নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসকেরা।
গত ১২ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। ৭৬ বছর বয়েসী খালেদা জিয়া অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও চোখের সমস্যায় ভুগছেন। ২৫ অক্টোবর তাঁর বায়োপসি করা হয়। রোববার বায়োপসি রিপোর্ট হাতে পেয়েছেন চিকিৎসকেরা। বর্তমানে রিপোর্ট দেখে তাঁর চিকিৎসা চলছে বলে তাঁরা জানান।
আজ সোমবার বিকেলে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) সুস্থ হয়ে উঠছেন। মেডিকেল বোর্ড নিয়মিত তাঁর বায়োপসিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টসমূহ পর্যালোচনা করে চিকিৎসা দিচ্ছে।’
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, হাসপাতালের কেবিনে আছেন খালেদা জিয়া। তিনি আগের চেয়ে ভালো আছেন। হাসপাতালের পাশাপাশি মাঝে-মধ্যে বাসা থেকেও তাঁর জন্য খাবার পাঠানো হচ্ছে। তাঁর প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি, ছোট ভাই শামীম এস্কান্দার, প্রয়াত ভাই সাইদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার নিয়মিত হাসপাতালে তাঁর খোঁজ-খবর রাখছেন।
এর আগে গত শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ‘খালেদা জিয়া ভালো আছেন’ বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চলতি বছরের মার্চে আরও একবার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। প্রায় দুই মাসের চিকিৎসা নিয়ে ১৯ জুন বাসায় ফেরেন তিনি। বাসায় ফিরে দুই ডোজ করোনার টিকা নেন।
দেশের চিকিৎসাকেন্দ্রে খালেদার সুচিকিৎসা সম্ভব নয় বলে অনেক দিন থেকেই তাঁকে দেশের বাইরে নেওয়ার পরামর্শ দিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা। কিন্তু আইনী জটিলতার কারণে বিদেশে যাওয়ার সুযোগ নেই শর্তসাপেক্ষে বাসায় থাকার অনুমতি পাওয়া খালেদার। এই বিষয়ে অনুমতির জন্য সরকারের কাছে আবেদন করে পরিবার। কিন্তু সেই আবেদনে সাড়া মেলেনি।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসকেরা।
গত ১২ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। ৭৬ বছর বয়েসী খালেদা জিয়া অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও চোখের সমস্যায় ভুগছেন। ২৫ অক্টোবর তাঁর বায়োপসি করা হয়। রোববার বায়োপসি রিপোর্ট হাতে পেয়েছেন চিকিৎসকেরা। বর্তমানে রিপোর্ট দেখে তাঁর চিকিৎসা চলছে বলে তাঁরা জানান।
আজ সোমবার বিকেলে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) সুস্থ হয়ে উঠছেন। মেডিকেল বোর্ড নিয়মিত তাঁর বায়োপসিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টসমূহ পর্যালোচনা করে চিকিৎসা দিচ্ছে।’
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, হাসপাতালের কেবিনে আছেন খালেদা জিয়া। তিনি আগের চেয়ে ভালো আছেন। হাসপাতালের পাশাপাশি মাঝে-মধ্যে বাসা থেকেও তাঁর জন্য খাবার পাঠানো হচ্ছে। তাঁর প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি, ছোট ভাই শামীম এস্কান্দার, প্রয়াত ভাই সাইদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার নিয়মিত হাসপাতালে তাঁর খোঁজ-খবর রাখছেন।
এর আগে গত শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ‘খালেদা জিয়া ভালো আছেন’ বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চলতি বছরের মার্চে আরও একবার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। প্রায় দুই মাসের চিকিৎসা নিয়ে ১৯ জুন বাসায় ফেরেন তিনি। বাসায় ফিরে দুই ডোজ করোনার টিকা নেন।
দেশের চিকিৎসাকেন্দ্রে খালেদার সুচিকিৎসা সম্ভব নয় বলে অনেক দিন থেকেই তাঁকে দেশের বাইরে নেওয়ার পরামর্শ দিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা। কিন্তু আইনী জটিলতার কারণে বিদেশে যাওয়ার সুযোগ নেই শর্তসাপেক্ষে বাসায় থাকার অনুমতি পাওয়া খালেদার। এই বিষয়ে অনুমতির জন্য সরকারের কাছে আবেদন করে পরিবার। কিন্তু সেই আবেদনে সাড়া মেলেনি।
ইন্টারপোলের রেড নোটিশ থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর নাম প্রত্যাহার করা হয়েছে। ইন্টারপোলের ওয়েব সাইট থেকে তাঁর নাম প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ। নাম প্রত্যাহারের জন্য পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) মতামত দিয়েছিল সিআইডি
৬ ঘণ্টা আগেষড়যন্ত্র এখনো থেমে যায়নি উল্লেখ করে নেতা-কর্মীদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে বোঝা যাচ্ছে, দেশের কোথাও একটা ষড়যন্ত্র চলছে। তাই জনগণকে সচেতন করতে হবে। জনগণকে সঙ্গে রাখতে হবে, থাকতে হবে।’
৮ ঘণ্টা আগেবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোনো অনুষ্ঠান পালন না করতে নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশ দেওয়া হয়
৮ ঘণ্টা আগেনিজের নামের সঙ্গে ‘দেশনায়ক’ কিংবা ‘রাষ্টনায়ক’ না জুড়ে দিতে দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার বিএনপি ঘোষিত ৩১ দফা নিয়ে ঢাকা বিভাগের
১১ ঘণ্টা আগে