নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি, যাত্রাপথে ভোগান্তিসহ নানা কারণে খুশির ঈদেও জনমনে স্বস্তি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ সোমবার সকালে শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন। জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।
রিজভী বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ স্বস্তিতে ঈদ করতে পারছে না। ইচ্ছা থাকার পরেও পরিবার-পরিজনের জন্য উপহার কিনতে পারছে না। বিশেষ করে স্বল্প আয়ের মানুষেরা ঈদে বিপাকে পড়েছেন বেশি। অন্যদিকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনতেও মানুষ হিমশিম খাচ্ছে। পাশাপাশি পরিবারের সঙ্গে ঈদ করতে গিয়েও পদে পদে হয়রানির শিকার হচ্ছে। একদিকে টিকিট কালোবাজারি অন্যদিকে যাত্রাপথেও সীমাহীন ভোগান্তিতে পড়ছে মানুষ। সব মিলিয়ে এবার ঈদে মোটেও স্বস্তিতে নেই মানুষ।’
‘সব ক্ষেত্রে অরাজকতা সৃষ্টি হয়েছে’ এমন মন্তব্য করে রিজভী বলেন, ‘সরকারের জবাবদিহিতা নেই বলেই আজকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। উন্নয়নের নামে যে টাকা পাচার হচ্ছে, তার কারণে ভয়াবহ মুদ্রাস্ফীতি এই অবস্থার জন্য দায়ী।’
সরকারের সমালোচনা করে রিজভী বলেন, ‘উন্নয়নের পাথরের নিচে মানুষ যে আর্তনাদ করছে, সেটা সরকার শুনতে পায় না।’
কুমিল্লা সিটি করপোরেশন নিয়ে দলের সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে রিজভী বলেন, ‘এই বিষয়ে দলের অবস্থান তো পরিষ্কার যে, এই সরকারের অধীনে বিএনপি কোন নির্বাচনে যাবে না। এরপরেও যদি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেন, তবে তিনি যত জনপ্রিয় নেতাই হোন না কেন, দলের গঠনতন্ত্রের বিধান অনুযায়ী তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি, যাত্রাপথে ভোগান্তিসহ নানা কারণে খুশির ঈদেও জনমনে স্বস্তি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ সোমবার সকালে শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন। জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।
রিজভী বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ স্বস্তিতে ঈদ করতে পারছে না। ইচ্ছা থাকার পরেও পরিবার-পরিজনের জন্য উপহার কিনতে পারছে না। বিশেষ করে স্বল্প আয়ের মানুষেরা ঈদে বিপাকে পড়েছেন বেশি। অন্যদিকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনতেও মানুষ হিমশিম খাচ্ছে। পাশাপাশি পরিবারের সঙ্গে ঈদ করতে গিয়েও পদে পদে হয়রানির শিকার হচ্ছে। একদিকে টিকিট কালোবাজারি অন্যদিকে যাত্রাপথেও সীমাহীন ভোগান্তিতে পড়ছে মানুষ। সব মিলিয়ে এবার ঈদে মোটেও স্বস্তিতে নেই মানুষ।’
‘সব ক্ষেত্রে অরাজকতা সৃষ্টি হয়েছে’ এমন মন্তব্য করে রিজভী বলেন, ‘সরকারের জবাবদিহিতা নেই বলেই আজকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। উন্নয়নের নামে যে টাকা পাচার হচ্ছে, তার কারণে ভয়াবহ মুদ্রাস্ফীতি এই অবস্থার জন্য দায়ী।’
সরকারের সমালোচনা করে রিজভী বলেন, ‘উন্নয়নের পাথরের নিচে মানুষ যে আর্তনাদ করছে, সেটা সরকার শুনতে পায় না।’
কুমিল্লা সিটি করপোরেশন নিয়ে দলের সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে রিজভী বলেন, ‘এই বিষয়ে দলের অবস্থান তো পরিষ্কার যে, এই সরকারের অধীনে বিএনপি কোন নির্বাচনে যাবে না। এরপরেও যদি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেন, তবে তিনি যত জনপ্রিয় নেতাই হোন না কেন, দলের গঠনতন্ত্রের বিধান অনুযায়ী তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
অভ্যন্তরীণ হস্তক্ষেপ না করার মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোতে পারে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ভারত ও বাংলাদেশের মধ্যে পানি বণ্টন সংকটের মীমাংসা খুঁজতে ‘অভিন্ন নদীর পানি ও ভারত...
১৭ ঘণ্টা আগেসুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
১৮ ঘণ্টা আগেআওয়ামী লীগের নেতা-কর্মীরা যদি ভালো হয়ে যেতে চান, তাহলে সকল সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের
১৯ ঘণ্টা আগেদেশে গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী বিপ্লবী সরকার গঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম। তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার গঠিত হয়নি। ফলে শেখ হাসিনা পালিয়ে যেতে পেরেছেন
১ দিন আগে