নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই দাবি আদায়ের আহ্বানও জানান তিনি।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমবায় দলের এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘খালেদা জিয়া হচ্ছেন গণতন্ত্রের প্রতীক। তাঁর মুক্তির দাবি জনগণেরই দাবি। এই দাবি আমাদের আদায় করতে হবে।’
গত মঙ্গলবার বিএনপির চেয়ারপারসনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে। বুধবার হাসপাতালে গিয়েছিলেন বিএনপির মহাসচিব।
চিকিৎসকদের বরাত দিয়ে অনুষ্ঠানে ফখরুল বলেন, `মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বেশ চিন্তিত। চিকিৎসকেরা মনে করছেন, বিএনপির চেয়ারপারসনের অনেকগুলো অসুখ আছে। এই অসুখগুলোর যে সামগ্রিক চিকিৎসা, সেই চিকিৎসার জন্য অ্যাডভান্স ট্রিটমেন্ট সেন্টার দরকার, যেটা এখানে সম্ভব নয়। যে কারণে বারবার আমরা বলছি, খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, নিঃশর্ত মুক্তি।'
বর্তমান সরকার খালেদা জিয়াকে প্রতিহিংসামূলক মামলা দিয়ে জোর করে আটকে রেখেছে—এমন অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের খুব পরিষ্কার কথা। তাঁর (খালেদা) যেটা প্রাপ্য, জামিনটা তাঁর প্রাপ্য। এই মামলায় তাঁর জামিন অবশ্যই প্রাপ্য। তাঁকে জামিন দিতে হবে এবং বিদেশে চিকিৎসার সুযোগ দিতে হবে।’
এর আগে করোনায় আক্রান্ত হয়ে চলতি বছরের ২৭ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। প্রায় দুই মাস পরে গত ১৯ জুন তাঁকে হাসপাতাল থেকে গুলশানের বাসায় আনা হয়।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই দাবি আদায়ের আহ্বানও জানান তিনি।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমবায় দলের এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘খালেদা জিয়া হচ্ছেন গণতন্ত্রের প্রতীক। তাঁর মুক্তির দাবি জনগণেরই দাবি। এই দাবি আমাদের আদায় করতে হবে।’
গত মঙ্গলবার বিএনপির চেয়ারপারসনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে। বুধবার হাসপাতালে গিয়েছিলেন বিএনপির মহাসচিব।
চিকিৎসকদের বরাত দিয়ে অনুষ্ঠানে ফখরুল বলেন, `মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বেশ চিন্তিত। চিকিৎসকেরা মনে করছেন, বিএনপির চেয়ারপারসনের অনেকগুলো অসুখ আছে। এই অসুখগুলোর যে সামগ্রিক চিকিৎসা, সেই চিকিৎসার জন্য অ্যাডভান্স ট্রিটমেন্ট সেন্টার দরকার, যেটা এখানে সম্ভব নয়। যে কারণে বারবার আমরা বলছি, খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, নিঃশর্ত মুক্তি।'
বর্তমান সরকার খালেদা জিয়াকে প্রতিহিংসামূলক মামলা দিয়ে জোর করে আটকে রেখেছে—এমন অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের খুব পরিষ্কার কথা। তাঁর (খালেদা) যেটা প্রাপ্য, জামিনটা তাঁর প্রাপ্য। এই মামলায় তাঁর জামিন অবশ্যই প্রাপ্য। তাঁকে জামিন দিতে হবে এবং বিদেশে চিকিৎসার সুযোগ দিতে হবে।’
এর আগে করোনায় আক্রান্ত হয়ে চলতি বছরের ২৭ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। প্রায় দুই মাস পরে গত ১৯ জুন তাঁকে হাসপাতাল থেকে গুলশানের বাসায় আনা হয়।
অভ্যন্তরীণ হস্তক্ষেপ না করার মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোতে পারে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ভারত ও বাংলাদেশের মধ্যে পানি বণ্টন সংকটের মীমাংসা খুঁজতে ‘অভিন্ন নদীর পানি ও ভারত...
১৫ ঘণ্টা আগেসুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
১৬ ঘণ্টা আগেআওয়ামী লীগের নেতা-কর্মীরা যদি ভালো হয়ে যেতে চান, তাহলে সকল সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের
১৭ ঘণ্টা আগেদেশে গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী বিপ্লবী সরকার গঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম। তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার গঠিত হয়নি। ফলে শেখ হাসিনা পালিয়ে যেতে পেরেছেন
২১ ঘণ্টা আগে