কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ দাবি করেছেন, কোটা সংস্কার আন্দোলন চলাকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসসহ বিদেশে বিভিন্ন স্থানে বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভে প্রবাসী পাকিস্তানিরা অংশ নিয়েছেন। এতে প্রমাণ হয়, বিএনপি-জামায়াত চক্র এসব বিক্ষোভ আয়োজনে পাকিস্তানিদের সহায়তা নিয়েছে।
আজ বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ দাবি করেন।
পাকিস্তান সরকারের কাছে এ প্রসঙ্গটি তোলা হয়েছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘প্রবাসী পাকিস্তানিরা অংশ নেওয়ার বিষয়ে দেশটির সরকারের কাছে জানতে চাওয়া হয়নি।’
মন্ত্রী বলেন, ‘সৌদি আরবে ও সংযুক্ত আরব আমিরাতে একই ইস্যুতে বিক্ষোভ হয়েছে। সেখানে কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।’
ঢাকায় সৌদি রাষ্ট্রদূত দেশটিতে বিক্ষোভ হওয়া ও গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন বলে উল্লেখ করেন মন্ত্রী। তবে সৌদি আরবের কোথায় বিক্ষোভ হয়েছে ও কতজন গ্রেপ্তার হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য মন্ত্রণালয় পায়নি।
মন্ত্রী বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা বন্ধ করে দেওয়ার বিষয়টি পুরোপুরি অসত্য।’
কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা বিদেশি কূটনীতিকদের দেখানোর পর ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন, সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তর ও বাংলাদেশ টেলিভিশন ভবন (বিটিভি) কূটনীতিকদের দেখাতে নিয়ে যায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্রমন্ত্রীর দাবি, ঢাকায় ২৩ দেশের রাষ্ট্রদূতসহ ৪৯ দেশের কূটনীতিকেরা এসব স্থাপনা দেখতে যান। তিনি বলেন, কূটনীতিকেরা ক্ষয়ক্ষতি দেখে মন্তব্য করেছেন যে, এমন ধ্বংসযজ্ঞ লজ্জাজনক।
বিটিভি ভবনে সহিংসতায় ক্ষয়ক্ষতি কল্পনার বাইরে, এমন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা বিরোধী জঙ্গিগোষ্ঠী ধ্বংসযজ্ঞে পাকিস্তানিদের সহায়তা নিয়েছে।’
রাষ্ট্রীয় স্থাপনার ওপর ধ্বংসযজ্ঞ চালানোকে রাষ্ট্রের ওপর হামলা হিসেবে অভিহিত করেন মন্ত্রী। তিনি বলেন, ‘পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে মানুষের ঘরবাড়ি পুড়িয়েছে, একই কায়দায় এবার রাষ্ট্রীয় স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানো হয়।’
সহিংসতায় কতজনের প্রাণহানি ঘটেছে, বিদেশি কূটনীতিকেরা জানতে চেয়েছেন কিনা, ‘এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কতজন মারা গেছেন, এটা সবাই জানতে চায়। এ বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।’
এদিকে বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতিসংঘের লোগোসহ যানবাহন ব্যবহার নিয়ে বিশ্ব সংস্থাটি প্রশ্ন তুলেছে। এ বিষয়ে এক প্রশ্নে মন্ত্রী বলেন, ‘যানবাহনগুলো বাংলাদেশের। এগুলো ভাড়ায় (শান্তিরক্ষা মিশনে) দেওয়া হয়। তবে ভুলক্রমে (জাতিসংঘের) লোগো মুছে ফেলা হয়নি।’
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজেরিখ গত সোমবার নিউইয়র্কে এক ব্রিফিংয়ে বলেন, ‘কেবল শান্তিরক্ষা মিশনেই জাতিসংঘের লোগোসহ যানবাহন ব্যবহার করা যায়। বিষয়টি বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হয়েছে।’
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ দাবি করেছেন, কোটা সংস্কার আন্দোলন চলাকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসসহ বিদেশে বিভিন্ন স্থানে বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভে প্রবাসী পাকিস্তানিরা অংশ নিয়েছেন। এতে প্রমাণ হয়, বিএনপি-জামায়াত চক্র এসব বিক্ষোভ আয়োজনে পাকিস্তানিদের সহায়তা নিয়েছে।
আজ বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ দাবি করেন।
পাকিস্তান সরকারের কাছে এ প্রসঙ্গটি তোলা হয়েছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘প্রবাসী পাকিস্তানিরা অংশ নেওয়ার বিষয়ে দেশটির সরকারের কাছে জানতে চাওয়া হয়নি।’
মন্ত্রী বলেন, ‘সৌদি আরবে ও সংযুক্ত আরব আমিরাতে একই ইস্যুতে বিক্ষোভ হয়েছে। সেখানে কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।’
ঢাকায় সৌদি রাষ্ট্রদূত দেশটিতে বিক্ষোভ হওয়া ও গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন বলে উল্লেখ করেন মন্ত্রী। তবে সৌদি আরবের কোথায় বিক্ষোভ হয়েছে ও কতজন গ্রেপ্তার হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য মন্ত্রণালয় পায়নি।
মন্ত্রী বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা বন্ধ করে দেওয়ার বিষয়টি পুরোপুরি অসত্য।’
কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা বিদেশি কূটনীতিকদের দেখানোর পর ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন, সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তর ও বাংলাদেশ টেলিভিশন ভবন (বিটিভি) কূটনীতিকদের দেখাতে নিয়ে যায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্রমন্ত্রীর দাবি, ঢাকায় ২৩ দেশের রাষ্ট্রদূতসহ ৪৯ দেশের কূটনীতিকেরা এসব স্থাপনা দেখতে যান। তিনি বলেন, কূটনীতিকেরা ক্ষয়ক্ষতি দেখে মন্তব্য করেছেন যে, এমন ধ্বংসযজ্ঞ লজ্জাজনক।
বিটিভি ভবনে সহিংসতায় ক্ষয়ক্ষতি কল্পনার বাইরে, এমন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা বিরোধী জঙ্গিগোষ্ঠী ধ্বংসযজ্ঞে পাকিস্তানিদের সহায়তা নিয়েছে।’
রাষ্ট্রীয় স্থাপনার ওপর ধ্বংসযজ্ঞ চালানোকে রাষ্ট্রের ওপর হামলা হিসেবে অভিহিত করেন মন্ত্রী। তিনি বলেন, ‘পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে মানুষের ঘরবাড়ি পুড়িয়েছে, একই কায়দায় এবার রাষ্ট্রীয় স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানো হয়।’
সহিংসতায় কতজনের প্রাণহানি ঘটেছে, বিদেশি কূটনীতিকেরা জানতে চেয়েছেন কিনা, ‘এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কতজন মারা গেছেন, এটা সবাই জানতে চায়। এ বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।’
এদিকে বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতিসংঘের লোগোসহ যানবাহন ব্যবহার নিয়ে বিশ্ব সংস্থাটি প্রশ্ন তুলেছে। এ বিষয়ে এক প্রশ্নে মন্ত্রী বলেন, ‘যানবাহনগুলো বাংলাদেশের। এগুলো ভাড়ায় (শান্তিরক্ষা মিশনে) দেওয়া হয়। তবে ভুলক্রমে (জাতিসংঘের) লোগো মুছে ফেলা হয়নি।’
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজেরিখ গত সোমবার নিউইয়র্কে এক ব্রিফিংয়ে বলেন, ‘কেবল শান্তিরক্ষা মিশনেই জাতিসংঘের লোগোসহ যানবাহন ব্যবহার করা যায়। বিষয়টি বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হয়েছে।’
চায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের বাসভবনে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১১ ঘণ্টা আগেজুলাইয়ের ছাত্র আন্দোলন সফল হওয়ার পেছনে খোদ আওয়ামী লীগের সাধারণ সমর্থকদেরও ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চ (বিআইএসআর) ট্রাস্টের চেয়ারম্যান ড. খুরশিদ আলম। তিনি ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের জাতীয় পরিকল্পনা প্রণয়নকারী ও নীতিমালা প্রস্তুতকারী ছিলেন
১২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে যাওয়ার পরবর্তী তিন মাস ‘মবের মুল্লুক’ মনে হয়েছে। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাঁরা চেষ্টা করছেন সংস্কার করার। তাঁদের সফলতা-ব্যর্থতা নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। সময় দিতে হবে।’
১৩ ঘণ্টা আগেসংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল চেয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে জারি করা রুলের শুনানিতে তিনি বলেন, ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদ এক ধরনের বাক্স্বাধীনতাকে খর্ব করে। এ জন্য ৭০ অনুচ্ছেদ আমরা বাতিল চাই।’
১৩ ঘণ্টা আগে