অনলাইন ডেস্ক
এত দিন পর্যন্ত সৌরজগতে বৃহস্পতির উপগ্রহ সংখ্যা সর্বাধিক ছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিজ্ঞানীরা নতুন তথ্য দিয়েছিলেন যে, বৃহস্পতির উপগ্রহ সংখ্যা ৯৫ টি। আর উপগ্রহের সংখ্যার দিক থেকে প্রথম এটি। তবে শনির ৬২টি নতুন উপগ্রহ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। শনির মোট উপগ্রহের সংখ্যা এখন ১৪৫টি। ফলে বর্তমানে সর্বাধিক সংখ্যক উপগ্রহ রয়েছে শনির।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন জানিয়েছে, সৌরজগতে বর্তমানে শনি গ্রহের সবচেয়ে বেশি সংখ্যক উপগ্রহ রয়েছে। এর আগে, ফেব্রুয়ারিতে বৃহস্পতির চারপাশে ১২ টি নতুন উপগ্রহ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানীরা। তখন এটির উপগ্রহের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯৫তে।
ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী অধ্যাপক ড. ব্রেট গ্ল্যাডম্যান বলেন, শিগগিরই উপগ্রহগুলোর নামকরণ করা হবে। যেমন গ্যালিক, নর্স ইত্যাদি। এ ছাড়া, কিছু উপগ্রহ কানাডার ইনুইট দেবতার নামে নামকরণ করা হবে। এর জন্য ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন কাজ করছে।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, যদি বৃহস্পতি গ্রহের চারপাশে ভবিষ্যতে আরও উপগ্রহ আবিষ্কৃত হয়, তবে হতে পারে সেই সংখ্যা শনির কাছাকাছি পৌঁছে যাবে। ব্রেট বলেন, ‘বর্তমানে শনি গ্রহের বৃহস্পতির চেয়ে তিনগুণ বেশি উপগ্রহ রয়েছে। কিন্তু সবগুলো এখনো গণনা করা যায়নি। গণনা শেষ হলে শনির উপগ্রহের সংখ্যা আরও বাড়বে।
এত দিন পর্যন্ত সৌরজগতে বৃহস্পতির উপগ্রহ সংখ্যা সর্বাধিক ছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিজ্ঞানীরা নতুন তথ্য দিয়েছিলেন যে, বৃহস্পতির উপগ্রহ সংখ্যা ৯৫ টি। আর উপগ্রহের সংখ্যার দিক থেকে প্রথম এটি। তবে শনির ৬২টি নতুন উপগ্রহ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। শনির মোট উপগ্রহের সংখ্যা এখন ১৪৫টি। ফলে বর্তমানে সর্বাধিক সংখ্যক উপগ্রহ রয়েছে শনির।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন জানিয়েছে, সৌরজগতে বর্তমানে শনি গ্রহের সবচেয়ে বেশি সংখ্যক উপগ্রহ রয়েছে। এর আগে, ফেব্রুয়ারিতে বৃহস্পতির চারপাশে ১২ টি নতুন উপগ্রহ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানীরা। তখন এটির উপগ্রহের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯৫তে।
ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী অধ্যাপক ড. ব্রেট গ্ল্যাডম্যান বলেন, শিগগিরই উপগ্রহগুলোর নামকরণ করা হবে। যেমন গ্যালিক, নর্স ইত্যাদি। এ ছাড়া, কিছু উপগ্রহ কানাডার ইনুইট দেবতার নামে নামকরণ করা হবে। এর জন্য ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন কাজ করছে।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, যদি বৃহস্পতি গ্রহের চারপাশে ভবিষ্যতে আরও উপগ্রহ আবিষ্কৃত হয়, তবে হতে পারে সেই সংখ্যা শনির কাছাকাছি পৌঁছে যাবে। ব্রেট বলেন, ‘বর্তমানে শনি গ্রহের বৃহস্পতির চেয়ে তিনগুণ বেশি উপগ্রহ রয়েছে। কিন্তু সবগুলো এখনো গণনা করা যায়নি। গণনা শেষ হলে শনির উপগ্রহের সংখ্যা আরও বাড়বে।
বিজ্ঞানীরা বলছেন, জিপিএসের সাহায্য ছাড়াই এআই ব্যবহারের মাধ্যমে ব্যাকটেরিয়া থেকে কোনো ব্যক্তির সাম্প্রতিক অবস্থান চিহ্নিত করা যাবে।
২ দিন আগেটয়লেটে ফোন নিয়ে যাওয়ার অভ্যাস আছে অনেকেরই। এমনও হতে আপনি হয়তো টয়লেটে বসেই মোবাইলে লেখাটি পড়ছেন। শৌচাগারে যে কাজটি ৩ মিনিটে করা সম্ভব সেটি কিছু পড়া, স্ক্রল এবং পোস্ট করে অন্তত ১৫ মিনিট পার করে দিচ্ছেন অনায়াসে। আপাতদৃষ্টিতে এটি সময় কাটানোর নির্দোষ উপায় মনে হলেও চিকিৎসকেরা বলছেন, এটি আপনার স্বাস্থ্যের
২ দিন আগেসৌরজগতের সপ্তম গ্রহ ইউরেনাস ও এর পাঁচটি চাঁদ সম্পর্কে নতুন তথ্য জানাল বিজ্ঞানীরা। এই গ্রহ ও এর চাঁদগুলো একেবারে নিষ্প্রাণ নয়, বরং ইউরেনাসের চাঁদগুলোতে সমুদ্র থাকতে পারে। ফলে চাঁদগুলোয় জীবন ধারণের উপযোগী পরিবেশ থাকতে পারে। নতুন এক গবেষণায় এমন সম্ভাবনার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা।
৪ দিন আগেসৌরজগৎ থেকে ৪ হাজার আলোকবর্ষ দূরে পৃথিবীর মতো একটি গ্রহ আবিষ্কার করেছেন একদল জ্যোতির্বিজ্ঞানী। এই পাথুরে গ্রহটির ভর পৃথিবীর মতোই এবং এটি শ্বেতবামন তারার চারপাশে আবর্তিত হচ্ছ। সাজেটেরিয়াস নক্ষত্রমণ্ডলীতে এই তারাটি অবস্থিত।
৬ দিন আগে