নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিনকে নির্বাচনী এলাকায় জনসংযোগ করার তাগিদ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলীয় কর্মসূচিতে নিয়মিত উপস্থিত না থাকা নিয়ে তাঁকে কটাক্ষও করেন তিনি। মাঝে মাঝে দলীয় সভাপতির কার্যালয়ে আসার অনুরোধ জানান ওবায়দুল কাদের।
আজ শনিবার রাজধানীর হাজারীবাগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন কাদের।
গত ২৬ সেপ্টেম্বর হাজারীবাগের টালি অফিস মোড়ে বিএনপির সমাবেশ হয়। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলে জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর প্রতিবাদে আজ একই স্থানে প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ছাড়া সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্য দেওয়ার একপর্যায়ে ওবায়দুল কাদের একে একে মঞ্চে উপস্থিত নেতাদের নাম বলেন। এ সময় সংশ্লিষ্ট এলাকা অর্থাৎ ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিনের নাম উল্লেখ না করে কাদের বলেন, ‘এমপি সাহেবও আছেন। ওনাকে দেখলাম, ভালো লাগলো। সবাই যেন নিয়মিত দেখে। মাঝে মাঝে আসবেন। একজন রাজনীতিবিদের জন্য জনসংযোগের চেয়ে বড় কিছু নেই। জনসংযোগটা করবেন।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমি ওনাকে ধানমণ্ডির (দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়) অফিসেই দেখি না। আশা করি, মাঝে মাঝে আমাদের অফিসটাতেও আসবেন। আপনাকে দেখতে চাই… এই সুন্দর মুখ! এখানে মহিলারা আছে। ওনারাও দেখি খুব খুশি। তাঁরা বোধহয় আপনাকে দেখে!’
উল্লেখ্য, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস পদত্যাগ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচন করেন। এরপর ২০২০ সালের এপ্রিলে অনুষ্ঠিত উপ-নির্বাচনে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) এবং বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।
ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিনকে নির্বাচনী এলাকায় জনসংযোগ করার তাগিদ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলীয় কর্মসূচিতে নিয়মিত উপস্থিত না থাকা নিয়ে তাঁকে কটাক্ষও করেন তিনি। মাঝে মাঝে দলীয় সভাপতির কার্যালয়ে আসার অনুরোধ জানান ওবায়দুল কাদের।
আজ শনিবার রাজধানীর হাজারীবাগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন কাদের।
গত ২৬ সেপ্টেম্বর হাজারীবাগের টালি অফিস মোড়ে বিএনপির সমাবেশ হয়। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলে জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর প্রতিবাদে আজ একই স্থানে প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ছাড়া সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্য দেওয়ার একপর্যায়ে ওবায়দুল কাদের একে একে মঞ্চে উপস্থিত নেতাদের নাম বলেন। এ সময় সংশ্লিষ্ট এলাকা অর্থাৎ ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিনের নাম উল্লেখ না করে কাদের বলেন, ‘এমপি সাহেবও আছেন। ওনাকে দেখলাম, ভালো লাগলো। সবাই যেন নিয়মিত দেখে। মাঝে মাঝে আসবেন। একজন রাজনীতিবিদের জন্য জনসংযোগের চেয়ে বড় কিছু নেই। জনসংযোগটা করবেন।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমি ওনাকে ধানমণ্ডির (দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়) অফিসেই দেখি না। আশা করি, মাঝে মাঝে আমাদের অফিসটাতেও আসবেন। আপনাকে দেখতে চাই… এই সুন্দর মুখ! এখানে মহিলারা আছে। ওনারাও দেখি খুব খুশি। তাঁরা বোধহয় আপনাকে দেখে!’
উল্লেখ্য, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস পদত্যাগ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচন করেন। এরপর ২০২০ সালের এপ্রিলে অনুষ্ঠিত উপ-নির্বাচনে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) এবং বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।
ইন্টারপোলের রেড নোটিশ থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর নাম প্রত্যাহার করা হয়েছে। ইন্টারপোলের ওয়েব সাইট থেকে তাঁর নাম প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ। নাম প্রত্যাহারের জন্য পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) মতামত দিয়েছিল সিআইডি
৯ ঘণ্টা আগেষড়যন্ত্র এখনো থেমে যায়নি উল্লেখ করে নেতা-কর্মীদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে বোঝা যাচ্ছে, দেশের কোথাও একটা ষড়যন্ত্র চলছে। তাই জনগণকে সচেতন করতে হবে। জনগণকে সঙ্গে রাখতে হবে, থাকতে হবে।’
১০ ঘণ্টা আগেবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোনো অনুষ্ঠান পালন না করতে নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশ দেওয়া হয়
১১ ঘণ্টা আগেনিজের নামের সঙ্গে ‘দেশনায়ক’ কিংবা ‘রাষ্টনায়ক’ না জুড়ে দিতে দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার বিএনপি ঘোষিত ৩১ দফা নিয়ে ঢাকা বিভাগের
১৩ ঘণ্টা আগে