নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘প্রতিকূল’ পরিস্থিতি ডিঙিয়ে দলীয় নেতা–কর্মী ও জনগণ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৮ তম জন্মদিন স্বতঃস্ফূর্তভাবে উদ্যাপন করেছে বলে জানিয়েছে দলটি। এ জন্য শেখ হাসিনা সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
শেখ হাসিনা বলেছেন, খুব দ্রুতই এ আঁধার কেটে যাবে এবং বাংলাদেশের জনগণকে শক্তি ও সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।
রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিটি আওয়ামী লীগের অফিশিয়াল ই–মেইল থেকে পাঠানো হয়নি। তবে, দলটির এক নেতা হোয়াটসঅ্যাপ নম্বর থেকে গণমাধ্যমে পাঠিয়েছেন। পরে অবশ্য আওয়ামী লীগ অফিশিয়াল ফেসবুক পেজেও এটি পোস্ট করা হয়েছে।
গত ৪ আগস্টের পর এটিই প্রথম আওয়ামী লীগের কোনো আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে শেখ হাসিনার জন্মদিন পালনকালে বাধা দেওয়া সত্ত্বেও কেউ পিছপা হয়নি। তাঁর প্রতি দেশের জনগণের এই অকৃত্রিম ভালোবাসা ও মমতায় শেখ হাসিনার অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বাংলাদেশের জনগণের কল্যাণে বরাবরের মতো নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
গত ২৮ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৮ তম জন্মদিন ছিল।
‘প্রতিকূল’ পরিস্থিতি ডিঙিয়ে দলীয় নেতা–কর্মী ও জনগণ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৮ তম জন্মদিন স্বতঃস্ফূর্তভাবে উদ্যাপন করেছে বলে জানিয়েছে দলটি। এ জন্য শেখ হাসিনা সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
শেখ হাসিনা বলেছেন, খুব দ্রুতই এ আঁধার কেটে যাবে এবং বাংলাদেশের জনগণকে শক্তি ও সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।
রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিটি আওয়ামী লীগের অফিশিয়াল ই–মেইল থেকে পাঠানো হয়নি। তবে, দলটির এক নেতা হোয়াটসঅ্যাপ নম্বর থেকে গণমাধ্যমে পাঠিয়েছেন। পরে অবশ্য আওয়ামী লীগ অফিশিয়াল ফেসবুক পেজেও এটি পোস্ট করা হয়েছে।
গত ৪ আগস্টের পর এটিই প্রথম আওয়ামী লীগের কোনো আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে শেখ হাসিনার জন্মদিন পালনকালে বাধা দেওয়া সত্ত্বেও কেউ পিছপা হয়নি। তাঁর প্রতি দেশের জনগণের এই অকৃত্রিম ভালোবাসা ও মমতায় শেখ হাসিনার অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বাংলাদেশের জনগণের কল্যাণে বরাবরের মতো নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
গত ২৮ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৮ তম জন্মদিন ছিল।
চায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের বাসভবনে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১২ ঘণ্টা আগেজুলাইয়ের ছাত্র আন্দোলন সফল হওয়ার পেছনে খোদ আওয়ামী লীগের সাধারণ সমর্থকদেরও ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চ (বিআইএসআর) ট্রাস্টের চেয়ারম্যান ড. খুরশিদ আলম। তিনি ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের জাতীয় পরিকল্পনা প্রণয়নকারী ও নীতিমালা প্রস্তুতকারী ছিলেন
১৩ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে যাওয়ার পরবর্তী তিন মাস ‘মবের মুল্লুক’ মনে হয়েছে। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাঁরা চেষ্টা করছেন সংস্কার করার। তাঁদের সফলতা-ব্যর্থতা নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। সময় দিতে হবে।’
১৪ ঘণ্টা আগেসংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল চেয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে জারি করা রুলের শুনানিতে তিনি বলেন, ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদ এক ধরনের বাক্স্বাধীনতাকে খর্ব করে। এ জন্য ৭০ অনুচ্ছেদ আমরা বাতিল চাই।’
১৪ ঘণ্টা আগে