নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ষড়যন্ত্র এখনো থেমে যায়নি উল্লেখ করে নেতা-কর্মীদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে বোঝা যাচ্ছে, দেশের কোথাও একটা ষড়যন্ত্র চলছে। তাই জনগণকে সচেতন করতে হবে। জনগণকে সঙ্গে রাখতে হবে, থাকতে হবে।’
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। বিএনপি ঘোষিত ৩১ দফা নিয়ে ঢাকা বিভাগের নেতা-কর্মীদের প্রশিক্ষিত করতে এই কর্মশালার আয়োজন করে দলটির প্রশিক্ষণ বিষয়ক কমিটি।
তারেক রহমান বলেন, ‘দেশ ও জনগণকে নিয়ে আমাদের যে লক্ষ্য, সেই ৩১ দফার প্রত্যকটি কথা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। আমাদের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, তখন জনগণ জবাব চাইতে শুরু করবে। জনপ্রতিনিধিরা জানবে যে তাঁদের জনগণের কাছে ফিরে যেতে হবে। সেটি ভোটের জন্য হোক কিংবা জবাবদিহির জন্য হোক।’
তারেক রহমান আরও বলেন, ‘অনেকেই অনেক সংস্কারের কথা বলছেন। এই করতে হবে, সেই করতে হবে—বলছেন। দুই বছর আগে যখন কেউ এ নিয়ে চিন্তাও করেনি, সেই সময় বিএনপি ২৭ দফা প্রস্তাবনা দিয়েছিল জাতির সামনে।’
৩১ দফা প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘বিএনপির যে চিন্তা দেশকে নিয়ে, দেশের ভালো কিছু নিয়ে, এই ৩১ দফাই হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। অনেক আগেই আমরা দিয়েছি। এখন হয়তো অনেকেই অনেক কিছু বলতে পারেন।’
৩১ দফায় পরিবর্তন-পরিমার্জনের সুযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ভালো কোনো প্রস্তাবনা এলে অবশ্যই আমরা তা গ্রহণ করব। আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকি, তার আলোকে দেশের নীতি গ্রহণ করব। কেউ যদি ভালো কিছু দেন, অবশ্যই আমরা তা গ্রহণ করব।’
ঘোষিত ৩১ দফাকে মাঠ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য দলের নেতা-কর্মীদের আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, ‘৩১ দফা আমাদের মাঠে নিয়ে যেতে হবে। ঘরের ভেতরে সীমাবদ্ধ থাকলে চলবে না। এটি মানুষের জন্য। একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষের কথাও এখানে কম-বেশি আছে। কাজেই এই কথাগুলো প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে হবে।’ তিনি বলেন, ‘মানুষকে বোঝান, মানুষকে বলুন যে, মানুষকে নিয়ে আমরা এইভাবে দেশ গড়তে চাই।’
বিএনপি ক্ষমতায় গেলে কী করবে, সে বিষয়েও জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, ‘আগামী দিনে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হলে, আমরা যদি দল ও নেতা-কর্মীদের ঐক্য বজায় রাখতে পারি, জনগণের চাহিদা অনুযায়ী চলতে পারি, তাহলে বিএনপি সরকার গঠন করবে। এটা সম্পূর্ণ নির্ভর করছে নেতা-কর্মীদের নেতৃত্বের ওপর। অতীতে যেভাবে আমরা ১৯ দফার আলোকে দেশ পরিচালনা করেছি, এর সঙ্গে আরও কিছু ধারা যোগ করে ৩১ দফা দিয়েছি। এর মাধ্যমে ভবিষ্যতে আমরা দেশে পরিচালনা করতে চাই।’
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক দিনব্যাপী এই কর্মশালায় ঢাকা বিভাগের মহানগর, জেলা-উপজেলার বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির সদস্যরা প্রশিক্ষণ দেন। এ সময় রাষ্ট্রকাঠামো সংস্কার নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রশিক্ষকেরা। এর আগে সকালে কর্মশালা উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির আবদুল মঈন খান।
বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়্যেদুল আলম বাবুলের সভাপতিত্বে কর্মশালা সঞ্চালনা করেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির সদস্যসচিব এবিএম মোশাররফ হোসেন। ৩১ দফা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ দেন-বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আহ্বায়ক আবদুল মঈন খান। কমিটির সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহসহ আরও অনেকে।
ষড়যন্ত্র এখনো থেমে যায়নি উল্লেখ করে নেতা-কর্মীদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে বোঝা যাচ্ছে, দেশের কোথাও একটা ষড়যন্ত্র চলছে। তাই জনগণকে সচেতন করতে হবে। জনগণকে সঙ্গে রাখতে হবে, থাকতে হবে।’
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। বিএনপি ঘোষিত ৩১ দফা নিয়ে ঢাকা বিভাগের নেতা-কর্মীদের প্রশিক্ষিত করতে এই কর্মশালার আয়োজন করে দলটির প্রশিক্ষণ বিষয়ক কমিটি।
তারেক রহমান বলেন, ‘দেশ ও জনগণকে নিয়ে আমাদের যে লক্ষ্য, সেই ৩১ দফার প্রত্যকটি কথা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। আমাদের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, তখন জনগণ জবাব চাইতে শুরু করবে। জনপ্রতিনিধিরা জানবে যে তাঁদের জনগণের কাছে ফিরে যেতে হবে। সেটি ভোটের জন্য হোক কিংবা জবাবদিহির জন্য হোক।’
তারেক রহমান আরও বলেন, ‘অনেকেই অনেক সংস্কারের কথা বলছেন। এই করতে হবে, সেই করতে হবে—বলছেন। দুই বছর আগে যখন কেউ এ নিয়ে চিন্তাও করেনি, সেই সময় বিএনপি ২৭ দফা প্রস্তাবনা দিয়েছিল জাতির সামনে।’
৩১ দফা প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘বিএনপির যে চিন্তা দেশকে নিয়ে, দেশের ভালো কিছু নিয়ে, এই ৩১ দফাই হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। অনেক আগেই আমরা দিয়েছি। এখন হয়তো অনেকেই অনেক কিছু বলতে পারেন।’
৩১ দফায় পরিবর্তন-পরিমার্জনের সুযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ভালো কোনো প্রস্তাবনা এলে অবশ্যই আমরা তা গ্রহণ করব। আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকি, তার আলোকে দেশের নীতি গ্রহণ করব। কেউ যদি ভালো কিছু দেন, অবশ্যই আমরা তা গ্রহণ করব।’
ঘোষিত ৩১ দফাকে মাঠ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য দলের নেতা-কর্মীদের আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, ‘৩১ দফা আমাদের মাঠে নিয়ে যেতে হবে। ঘরের ভেতরে সীমাবদ্ধ থাকলে চলবে না। এটি মানুষের জন্য। একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষের কথাও এখানে কম-বেশি আছে। কাজেই এই কথাগুলো প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে হবে।’ তিনি বলেন, ‘মানুষকে বোঝান, মানুষকে বলুন যে, মানুষকে নিয়ে আমরা এইভাবে দেশ গড়তে চাই।’
বিএনপি ক্ষমতায় গেলে কী করবে, সে বিষয়েও জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, ‘আগামী দিনে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হলে, আমরা যদি দল ও নেতা-কর্মীদের ঐক্য বজায় রাখতে পারি, জনগণের চাহিদা অনুযায়ী চলতে পারি, তাহলে বিএনপি সরকার গঠন করবে। এটা সম্পূর্ণ নির্ভর করছে নেতা-কর্মীদের নেতৃত্বের ওপর। অতীতে যেভাবে আমরা ১৯ দফার আলোকে দেশ পরিচালনা করেছি, এর সঙ্গে আরও কিছু ধারা যোগ করে ৩১ দফা দিয়েছি। এর মাধ্যমে ভবিষ্যতে আমরা দেশে পরিচালনা করতে চাই।’
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক দিনব্যাপী এই কর্মশালায় ঢাকা বিভাগের মহানগর, জেলা-উপজেলার বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির সদস্যরা প্রশিক্ষণ দেন। এ সময় রাষ্ট্রকাঠামো সংস্কার নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রশিক্ষকেরা। এর আগে সকালে কর্মশালা উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির আবদুল মঈন খান।
বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়্যেদুল আলম বাবুলের সভাপতিত্বে কর্মশালা সঞ্চালনা করেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির সদস্যসচিব এবিএম মোশাররফ হোসেন। ৩১ দফা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ দেন-বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আহ্বায়ক আবদুল মঈন খান। কমিটির সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহসহ আরও অনেকে।
ইন্টারপোলের রেড নোটিশ থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর নাম প্রত্যাহার করা হয়েছে। ইন্টারপোলের ওয়েব সাইট থেকে তাঁর নাম প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ। নাম প্রত্যাহারের জন্য পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) মতামত দিয়েছিল সিআইডি
২ ঘণ্টা আগেবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোনো অনুষ্ঠান পালন না করতে নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশ দেওয়া হয়
৪ ঘণ্টা আগেনিজের নামের সঙ্গে ‘দেশনায়ক’ কিংবা ‘রাষ্টনায়ক’ না জুড়ে দিতে দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার বিএনপি ঘোষিত ৩১ দফা নিয়ে ঢাকা বিভাগের
৬ ঘণ্টা আগেআজ থেকে দুই বছর আগেই বিএনপি সংস্কারের রূপরেখা দিয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া। সুতরাং সংস্কারের পর নির্বাচনের আয়োজন করা কোনো যৌক্তিক কথা নয়।
৯ ঘণ্টা আগে