প্রযুক্তি ডেস্ক
দীর্ঘ প্রতীক্ষার পরেও শেষ পর্যন্ত স্থগিত হলো স্টারশিপের উৎক্ষেপণ। বুস্টার প্রেশারাইজেশন জটিলতায় শেষ পর্যন্ত আর উৎক্ষেপণ করা হয়নি স্পেসএক্সের বানানো ইতিহাসের বৃহত্তম ও শক্তিশালী রকেট ‘স্টারশিপ’। রকেটটির উচ্চতা ৩৯৪ ফুট বা ১২০ মিটার।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, টেক্সাসের বোকা চিকা থেকে স্থানীয় সময় সকাল ৯টায় উৎক্ষেপণের কথা ছিল এটির। মহাকাশযানটিতে ৩৩টি শক্তিশালী র্যাপ্টর ইঞ্জিন রয়েছে। সব ঠিক থাকলে ২০২৫ সালের মধ্য নাসার তিন নভোচারী নিয়ে এটি চাঁদের উদ্দেশে যাত্রা করবে।
মাস্ক অবশ্য আগেই সবাইকে নতুন এই রকেটের উৎক্ষেপণ নিয়ে প্রত্যাশা কমাতে বলেছিলেন। কারণ, তিনি মনে করেন, নতুন এই রকেট শুরুতে কিছু ব্যর্থতার মুখোমুখি হতেই পারে।
মাস্ক বলেছিলেন, ‘এটি একটি অত্যন্ত জটিল, বিশালাকার রকেটের প্রথম উৎক্ষেপণ, তাই এটি শেষ পর্যন্ত উৎক্ষেপণে ব্যর্থও হতে পারে। আমরা বেশ সতর্কতা অবলম্বন করতে যাচ্ছি। আমরা যদি উদ্বেগজনক কিছু দেখি, তবে আমাদের উৎক্ষেপণ স্থগিত করব।
মাস্ক আরও বলেন, ‘যদি আমরা উৎক্ষেপণ করি, তাহলে লঞ্চ প্যাড যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, আমরা সে চেষ্টা করব।’ শিগগিরই আবারও উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা হবে স্টারশিপকে।
দীর্ঘ প্রতীক্ষার পরেও শেষ পর্যন্ত স্থগিত হলো স্টারশিপের উৎক্ষেপণ। বুস্টার প্রেশারাইজেশন জটিলতায় শেষ পর্যন্ত আর উৎক্ষেপণ করা হয়নি স্পেসএক্সের বানানো ইতিহাসের বৃহত্তম ও শক্তিশালী রকেট ‘স্টারশিপ’। রকেটটির উচ্চতা ৩৯৪ ফুট বা ১২০ মিটার।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, টেক্সাসের বোকা চিকা থেকে স্থানীয় সময় সকাল ৯টায় উৎক্ষেপণের কথা ছিল এটির। মহাকাশযানটিতে ৩৩টি শক্তিশালী র্যাপ্টর ইঞ্জিন রয়েছে। সব ঠিক থাকলে ২০২৫ সালের মধ্য নাসার তিন নভোচারী নিয়ে এটি চাঁদের উদ্দেশে যাত্রা করবে।
মাস্ক অবশ্য আগেই সবাইকে নতুন এই রকেটের উৎক্ষেপণ নিয়ে প্রত্যাশা কমাতে বলেছিলেন। কারণ, তিনি মনে করেন, নতুন এই রকেট শুরুতে কিছু ব্যর্থতার মুখোমুখি হতেই পারে।
মাস্ক বলেছিলেন, ‘এটি একটি অত্যন্ত জটিল, বিশালাকার রকেটের প্রথম উৎক্ষেপণ, তাই এটি শেষ পর্যন্ত উৎক্ষেপণে ব্যর্থও হতে পারে। আমরা বেশ সতর্কতা অবলম্বন করতে যাচ্ছি। আমরা যদি উদ্বেগজনক কিছু দেখি, তবে আমাদের উৎক্ষেপণ স্থগিত করব।
মাস্ক আরও বলেন, ‘যদি আমরা উৎক্ষেপণ করি, তাহলে লঞ্চ প্যাড যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, আমরা সে চেষ্টা করব।’ শিগগিরই আবারও উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা হবে স্টারশিপকে।
বিজ্ঞানীরা বলছেন, জিপিএসের সাহায্য ছাড়াই এআই ব্যবহারের মাধ্যমে ব্যাকটেরিয়া থেকে কোনো ব্যক্তির সাম্প্রতিক অবস্থান চিহ্নিত করা যাবে।
২ দিন আগেটয়লেটে ফোন নিয়ে যাওয়ার অভ্যাস আছে অনেকেরই। এমনও হতে আপনি হয়তো টয়লেটে বসেই মোবাইলে লেখাটি পড়ছেন। শৌচাগারে যে কাজটি ৩ মিনিটে করা সম্ভব সেটি কিছু পড়া, স্ক্রল এবং পোস্ট করে অন্তত ১৫ মিনিট পার করে দিচ্ছেন অনায়াসে। আপাতদৃষ্টিতে এটি সময় কাটানোর নির্দোষ উপায় মনে হলেও চিকিৎসকেরা বলছেন, এটি আপনার স্বাস্থ্যের
২ দিন আগেসৌরজগতের সপ্তম গ্রহ ইউরেনাস ও এর পাঁচটি চাঁদ সম্পর্কে নতুন তথ্য জানাল বিজ্ঞানীরা। এই গ্রহ ও এর চাঁদগুলো একেবারে নিষ্প্রাণ নয়, বরং ইউরেনাসের চাঁদগুলোতে সমুদ্র থাকতে পারে। ফলে চাঁদগুলোয় জীবন ধারণের উপযোগী পরিবেশ থাকতে পারে। নতুন এক গবেষণায় এমন সম্ভাবনার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা।
৩ দিন আগেসৌরজগৎ থেকে ৪ হাজার আলোকবর্ষ দূরে পৃথিবীর মতো একটি গ্রহ আবিষ্কার করেছেন একদল জ্যোতির্বিজ্ঞানী। এই পাথুরে গ্রহটির ভর পৃথিবীর মতোই এবং এটি শ্বেতবামন তারার চারপাশে আবর্তিত হচ্ছ। সাজেটেরিয়াস নক্ষত্রমণ্ডলীতে এই তারাটি অবস্থিত।
৫ দিন আগে