অনলাইন ডেস্ক
আশেপাশের কাউকে হাই তুলতে দেখে নিজেও হাই তোলার বিষয়টি এক স্বাভাবিক ঘটনা। কাউকে অনুকরণ করে হাই তোলা হয় না। এটি মানুষের একটি স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া। এমনকি হাই তোলার কথা মনে পড়লেও অবচেতন মনে মানুষ হাই তোলে। বিজ্ঞানীরা এর সুনির্দিষ্ট কারণ এখনও বের করতে পারেনি। বিষয়টি নিয়ে নানা মত ও তত্ত্ব আছে।
প্রাচীনকাল থেকেই মানুষ দলবদ্ধভাবে বসবাস করে; একইসঙ্গে কাজ করতে পছন্দ করে। কারও ঘুম পেলে আরেকজনেরও ঘুম ঘুম বোধ হয়। এর ফলে পুরো দলের সদস্যদের রুটিনের মধ্যে একটি সামঞ্জস্য তৈরি হয়। এজন্য আরেকজনের হাই তোলা দেখে মানুষ নিজেও অবচেতনভাবে হাই তোলে।
আরেকটি তত্ত্ব বলছে, দলের মধ্যে সতর্ক অবস্থান তৈরির করার ক্ষেত্রে হাই তোলা সাহায্য করে। অন্যদের বিপদ সম্পর্কে সচেতন করার জন্যও হাই তোলা ব্যবহার করা হতো।
বিভিন্ন গবেষণায় হাই তোলা ও সহানুভূতির মধ্যে সম্পর্ক খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। অর্থ্যাৎ, হাই তোলার মাধ্যমে আরেকজনের আবেগ বোঝা এবং ভাগ করার ক্ষমতা প্রকাশ করে।
২০২০ সালের আরেক গবেষণায় দেখা যায়, বন্ধু ও পরিবারের মধ্যে হাই তোলার সংক্রমণ বেশি হয়। সম্পর্ক যত গভীর হয় আরেকজনকে দেখে হাই তোলার সম্ভাবনাও বেশি হয়।
মানুষ ছাড়া শিম্পাঞ্জি ও কুকুরের মধ্যেও হাই তোলার বিষয়টি দেখা যায়। গবেষণায় দেখা যায়, এক শিম্পাঞ্জির হাই তোলার ভিডিও করে অন্য এক দল শিম্পাঞ্জিকে দেখানো হলে তারাও হাই তোলা শুরু করে। একে গবেষকেরা ‘মিররিং বিহেভিয়ার’ হিসেবে আখ্যা দিয়েছেন।
তথ্যসূত্র: বিবিসি সায়েন্স ফোকাস
আশেপাশের কাউকে হাই তুলতে দেখে নিজেও হাই তোলার বিষয়টি এক স্বাভাবিক ঘটনা। কাউকে অনুকরণ করে হাই তোলা হয় না। এটি মানুষের একটি স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া। এমনকি হাই তোলার কথা মনে পড়লেও অবচেতন মনে মানুষ হাই তোলে। বিজ্ঞানীরা এর সুনির্দিষ্ট কারণ এখনও বের করতে পারেনি। বিষয়টি নিয়ে নানা মত ও তত্ত্ব আছে।
প্রাচীনকাল থেকেই মানুষ দলবদ্ধভাবে বসবাস করে; একইসঙ্গে কাজ করতে পছন্দ করে। কারও ঘুম পেলে আরেকজনেরও ঘুম ঘুম বোধ হয়। এর ফলে পুরো দলের সদস্যদের রুটিনের মধ্যে একটি সামঞ্জস্য তৈরি হয়। এজন্য আরেকজনের হাই তোলা দেখে মানুষ নিজেও অবচেতনভাবে হাই তোলে।
আরেকটি তত্ত্ব বলছে, দলের মধ্যে সতর্ক অবস্থান তৈরির করার ক্ষেত্রে হাই তোলা সাহায্য করে। অন্যদের বিপদ সম্পর্কে সচেতন করার জন্যও হাই তোলা ব্যবহার করা হতো।
বিভিন্ন গবেষণায় হাই তোলা ও সহানুভূতির মধ্যে সম্পর্ক খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। অর্থ্যাৎ, হাই তোলার মাধ্যমে আরেকজনের আবেগ বোঝা এবং ভাগ করার ক্ষমতা প্রকাশ করে।
২০২০ সালের আরেক গবেষণায় দেখা যায়, বন্ধু ও পরিবারের মধ্যে হাই তোলার সংক্রমণ বেশি হয়। সম্পর্ক যত গভীর হয় আরেকজনকে দেখে হাই তোলার সম্ভাবনাও বেশি হয়।
মানুষ ছাড়া শিম্পাঞ্জি ও কুকুরের মধ্যেও হাই তোলার বিষয়টি দেখা যায়। গবেষণায় দেখা যায়, এক শিম্পাঞ্জির হাই তোলার ভিডিও করে অন্য এক দল শিম্পাঞ্জিকে দেখানো হলে তারাও হাই তোলা শুরু করে। একে গবেষকেরা ‘মিররিং বিহেভিয়ার’ হিসেবে আখ্যা দিয়েছেন।
তথ্যসূত্র: বিবিসি সায়েন্স ফোকাস
বিজ্ঞানীরা বলছেন, জিপিএসের সাহায্য ছাড়াই এআই ব্যবহারের মাধ্যমে ব্যাকটেরিয়া থেকে কোনো ব্যক্তির সাম্প্রতিক অবস্থান চিহ্নিত করা যাবে।
২ দিন আগেটয়লেটে ফোন নিয়ে যাওয়ার অভ্যাস আছে অনেকেরই। এমনও হতে আপনি হয়তো টয়লেটে বসেই মোবাইলে লেখাটি পড়ছেন। শৌচাগারে যে কাজটি ৩ মিনিটে করা সম্ভব সেটি কিছু পড়া, স্ক্রল এবং পোস্ট করে অন্তত ১৫ মিনিট পার করে দিচ্ছেন অনায়াসে। আপাতদৃষ্টিতে এটি সময় কাটানোর নির্দোষ উপায় মনে হলেও চিকিৎসকেরা বলছেন, এটি আপনার স্বাস্থ্যের
২ দিন আগেসৌরজগতের সপ্তম গ্রহ ইউরেনাস ও এর পাঁচটি চাঁদ সম্পর্কে নতুন তথ্য জানাল বিজ্ঞানীরা। এই গ্রহ ও এর চাঁদগুলো একেবারে নিষ্প্রাণ নয়, বরং ইউরেনাসের চাঁদগুলোতে সমুদ্র থাকতে পারে। ফলে চাঁদগুলোয় জীবন ধারণের উপযোগী পরিবেশ থাকতে পারে। নতুন এক গবেষণায় এমন সম্ভাবনার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা।
৩ দিন আগেসৌরজগৎ থেকে ৪ হাজার আলোকবর্ষ দূরে পৃথিবীর মতো একটি গ্রহ আবিষ্কার করেছেন একদল জ্যোতির্বিজ্ঞানী। এই পাথুরে গ্রহটির ভর পৃথিবীর মতোই এবং এটি শ্বেতবামন তারার চারপাশে আবর্তিত হচ্ছ। সাজেটেরিয়াস নক্ষত্রমণ্ডলীতে এই তারাটি অবস্থিত।
৫ দিন আগে