তিশালী অ্যাসিড।
চিকিৎসাবিষয়ক সাময়িকী গ্যাস্ট্রোইনটেস্টাইনাল এন্ডোস্কোপিতে প্রকাশিত একটি গবেষণাপত্রে বিজ্ঞানীরা জানান, একটি ধারালো ব্লেড পাকস্থলীর অ্যাসিডে নিমজ্জিত হওয়ার দুই ঘণ্টা পরে সম্পূর্ণ দ্রবীভূত হয়ে যায়।
লোহাও হজম করতে পারে মানুষ—এটা কিন্তু শুধু কথার কথা নয়! সত্যিই মানুষের পাকস্থলী এমন। আস্ত ধারালো ব্লেড গিলে ফেললেও অনায়াসে হজম করে ফেলতে সক্ষম মানুষ। পাকস্থলীতে প্রবেশের একটি নির্দিষ্ট সময় পরই ব্লেডটি দ্রবীভূত হয়ে যাবে। কিন্তু কীভাবে?
তরল পদার্থে অ্যাসিড ও ক্ষার পরিমাপের একক হলো ‘পিএইচ’। এর মান শূন্য থেকে ১৪ পর্যন্ত। মান যদি ৭ হয় তাহলে এর অর্থ দাঁড়ায়—তরল পদার্থটি নিরপেক্ষ বা সাধারণ পানি। পিএইচ মান ৭-এর যত নিচে হবে, তরলটি ততই শক্তিশালী অ্যাসিড। তবে মান যদি ৮ থেকে ১৪ পর্যন্ত হয়, তাহলে তরল পদার্থটি ক্ষারীয়।
মানুষের পাকস্থলীতে খাদ্য পরিপাকের সময় প্রচুর পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিডও নিংসৃত হয়। পাকস্থলীতে খাদ্য আসার পর প্রাচীরের গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে এই অ্যাসিড নিঃসৃত হয় যা জীবাণু ধ্বংস করে এবং নিষ্ক্রিয় পেপসিনোজেন এনজাইমকে সক্রিয় পেপসিনে পরিণত করে। এই অ্যাসিডের পিএইচ মান সাধারণত ১ থেকে ২ এর মধ্যে থাকে। অর্থাৎ, অত্যন্ত শক্তিশালী অ্যাসিড।
চিকিৎসাবিষয়ক সাময়িকী গ্যাস্ট্রোইনটেস্টাইনাল এন্ডোস্কোপিতে প্রকাশিত একটি গবেষণাপত্রে বিজ্ঞানীরা জানান, একটি ধারালো ব্লেড পাকস্থলীর অ্যাসিডে নিমজ্জিত হওয়ার দুই ঘণ্টা পরে সম্পূর্ণ দ্রবীভূত হয়ে যায়।
বিজ্ঞানীরা বলছেন, জিপিএসের সাহায্য ছাড়াই এআই ব্যবহারের মাধ্যমে ব্যাকটেরিয়া থেকে কোনো ব্যক্তির সাম্প্রতিক অবস্থান চিহ্নিত করা যাবে।
২ দিন আগেটয়লেটে ফোন নিয়ে যাওয়ার অভ্যাস আছে অনেকেরই। এমনও হতে আপনি হয়তো টয়লেটে বসেই মোবাইলে লেখাটি পড়ছেন। শৌচাগারে যে কাজটি ৩ মিনিটে করা সম্ভব সেটি কিছু পড়া, স্ক্রল এবং পোস্ট করে অন্তত ১৫ মিনিট পার করে দিচ্ছেন অনায়াসে। আপাতদৃষ্টিতে এটি সময় কাটানোর নির্দোষ উপায় মনে হলেও চিকিৎসকেরা বলছেন, এটি আপনার স্বাস্থ্যের
৩ দিন আগেসৌরজগতের সপ্তম গ্রহ ইউরেনাস ও এর পাঁচটি চাঁদ সম্পর্কে নতুন তথ্য জানাল বিজ্ঞানীরা। এই গ্রহ ও এর চাঁদগুলো একেবারে নিষ্প্রাণ নয়, বরং ইউরেনাসের চাঁদগুলোতে সমুদ্র থাকতে পারে। ফলে চাঁদগুলোয় জীবন ধারণের উপযোগী পরিবেশ থাকতে পারে। নতুন এক গবেষণায় এমন সম্ভাবনার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা।
৪ দিন আগেসৌরজগৎ থেকে ৪ হাজার আলোকবর্ষ দূরে পৃথিবীর মতো একটি গ্রহ আবিষ্কার করেছেন একদল জ্যোতির্বিজ্ঞানী। এই পাথুরে গ্রহটির ভর পৃথিবীর মতোই এবং এটি শ্বেতবামন তারার চারপাশে আবর্তিত হচ্ছ। সাজেটেরিয়াস নক্ষত্রমণ্ডলীতে এই তারাটি অবস্থিত।
৬ দিন আগে