নিজস্ব প্রতিবেদক
বিএনপিতে ভাঙন ধরানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদিন। তবে এই ষড়যন্ত্র সফল হবে না বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী পালিত কর্মসূচির আওতায় ঢাকা জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে।
জেলা পর্যায়ে সমাবেশ সফল করতে স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব ও সম্পাদক পর্যায়ের ৭৫ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরই মধ্যে দায়িত্বপ্রাপ্ত নেতারা সংশ্লিষ্ট জেলা ও মহানগরে অবস্থান করছেন।
প্রধান অতিথির বক্তৃতায় জয়নুল আবেদিন বলেন, ‘আমার কানে একটা কথা এসেছে, আমাদের দলের মধ্যে একটা ভাঙন ধরানোর চেষ্টা করা হচ্ছে। হালুয়া রুটির লোভে কিছু লোক চলে যাবে। যদিও আমি এ ধরনের লক্ষণ দেখি না। তার পরও যা কানে শুনি তাদের উদ্দেশে বলতে চাই, আপনারা যদি হালুয়া-রুটির লোভের কারণে চলে যান, দলের সঙ্গে বেইমানি করেন, এই বেইমানদের জায়গা বাংলাদেশের মাটিতে হবে না।’
দল ভাঙনের ষড়যন্ত্রের অভিযোগ করে সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘এই দল (বিএনপি) জিয়াউর রহমানের দল, খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল। যত চেষ্টাই করেন, এই দলকে ভাঙা যাবে না। এই দল মচকাবে, ভাঙবে না।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘আন্দোলনের কী দেখেছেন? এরশাদ ৯ বছর ক্ষমতায় ছিল, তখন আমাদের দেশনেত্রীর (খালেদা জিয়া) নেতৃত্বে আন্দোলন সফল হয়েছে। কোনো ষড়যন্ত্র কাজে আসে নাই।’
সমাবেশে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি না দেওয়ায় সরকারের সমালোচনা করেন জয়নুল আবেদিন। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়ার সুযোগ আইনে রয়েছে। আইনমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, যদি আইনে সুযোগ না থাকে, আমি জীবনে কোনো দিন সুপ্রিম কোর্টে ওকালতি করব না। আর যদি সুযোগ থাকে, তাহলে আইনমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আইনমন্ত্রী আমার চ্যালেঞ্জ গ্রহণ করেননি। সরকার আসলে খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় তিলে তিলে মেরে ফেলতে চাইছে। আমি আশা করি, এই সরকারের পতন না দেখে খালেদা জিয়ার মৃত্যু হবে না।’
গুম-খুনের চিত্র তুলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের দিকে দেশের মানুষ তাকিয়ে আছে। বোন তার ভাইকে হারিয়েছে, মা-বাবা তাঁর সন্তান হারিয়েছেন, স্ত্রী তাঁর স্বামীকে হারিয়েছেন, সন্তান তার বাবাকে হারিয়েছে। এসব পরিবার হারানো স্বজনেরা অপেক্ষায় পথ চেয়ে আছেন। তাঁরা আশা করে আছেন, এই সরকারের পতনের মধ্য দিয়ে স্বজনহারা পরিবার তার প্রিয় স্বজনের সন্ধান পাবেন। আমরা দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র, আইনের শাসন, ভোটাধিকার ও জনগণের সরকার প্রতিষ্ঠা করব। এ জন্য আমাদের আরও প্রস্তুতি নিতে হবে।’
সমাবেশে ঢাকা জেলা বিএনপির সভাপতি সালাহউদ্দিন সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক সমাবেশ পরিচালনা করেন।
বিএনপিতে ভাঙন ধরানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদিন। তবে এই ষড়যন্ত্র সফল হবে না বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী পালিত কর্মসূচির আওতায় ঢাকা জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে।
জেলা পর্যায়ে সমাবেশ সফল করতে স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব ও সম্পাদক পর্যায়ের ৭৫ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরই মধ্যে দায়িত্বপ্রাপ্ত নেতারা সংশ্লিষ্ট জেলা ও মহানগরে অবস্থান করছেন।
প্রধান অতিথির বক্তৃতায় জয়নুল আবেদিন বলেন, ‘আমার কানে একটা কথা এসেছে, আমাদের দলের মধ্যে একটা ভাঙন ধরানোর চেষ্টা করা হচ্ছে। হালুয়া রুটির লোভে কিছু লোক চলে যাবে। যদিও আমি এ ধরনের লক্ষণ দেখি না। তার পরও যা কানে শুনি তাদের উদ্দেশে বলতে চাই, আপনারা যদি হালুয়া-রুটির লোভের কারণে চলে যান, দলের সঙ্গে বেইমানি করেন, এই বেইমানদের জায়গা বাংলাদেশের মাটিতে হবে না।’
দল ভাঙনের ষড়যন্ত্রের অভিযোগ করে সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘এই দল (বিএনপি) জিয়াউর রহমানের দল, খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল। যত চেষ্টাই করেন, এই দলকে ভাঙা যাবে না। এই দল মচকাবে, ভাঙবে না।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘আন্দোলনের কী দেখেছেন? এরশাদ ৯ বছর ক্ষমতায় ছিল, তখন আমাদের দেশনেত্রীর (খালেদা জিয়া) নেতৃত্বে আন্দোলন সফল হয়েছে। কোনো ষড়যন্ত্র কাজে আসে নাই।’
সমাবেশে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি না দেওয়ায় সরকারের সমালোচনা করেন জয়নুল আবেদিন। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়ার সুযোগ আইনে রয়েছে। আইনমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, যদি আইনে সুযোগ না থাকে, আমি জীবনে কোনো দিন সুপ্রিম কোর্টে ওকালতি করব না। আর যদি সুযোগ থাকে, তাহলে আইনমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আইনমন্ত্রী আমার চ্যালেঞ্জ গ্রহণ করেননি। সরকার আসলে খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় তিলে তিলে মেরে ফেলতে চাইছে। আমি আশা করি, এই সরকারের পতন না দেখে খালেদা জিয়ার মৃত্যু হবে না।’
গুম-খুনের চিত্র তুলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের দিকে দেশের মানুষ তাকিয়ে আছে। বোন তার ভাইকে হারিয়েছে, মা-বাবা তাঁর সন্তান হারিয়েছেন, স্ত্রী তাঁর স্বামীকে হারিয়েছেন, সন্তান তার বাবাকে হারিয়েছে। এসব পরিবার হারানো স্বজনেরা অপেক্ষায় পথ চেয়ে আছেন। তাঁরা আশা করে আছেন, এই সরকারের পতনের মধ্য দিয়ে স্বজনহারা পরিবার তার প্রিয় স্বজনের সন্ধান পাবেন। আমরা দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র, আইনের শাসন, ভোটাধিকার ও জনগণের সরকার প্রতিষ্ঠা করব। এ জন্য আমাদের আরও প্রস্তুতি নিতে হবে।’
সমাবেশে ঢাকা জেলা বিএনপির সভাপতি সালাহউদ্দিন সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক সমাবেশ পরিচালনা করেন।
মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে স্মরণ করা হয়েছে। গতকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টাঙ্গাইলে মওলানা ভাসানীর সমাধিস্থলে নানা শ্রেণি-পেশার মানুষের ভিড় জমে।
১৩ ঘণ্টা আগেজাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া ভাষণে নির্বাচন নিয়ে স্পষ্ট ঘোষণা না থাকায় হতাশা প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলো।
১৫ ঘণ্টা আগেইউনূস সরকার ট্রাফিক জ্যামে ঘুরপাক খাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে হওয়া মামলা
২০ ঘণ্টা আগেদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কালবিলম্ব না করে স্বল্পতম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ লক্ষ্যে অনতিবিলম্বে নির্বাচন রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন তিনি...
২ দিন আগে