অনলাইন ডেস্ক
অ্যালার্জি, মশার কামড়, বসন্ত, হাম, ঘামাচি, খোস–পাঁচড়া, খুশকি ইত্যাদি কারণে ত্বক চুলকাতে পারে। চুলকানি উপেক্ষা করা কঠিন। ত্বক চুলকালে আরাম লাগার অনুভূতি হয়।
ত্বক চুলকানো একটি সহজাত প্রবৃত্তি হলেও এর পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যাটি কিছুটা জটিল। চুলকানিকে বৈজ্ঞানিক ভাষায় বলে প্রুরিটাস।
ত্বক চুলকানোর সময় এবং পরে আরাম লাগার পেছনে বিবর্তনীয় ও স্নায়বিক কারণ রয়েছে।
সাধারণভাবে চুলকানি হলো ত্বকে অস্বস্তিবোধ, যা আঁচড়ের আকাঙ্ক্ষাকে প্ররোচিত করে। জৈবিকভাবে এটি একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামূলক প্রক্রিয়া, যা ত্বকের সম্ভাব্য বিপদ যেমন: পোকামাকড়, পরজীবী বা বিরক্তিকর বিষয়ে সতর্ক করে। কোনো কিছু ত্বকে অস্বস্তি তৈরি করলে সেটি প্রুরিসেপ্টর নামক নির্দিষ্ট স্নায়ু প্রান্তগুলোকে উদ্দীপিত করে।
প্রিউরিসেপ্টরগুলো একবার সক্রিয় হয়ে গেলে প্রান্তীয় স্নায়ুগুলোর মাধ্যমে সুষুম্নাকাণ্ডে সংকেত পাঠায়, যা মস্তিষ্কে সেই সংকেত বহন করে। চুলকানির সংকেত মস্তিষ্কের সোমাটোসেন্সরি করটেক্স নামে একটি স্থানে পৌঁছায়, মস্তিষ্কের এ অংশ স্পর্শানুভূতি–সংক্রান্ত সংকেত প্রক্রিয়া করে। মজার বিষয় হলো, সংকেতটি স্মৃতি ও আবেগের জন্য দায়ী মস্তিষ্কের অন্যান্য স্থানেও পৌঁছায়। তাই চুলকানির অভিজ্ঞতা শারীরবৃত্তীয় থেকে অনেক বেশি মনস্তাত্ত্বিক হতে পারে।
যখন ত্বক চুলকানো হয়, তখন ক্রিয়াটি স্নায়ুতন্তুকে উদ্দীপিত করে। স্নায়ুতন্তু অন্যান্য সংবেদন যেমন: ব্যথা ও তাপমাত্রার সংকেত বহন করে। ত্বক চুলকালে একপর্যায়ে চুলকানির আকাঙ্ক্ষা সৃষ্টিকারী সংবেদই শুধু নির্মূল হয় না, এটি নতুন ধরনের সংবেদ তৈরি করে মস্তিষ্কে পাঠায় যা চুলকানির সংকেতকেও ছাপিয়ে যায়। চুলকালে হালকা সহনীয় ব্যথাও তৈরি হয়, এই অনুভূতি মস্তিষ্ককে চুলকানির অনুভূতি থেকে বিচ্যুত করে। এই বিভ্রান্তির কারণেই চুলকানোর পর এত ভালো লাগে! চুলকালেই আরাম বোধ হয় ব্যাপারটি এমন নয়, মূলত ব্যথার অনুভূতি থেকে চুলকানো বন্ধ করলে মস্তিষ্ক সাময়িক সময়ের জন্য চুলকানির তীব্র আকাঙ্ক্ষা থেকে বিরতি পায়— এটিই আরামের অনুভূতি দেয়।
সংবেদকে অগ্রাধিকার দেওয়ার মস্তিষ্কের একটি চতুর কৌশল হলো এই স্নায়বিক প্রক্রিয়া। মানবদেহ প্রায় সব সময় অগণিত উদ্দীপনায় সাড়া দেয়। তবে একটি সংবেদ আরেক সংবেদের চেয়ে বেশি গুরুত্ব পেতে পারে। গুরুত্বের দিক থেকে ব্যথা অবশ্যই চুলকানির চেয়ে অগ্রাধিকার পায়। তাই ত্বক চুলকানোর ফলে যে হালকা ব্যথা অনুভূত হয়, মস্তিষ্ক সেই সংবেদকেই অগ্রাধিকার দিয়ে চুলকানির অনুভবকে কিছুক্ষণের জন্য উপেক্ষা করে।
এ ছাড়া চুলকালে মস্তিষ্ক থেকে সেরোটোনিন হরমোন ক্ষরিত হয়। এই হরমোন একটি নিউরোট্রান্সমিটার (একপ্রকার রাসায়নিক বার্তাবাহক যা সিন্যাপস বা স্নায়ুসন্ধি দিয়ে এক নিউরন থেকে পরবর্তী নিউরনে বার্তা পাঠায়), এই হরমোন ক্ষরিত হলে ভালো থাকা ও সুখের অনুভূতি হয়। চুলকানোর ফলে সেরোটোনিন ক্ষরণে আরামের অনুভূতি বাড়ে এবং আরও বেশি চুলকানোর জন্য উদ্বুদ্ধ করে।
গবেষকেরা এই চক্র ভাঙার জন্য গবেষণা করছেন। কারণ যারা দীর্ঘস্থায়ী চুলকানি রোগে আক্রান্ত তাদের জন্য এই গবেষণা গুরুত্বপূর্ণ।
বিবর্তনীয় দৃষ্টিভঙ্গি থেকে চুলকানির চক্রটি বোঝা যায়। ত্বক থেকে ক্ষতিকারক পোকামাকড় তাড়ানো বা লতাপাতার সংস্পর্শ এড়ানোর জন্য চুলকানির অনুভূতি মানুষের পূর্বপুরুষদের সাহায্য করেছে। তবে আধুনিক মানুষের জন্য এই বিবর্তনীয় সুবিধাটি সমস্যার কারণ হতে পারে।
অতিরিক্ত চুলকানোর ফলে ত্বকের ক্ষতি হতে পারে। এটি কিছুক্ষণের জন্য আরাম দিলেও সংক্রমণের কারণ হতে পারে বা ত্বকের চুলকানি আরও বাড়িয়ে তুলতে পারে। চুলকানির প্রশান্তিদায়ক ফাঁদে না পড়ে এর অন্তর্নিহিত কারণ শনাক্ত এবং চিকিৎসা করা গুরুত্বপূর্ণ।
তথ্যসূত্র: মিরেজ নিউজ
অ্যালার্জি, মশার কামড়, বসন্ত, হাম, ঘামাচি, খোস–পাঁচড়া, খুশকি ইত্যাদি কারণে ত্বক চুলকাতে পারে। চুলকানি উপেক্ষা করা কঠিন। ত্বক চুলকালে আরাম লাগার অনুভূতি হয়।
ত্বক চুলকানো একটি সহজাত প্রবৃত্তি হলেও এর পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যাটি কিছুটা জটিল। চুলকানিকে বৈজ্ঞানিক ভাষায় বলে প্রুরিটাস।
ত্বক চুলকানোর সময় এবং পরে আরাম লাগার পেছনে বিবর্তনীয় ও স্নায়বিক কারণ রয়েছে।
সাধারণভাবে চুলকানি হলো ত্বকে অস্বস্তিবোধ, যা আঁচড়ের আকাঙ্ক্ষাকে প্ররোচিত করে। জৈবিকভাবে এটি একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামূলক প্রক্রিয়া, যা ত্বকের সম্ভাব্য বিপদ যেমন: পোকামাকড়, পরজীবী বা বিরক্তিকর বিষয়ে সতর্ক করে। কোনো কিছু ত্বকে অস্বস্তি তৈরি করলে সেটি প্রুরিসেপ্টর নামক নির্দিষ্ট স্নায়ু প্রান্তগুলোকে উদ্দীপিত করে।
প্রিউরিসেপ্টরগুলো একবার সক্রিয় হয়ে গেলে প্রান্তীয় স্নায়ুগুলোর মাধ্যমে সুষুম্নাকাণ্ডে সংকেত পাঠায়, যা মস্তিষ্কে সেই সংকেত বহন করে। চুলকানির সংকেত মস্তিষ্কের সোমাটোসেন্সরি করটেক্স নামে একটি স্থানে পৌঁছায়, মস্তিষ্কের এ অংশ স্পর্শানুভূতি–সংক্রান্ত সংকেত প্রক্রিয়া করে। মজার বিষয় হলো, সংকেতটি স্মৃতি ও আবেগের জন্য দায়ী মস্তিষ্কের অন্যান্য স্থানেও পৌঁছায়। তাই চুলকানির অভিজ্ঞতা শারীরবৃত্তীয় থেকে অনেক বেশি মনস্তাত্ত্বিক হতে পারে।
যখন ত্বক চুলকানো হয়, তখন ক্রিয়াটি স্নায়ুতন্তুকে উদ্দীপিত করে। স্নায়ুতন্তু অন্যান্য সংবেদন যেমন: ব্যথা ও তাপমাত্রার সংকেত বহন করে। ত্বক চুলকালে একপর্যায়ে চুলকানির আকাঙ্ক্ষা সৃষ্টিকারী সংবেদই শুধু নির্মূল হয় না, এটি নতুন ধরনের সংবেদ তৈরি করে মস্তিষ্কে পাঠায় যা চুলকানির সংকেতকেও ছাপিয়ে যায়। চুলকালে হালকা সহনীয় ব্যথাও তৈরি হয়, এই অনুভূতি মস্তিষ্ককে চুলকানির অনুভূতি থেকে বিচ্যুত করে। এই বিভ্রান্তির কারণেই চুলকানোর পর এত ভালো লাগে! চুলকালেই আরাম বোধ হয় ব্যাপারটি এমন নয়, মূলত ব্যথার অনুভূতি থেকে চুলকানো বন্ধ করলে মস্তিষ্ক সাময়িক সময়ের জন্য চুলকানির তীব্র আকাঙ্ক্ষা থেকে বিরতি পায়— এটিই আরামের অনুভূতি দেয়।
সংবেদকে অগ্রাধিকার দেওয়ার মস্তিষ্কের একটি চতুর কৌশল হলো এই স্নায়বিক প্রক্রিয়া। মানবদেহ প্রায় সব সময় অগণিত উদ্দীপনায় সাড়া দেয়। তবে একটি সংবেদ আরেক সংবেদের চেয়ে বেশি গুরুত্ব পেতে পারে। গুরুত্বের দিক থেকে ব্যথা অবশ্যই চুলকানির চেয়ে অগ্রাধিকার পায়। তাই ত্বক চুলকানোর ফলে যে হালকা ব্যথা অনুভূত হয়, মস্তিষ্ক সেই সংবেদকেই অগ্রাধিকার দিয়ে চুলকানির অনুভবকে কিছুক্ষণের জন্য উপেক্ষা করে।
এ ছাড়া চুলকালে মস্তিষ্ক থেকে সেরোটোনিন হরমোন ক্ষরিত হয়। এই হরমোন একটি নিউরোট্রান্সমিটার (একপ্রকার রাসায়নিক বার্তাবাহক যা সিন্যাপস বা স্নায়ুসন্ধি দিয়ে এক নিউরন থেকে পরবর্তী নিউরনে বার্তা পাঠায়), এই হরমোন ক্ষরিত হলে ভালো থাকা ও সুখের অনুভূতি হয়। চুলকানোর ফলে সেরোটোনিন ক্ষরণে আরামের অনুভূতি বাড়ে এবং আরও বেশি চুলকানোর জন্য উদ্বুদ্ধ করে।
গবেষকেরা এই চক্র ভাঙার জন্য গবেষণা করছেন। কারণ যারা দীর্ঘস্থায়ী চুলকানি রোগে আক্রান্ত তাদের জন্য এই গবেষণা গুরুত্বপূর্ণ।
বিবর্তনীয় দৃষ্টিভঙ্গি থেকে চুলকানির চক্রটি বোঝা যায়। ত্বক থেকে ক্ষতিকারক পোকামাকড় তাড়ানো বা লতাপাতার সংস্পর্শ এড়ানোর জন্য চুলকানির অনুভূতি মানুষের পূর্বপুরুষদের সাহায্য করেছে। তবে আধুনিক মানুষের জন্য এই বিবর্তনীয় সুবিধাটি সমস্যার কারণ হতে পারে।
অতিরিক্ত চুলকানোর ফলে ত্বকের ক্ষতি হতে পারে। এটি কিছুক্ষণের জন্য আরাম দিলেও সংক্রমণের কারণ হতে পারে বা ত্বকের চুলকানি আরও বাড়িয়ে তুলতে পারে। চুলকানির প্রশান্তিদায়ক ফাঁদে না পড়ে এর অন্তর্নিহিত কারণ শনাক্ত এবং চিকিৎসা করা গুরুত্বপূর্ণ।
তথ্যসূত্র: মিরেজ নিউজ
বিজ্ঞানীরা বলছেন, জিপিএসের সাহায্য ছাড়াই এআই ব্যবহারের মাধ্যমে ব্যাকটেরিয়া থেকে কোনো ব্যক্তির সাম্প্রতিক অবস্থান চিহ্নিত করা যাবে।
২ দিন আগেটয়লেটে ফোন নিয়ে যাওয়ার অভ্যাস আছে অনেকেরই। এমনও হতে আপনি হয়তো টয়লেটে বসেই মোবাইলে লেখাটি পড়ছেন। শৌচাগারে যে কাজটি ৩ মিনিটে করা সম্ভব সেটি কিছু পড়া, স্ক্রল এবং পোস্ট করে অন্তত ১৫ মিনিট পার করে দিচ্ছেন অনায়াসে। আপাতদৃষ্টিতে এটি সময় কাটানোর নির্দোষ উপায় মনে হলেও চিকিৎসকেরা বলছেন, এটি আপনার স্বাস্থ্যের
২ দিন আগেসৌরজগতের সপ্তম গ্রহ ইউরেনাস ও এর পাঁচটি চাঁদ সম্পর্কে নতুন তথ্য জানাল বিজ্ঞানীরা। এই গ্রহ ও এর চাঁদগুলো একেবারে নিষ্প্রাণ নয়, বরং ইউরেনাসের চাঁদগুলোতে সমুদ্র থাকতে পারে। ফলে চাঁদগুলোয় জীবন ধারণের উপযোগী পরিবেশ থাকতে পারে। নতুন এক গবেষণায় এমন সম্ভাবনার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা।
৩ দিন আগেসৌরজগৎ থেকে ৪ হাজার আলোকবর্ষ দূরে পৃথিবীর মতো একটি গ্রহ আবিষ্কার করেছেন একদল জ্যোতির্বিজ্ঞানী। এই পাথুরে গ্রহটির ভর পৃথিবীর মতোই এবং এটি শ্বেতবামন তারার চারপাশে আবর্তিত হচ্ছ। সাজেটেরিয়াস নক্ষত্রমণ্ডলীতে এই তারাটি অবস্থিত।
৫ দিন আগে