নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্ষমতায় থাকতে সরকার দেশকে ‘পরনির্ভরশীল’ করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি এই অভিযোগ করেন।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এই আলোচনা সভার আয়োজন করে।
সভায় মির্জা ফখরুল বলেন, ‘নিজের স্বার্থে, ক্ষমতায় থাকার স্বার্থে, দেশকে কীভাবে বিক্রি করে দিচ্ছে, পরনির্ভরশীল করে ফেলেছে। তাদের (সরকার) কথাবার্তায় সব আসছে। তারা আজকে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে কার স্বার্থে? অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে সম্পূর্ণভাবে বিদেশেদের স্বার্থে। পরনির্ভরশীল একটা জাতিতে পরিণত করেছে।’
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জনগণের সমস্যা সমাধানে কোনো দিক নির্দেশনা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘মূল্যস্ফীতি কমানোর কোনো ব্যবস্থা বাজেটে নেই। যে সমস্ত জিনিসপত্র-মেশিনারিজ আমদানি করলে উৎপাদন বাড়তে পারে, সেগুলোর ওপরে ট্যাক্স আরোপ করেছে। তাহলে কর্মসংস্থান হবে কীভাবে?’
বর্তমান সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘এরা সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। দেশটাকে ওরা জাহান্নামে নিয়ে গেছে। এর চেয়েও খারাপ কিছু হতে পারে। সমস্ত সুন্দর তারা ধ্বংস করে দিয়েছে। মানুষের মধ্যে যে একটা সৌহার্দ্য ছিল, ভ্রাতৃত্ব ছিল—সেগুলো তারা ধ্বংস করে দিয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের সর্বক্ষেত্রে সরকার বন্ধ্যাত্ব সৃষ্টি করেছে। লাভটা তাদের! কারণ, তারা টাকা কামাচ্ছে, বিদেশে টাকা পাচার করছে...কোথাও কোনো কাজে তাদের সমস্যা হচ্ছে না। এ জন্য দেখবেন তাদের চেহারা চক চক করে। আমাদের বিরোধী দলের নেতা-কর্মীদের চেহারা খারাপ হয়ে গেছে...এটা বাস্তবতা।’
ক্ষমতায় থাকতে সরকার দেশকে ‘পরনির্ভরশীল’ করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি এই অভিযোগ করেন।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এই আলোচনা সভার আয়োজন করে।
সভায় মির্জা ফখরুল বলেন, ‘নিজের স্বার্থে, ক্ষমতায় থাকার স্বার্থে, দেশকে কীভাবে বিক্রি করে দিচ্ছে, পরনির্ভরশীল করে ফেলেছে। তাদের (সরকার) কথাবার্তায় সব আসছে। তারা আজকে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে কার স্বার্থে? অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে সম্পূর্ণভাবে বিদেশেদের স্বার্থে। পরনির্ভরশীল একটা জাতিতে পরিণত করেছে।’
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জনগণের সমস্যা সমাধানে কোনো দিক নির্দেশনা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘মূল্যস্ফীতি কমানোর কোনো ব্যবস্থা বাজেটে নেই। যে সমস্ত জিনিসপত্র-মেশিনারিজ আমদানি করলে উৎপাদন বাড়তে পারে, সেগুলোর ওপরে ট্যাক্স আরোপ করেছে। তাহলে কর্মসংস্থান হবে কীভাবে?’
বর্তমান সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘এরা সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। দেশটাকে ওরা জাহান্নামে নিয়ে গেছে। এর চেয়েও খারাপ কিছু হতে পারে। সমস্ত সুন্দর তারা ধ্বংস করে দিয়েছে। মানুষের মধ্যে যে একটা সৌহার্দ্য ছিল, ভ্রাতৃত্ব ছিল—সেগুলো তারা ধ্বংস করে দিয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের সর্বক্ষেত্রে সরকার বন্ধ্যাত্ব সৃষ্টি করেছে। লাভটা তাদের! কারণ, তারা টাকা কামাচ্ছে, বিদেশে টাকা পাচার করছে...কোথাও কোনো কাজে তাদের সমস্যা হচ্ছে না। এ জন্য দেখবেন তাদের চেহারা চক চক করে। আমাদের বিরোধী দলের নেতা-কর্মীদের চেহারা খারাপ হয়ে গেছে...এটা বাস্তবতা।’
চায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের বাসভবনে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৯ ঘণ্টা আগেজুলাইয়ের ছাত্র আন্দোলন সফল হওয়ার পেছনে খোদ আওয়ামী লীগের সাধারণ সমর্থকদেরও ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চ (বিআইএসআর) ট্রাস্টের চেয়ারম্যান ড. খুরশিদ আলম। তিনি ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের জাতীয় পরিকল্পনা প্রণয়নকারী ও নীতিমালা প্রস্তুতকারী ছিলেন
১০ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে যাওয়ার পরবর্তী তিন মাস ‘মবের মুল্লুক’ মনে হয়েছে। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাঁরা চেষ্টা করছেন সংস্কার করার। তাঁদের সফলতা-ব্যর্থতা নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। সময় দিতে হবে।’
১১ ঘণ্টা আগেসংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল চেয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে জারি করা রুলের শুনানিতে তিনি বলেন, ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদ এক ধরনের বাক্স্বাধীনতাকে খর্ব করে। এ জন্য ৭০ অনুচ্ছেদ আমরা বাতিল চাই।’
১১ ঘণ্টা আগে