অনলাইন ডেস্ক
প্লুটোকে কখনো খালি চোখে শনাক্ত করা যায় না। কারণ, প্লুটো আকাশের উজ্জ্বলতম বস্তুগুলোর একটি নয়। প্লুটো সূর্যের চারপাশে নিজ কক্ষপথে ঘোরার সময় যখন সূর্যের সবচেয়ে কাছে আসে তখন সূর্য থেকে এর দূরত্ব হয় ২৭০ কোটি মাইল, আর যখন সূর্য থেকে সবচেয়ে দূরে চলে যায় তখন সূর্য থেকে এর দূরত্ব হয় ৪৫০ কোটি মাইল বিলিয়ন মাইল। আর সূর্যকে প্রদক্ষিণ করতে প্লুটোর ২৪৮ বছর সময় লাগে।
আমাদের সৌরজগতের গ্রহগুলোর মধ্যে সূর্যকে প্রদক্ষিণ করতে সর্বোচ্চ সময় নেয় নেপচুন— প্রায় ১৬৫ বছর। আর পৃথিবীর লাগে ৩৬৫ দিন ২৬ ঘণ্টা। ইউরেনাসের লাগে ৮৪ বছর। সবচেয়ে কম সময় লাগে বুধ গ্রহের। এটির সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে প্রায় ৯০ দিন।
প্লুটোর ব্যাস মাত্র ১,৩৭৫ মাইল, যা পৃথিবীর ৫ ভাগের ১ ভাগ। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে প্লুটোর ২৪৮ বছর লেগে যায়। সূর্য থেকে প্লুটোর অবস্থান অনেক দূরে বলে প্লুটোর গড় তাপমাত্রা মাইনাস ২১২ থেকে ২২৮ ডিগ্রি সেলসিয়াস।
প্লুটোর একটি চাঁদ আছে। প্লুটোর চাঁদটি প্লুটো থেকে মাত্র ১২ হাজার মাইল দূরে অবস্থিত, এবং চাঁদটির ব্যাস প্লুটোর ব্যাসের অর্ধেক। প্লুটো ছাড়া সৌরজগতে আর কোনো গ্রহের চাঁদের ব্যাস সেই গ্রহের অর্ধেক নয়।
সৌরজগতের কোনো বস্তুকে একটি পূর্ণ আকারের গ্রহের মর্যাদা পাওয়ার জন্য ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন স্বীকৃত তিনটি শর্ত পূরণ করতে হয়। তবে কক্ষপথ সংক্রান্ত একটি শর্ত পূরণ করতে না পারায় এটিকে গ্রহের মর্যাদা আর দেওয়া হয় না।
প্লুটোকে কখনো খালি চোখে শনাক্ত করা যায় না। কারণ, প্লুটো আকাশের উজ্জ্বলতম বস্তুগুলোর একটি নয়। প্লুটো সূর্যের চারপাশে নিজ কক্ষপথে ঘোরার সময় যখন সূর্যের সবচেয়ে কাছে আসে তখন সূর্য থেকে এর দূরত্ব হয় ২৭০ কোটি মাইল, আর যখন সূর্য থেকে সবচেয়ে দূরে চলে যায় তখন সূর্য থেকে এর দূরত্ব হয় ৪৫০ কোটি মাইল বিলিয়ন মাইল। আর সূর্যকে প্রদক্ষিণ করতে প্লুটোর ২৪৮ বছর সময় লাগে।
আমাদের সৌরজগতের গ্রহগুলোর মধ্যে সূর্যকে প্রদক্ষিণ করতে সর্বোচ্চ সময় নেয় নেপচুন— প্রায় ১৬৫ বছর। আর পৃথিবীর লাগে ৩৬৫ দিন ২৬ ঘণ্টা। ইউরেনাসের লাগে ৮৪ বছর। সবচেয়ে কম সময় লাগে বুধ গ্রহের। এটির সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে প্রায় ৯০ দিন।
প্লুটোর ব্যাস মাত্র ১,৩৭৫ মাইল, যা পৃথিবীর ৫ ভাগের ১ ভাগ। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে প্লুটোর ২৪৮ বছর লেগে যায়। সূর্য থেকে প্লুটোর অবস্থান অনেক দূরে বলে প্লুটোর গড় তাপমাত্রা মাইনাস ২১২ থেকে ২২৮ ডিগ্রি সেলসিয়াস।
প্লুটোর একটি চাঁদ আছে। প্লুটোর চাঁদটি প্লুটো থেকে মাত্র ১২ হাজার মাইল দূরে অবস্থিত, এবং চাঁদটির ব্যাস প্লুটোর ব্যাসের অর্ধেক। প্লুটো ছাড়া সৌরজগতে আর কোনো গ্রহের চাঁদের ব্যাস সেই গ্রহের অর্ধেক নয়।
সৌরজগতের কোনো বস্তুকে একটি পূর্ণ আকারের গ্রহের মর্যাদা পাওয়ার জন্য ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন স্বীকৃত তিনটি শর্ত পূরণ করতে হয়। তবে কক্ষপথ সংক্রান্ত একটি শর্ত পূরণ করতে না পারায় এটিকে গ্রহের মর্যাদা আর দেওয়া হয় না।
বিজ্ঞানীরা বলছেন, জিপিএসের সাহায্য ছাড়াই এআই ব্যবহারের মাধ্যমে ব্যাকটেরিয়া থেকে কোনো ব্যক্তির সাম্প্রতিক অবস্থান চিহ্নিত করা যাবে।
২ দিন আগেটয়লেটে ফোন নিয়ে যাওয়ার অভ্যাস আছে অনেকেরই। এমনও হতে আপনি হয়তো টয়লেটে বসেই মোবাইলে লেখাটি পড়ছেন। শৌচাগারে যে কাজটি ৩ মিনিটে করা সম্ভব সেটি কিছু পড়া, স্ক্রল এবং পোস্ট করে অন্তত ১৫ মিনিট পার করে দিচ্ছেন অনায়াসে। আপাতদৃষ্টিতে এটি সময় কাটানোর নির্দোষ উপায় মনে হলেও চিকিৎসকেরা বলছেন, এটি আপনার স্বাস্থ্যের
২ দিন আগেসৌরজগতের সপ্তম গ্রহ ইউরেনাস ও এর পাঁচটি চাঁদ সম্পর্কে নতুন তথ্য জানাল বিজ্ঞানীরা। এই গ্রহ ও এর চাঁদগুলো একেবারে নিষ্প্রাণ নয়, বরং ইউরেনাসের চাঁদগুলোতে সমুদ্র থাকতে পারে। ফলে চাঁদগুলোয় জীবন ধারণের উপযোগী পরিবেশ থাকতে পারে। নতুন এক গবেষণায় এমন সম্ভাবনার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা।
৩ দিন আগেসৌরজগৎ থেকে ৪ হাজার আলোকবর্ষ দূরে পৃথিবীর মতো একটি গ্রহ আবিষ্কার করেছেন একদল জ্যোতির্বিজ্ঞানী। এই পাথুরে গ্রহটির ভর পৃথিবীর মতোই এবং এটি শ্বেতবামন তারার চারপাশে আবর্তিত হচ্ছ। সাজেটেরিয়াস নক্ষত্রমণ্ডলীতে এই তারাটি অবস্থিত।
৫ দিন আগে