অনলাইন ডেস্ক
নোবেল বিজয়ী বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ও সুইস পদার্থবিদ মিকেলে বেসোর হাতে লেখা বিশ্বখ্যাত থিওরি অব রিলেটিভিটির পাণ্ডুলিপিটি ১ কোটি ১০ লাখ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১২ কোটি টাকায় বিক্রি হয়েছে। গতকাল মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসে রেকর্ড পরিমাণ দামে পাণ্ডুলিপিটি বিক্রি হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এটি ছাড়া ওই তত্ত্ব সংশ্লিষ্ট আর মাত্র একটি পাণ্ডুলিপির অস্তিত্ব আছে। এই তত্ত্বটি ১৯১৫ সালে প্রকাশিত হয়। যার মাধ্যমে স্থান, সময় এবং মাধ্যাকর্ষণ সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছিল।
১৯১৩ এবং ১৯১৪ সালে হাতে লেখা ৫৪ পৃষ্ঠার পাণ্ডুলিপিটি গতকাল মঙ্গলাবার নিলামে তোলে নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি।
এ নিলামের বিষয়ে নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টির বিশেষজ্ঞ ভিনসেন্ট বেলয় বলেন, আইনস্টাইন এমন একজন মানুষ যিনি খুব কম নোট রেখেছিলেন। এটি এই পাণ্ডুলিপিটিকে অসাধারণ করে তুলেছে।
তবে আইনস্টাইনের হাতে লেখা পাণ্ডুলিপিটি কে কিনেছে তাঁর পরিচয় এখনো প্রকাশিত হয়নি।
নোবেল বিজয়ী বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ও সুইস পদার্থবিদ মিকেলে বেসোর হাতে লেখা বিশ্বখ্যাত থিওরি অব রিলেটিভিটির পাণ্ডুলিপিটি ১ কোটি ১০ লাখ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১২ কোটি টাকায় বিক্রি হয়েছে। গতকাল মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসে রেকর্ড পরিমাণ দামে পাণ্ডুলিপিটি বিক্রি হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এটি ছাড়া ওই তত্ত্ব সংশ্লিষ্ট আর মাত্র একটি পাণ্ডুলিপির অস্তিত্ব আছে। এই তত্ত্বটি ১৯১৫ সালে প্রকাশিত হয়। যার মাধ্যমে স্থান, সময় এবং মাধ্যাকর্ষণ সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছিল।
১৯১৩ এবং ১৯১৪ সালে হাতে লেখা ৫৪ পৃষ্ঠার পাণ্ডুলিপিটি গতকাল মঙ্গলাবার নিলামে তোলে নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি।
এ নিলামের বিষয়ে নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টির বিশেষজ্ঞ ভিনসেন্ট বেলয় বলেন, আইনস্টাইন এমন একজন মানুষ যিনি খুব কম নোট রেখেছিলেন। এটি এই পাণ্ডুলিপিটিকে অসাধারণ করে তুলেছে।
তবে আইনস্টাইনের হাতে লেখা পাণ্ডুলিপিটি কে কিনেছে তাঁর পরিচয় এখনো প্রকাশিত হয়নি।
বিজ্ঞানীরা বলছেন, জিপিএসের সাহায্য ছাড়াই এআই ব্যবহারের মাধ্যমে ব্যাকটেরিয়া থেকে কোনো ব্যক্তির সাম্প্রতিক অবস্থান চিহ্নিত করা যাবে।
২ দিন আগেটয়লেটে ফোন নিয়ে যাওয়ার অভ্যাস আছে অনেকেরই। এমনও হতে আপনি হয়তো টয়লেটে বসেই মোবাইলে লেখাটি পড়ছেন। শৌচাগারে যে কাজটি ৩ মিনিটে করা সম্ভব সেটি কিছু পড়া, স্ক্রল এবং পোস্ট করে অন্তত ১৫ মিনিট পার করে দিচ্ছেন অনায়াসে। আপাতদৃষ্টিতে এটি সময় কাটানোর নির্দোষ উপায় মনে হলেও চিকিৎসকেরা বলছেন, এটি আপনার স্বাস্থ্যের
২ দিন আগেসৌরজগতের সপ্তম গ্রহ ইউরেনাস ও এর পাঁচটি চাঁদ সম্পর্কে নতুন তথ্য জানাল বিজ্ঞানীরা। এই গ্রহ ও এর চাঁদগুলো একেবারে নিষ্প্রাণ নয়, বরং ইউরেনাসের চাঁদগুলোতে সমুদ্র থাকতে পারে। ফলে চাঁদগুলোয় জীবন ধারণের উপযোগী পরিবেশ থাকতে পারে। নতুন এক গবেষণায় এমন সম্ভাবনার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা।
৩ দিন আগেসৌরজগৎ থেকে ৪ হাজার আলোকবর্ষ দূরে পৃথিবীর মতো একটি গ্রহ আবিষ্কার করেছেন একদল জ্যোতির্বিজ্ঞানী। এই পাথুরে গ্রহটির ভর পৃথিবীর মতোই এবং এটি শ্বেতবামন তারার চারপাশে আবর্তিত হচ্ছ। সাজেটেরিয়াস নক্ষত্রমণ্ডলীতে এই তারাটি অবস্থিত।
৫ দিন আগে