ঢাবি প্রতিনিধি
বিএনপির ছাত্রসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বে ১৫টি ছাত্রসংগঠন মিলে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্য’ নামে নতুন জোট আত্মপ্রকাশ হয়েছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে নতুন এ জোট ঘোষণা করেন। ভোটাধিকার, সন্ত্রাস ও দখলদারিমুক্ত নিরাপদ ক্যাম্পাস, সর্বজনীন শিক্ষা ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এ জোট গঠন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) রাশেদ ইকবাল খান, ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান রিচার্ড ও ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীবকে নতুন এ জোটের সমন্বয়ক এবং জোটে থাকা ছাত্রসংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকেরা কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
জোটের পক্ষ থেকে ৯ দফা দাবি পেশ করা হয়। দাবিগুলো পেশ করেন জোটের মুখপাত্র সাইফ মাহমুদ জুয়েল। স্বনির্ভর, সমৃদ্ধিশালী, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ভোটাধিকার বঞ্চিত সব মানুষকে রাজপথের সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানান জুয়েল।
দাবিগুলোর মধ্যে রয়েছে—শিক্ষাঙ্গনকে সন্ত্রাস ও দখলদারিমুক্ত করা, ছাত্র সংসদ নির্বাচন, শিক্ষাপ্রতিষ্ঠানে সব ছাত্রসংগঠনের সহাবস্থান প্রভৃতির দাবির পাশাপাশি সরকারের পদত্যাগ, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও রাষ্ট্রে সংস্কারে সরকারবিরোধী আন্দোলনে রাজনৈতিক দলগুলোর ৩১ দফা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি, সাইবার সিকিউরিটি আইনসহ নিবর্তনমূলক সব কালা-কানুন বাতিল, শিক্ষার মান উন্নয়ন, মাতৃভাষায় শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে জাতীয় অনুবাদ সংস্থা গঠন, মেধা ও যোগ্যতার শিক্ষা গ্রহণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সব জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি।
জোটের অন্যতম সমন্বয়ক আরিফুল ইসলাম আদীব আজকের পত্রিকাকে বলেন, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও ফ্যাসিবাদী সরকারের পতনের দাবিকে বেগবান করতে নতুন এ জোট সর্বাত্মক কাজ করে যাবে। একই সঙ্গে ক্যাম্পাসগুলোকে দখলদারি মুক্ত রেখে সহাবস্থান নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে।
জোটের ১৫টি সংগঠন হলো—জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ফেডারেশন, ছাত্রলীগ (জেএসডি), গণতান্ত্রিক ছাত্র দল (এলডিপি), নাগরিক ছাত্র ঐক্য, জাগপা ছাত্রলীগ, ভাসানী ছাত্র পরিষদ, ছাত্র ফোরাম (গণফোরাম, মন্টু), জাতীয় ছাত্র সমাজ (কাজী জাফর), জাগপা ছাত্রলীগ (খন্দকার লুৎফর), ছাত্র জমিয়ত বাংলাদেশ, জাতীয় ছাত্র সমাজ (বিজেপি-পার্থ), রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং বিপ্লবী ছাত্র সংহতি।
নতুন এ জোট ঘোষণার সময় শরিক সংগঠনগুলোর সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপির ছাত্রসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বে ১৫টি ছাত্রসংগঠন মিলে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্য’ নামে নতুন জোট আত্মপ্রকাশ হয়েছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে নতুন এ জোট ঘোষণা করেন। ভোটাধিকার, সন্ত্রাস ও দখলদারিমুক্ত নিরাপদ ক্যাম্পাস, সর্বজনীন শিক্ষা ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এ জোট গঠন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) রাশেদ ইকবাল খান, ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান রিচার্ড ও ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীবকে নতুন এ জোটের সমন্বয়ক এবং জোটে থাকা ছাত্রসংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকেরা কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
জোটের পক্ষ থেকে ৯ দফা দাবি পেশ করা হয়। দাবিগুলো পেশ করেন জোটের মুখপাত্র সাইফ মাহমুদ জুয়েল। স্বনির্ভর, সমৃদ্ধিশালী, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ভোটাধিকার বঞ্চিত সব মানুষকে রাজপথের সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানান জুয়েল।
দাবিগুলোর মধ্যে রয়েছে—শিক্ষাঙ্গনকে সন্ত্রাস ও দখলদারিমুক্ত করা, ছাত্র সংসদ নির্বাচন, শিক্ষাপ্রতিষ্ঠানে সব ছাত্রসংগঠনের সহাবস্থান প্রভৃতির দাবির পাশাপাশি সরকারের পদত্যাগ, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও রাষ্ট্রে সংস্কারে সরকারবিরোধী আন্দোলনে রাজনৈতিক দলগুলোর ৩১ দফা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি, সাইবার সিকিউরিটি আইনসহ নিবর্তনমূলক সব কালা-কানুন বাতিল, শিক্ষার মান উন্নয়ন, মাতৃভাষায় শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে জাতীয় অনুবাদ সংস্থা গঠন, মেধা ও যোগ্যতার শিক্ষা গ্রহণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সব জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি।
জোটের অন্যতম সমন্বয়ক আরিফুল ইসলাম আদীব আজকের পত্রিকাকে বলেন, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও ফ্যাসিবাদী সরকারের পতনের দাবিকে বেগবান করতে নতুন এ জোট সর্বাত্মক কাজ করে যাবে। একই সঙ্গে ক্যাম্পাসগুলোকে দখলদারি মুক্ত রেখে সহাবস্থান নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে।
জোটের ১৫টি সংগঠন হলো—জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ফেডারেশন, ছাত্রলীগ (জেএসডি), গণতান্ত্রিক ছাত্র দল (এলডিপি), নাগরিক ছাত্র ঐক্য, জাগপা ছাত্রলীগ, ভাসানী ছাত্র পরিষদ, ছাত্র ফোরাম (গণফোরাম, মন্টু), জাতীয় ছাত্র সমাজ (কাজী জাফর), জাগপা ছাত্রলীগ (খন্দকার লুৎফর), ছাত্র জমিয়ত বাংলাদেশ, জাতীয় ছাত্র সমাজ (বিজেপি-পার্থ), রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং বিপ্লবী ছাত্র সংহতি।
নতুন এ জোট ঘোষণার সময় শরিক সংগঠনগুলোর সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অভ্যন্তরীণ হস্তক্ষেপ না করার মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোতে পারে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ভারত ও বাংলাদেশের মধ্যে পানি বণ্টন সংকটের মীমাংসা খুঁজতে ‘অভিন্ন নদীর পানি ও ভারত...
১৬ ঘণ্টা আগেসুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
১৭ ঘণ্টা আগেআওয়ামী লীগের নেতা-কর্মীরা যদি ভালো হয়ে যেতে চান, তাহলে সকল সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের
১৮ ঘণ্টা আগেদেশে গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী বিপ্লবী সরকার গঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম। তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার গঠিত হয়নি। ফলে শেখ হাসিনা পালিয়ে যেতে পেরেছেন
১ দিন আগে