নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফায় পরিবর্তন-পরিমার্জনের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান তিনি।
তারেক রহমান বলেন, ‘৩১ দফাটা এমন বিষয় নয় যে আমরা কখনো পরিবর্তন করতে পারব না। সময় কাল দেশ ও মানুষের প্রয়োজনে আমরা কোনো বিষয় পরিবর্তন করব, নতুন বিষয় এটাতে আমরা সম্পৃক্ত করব।’
তিনি বলেন, ‘বিএনপি এমন একটি দল যার কাছে মানুষ প্রত্যাশা করে যে, এ দলটি দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো কিছু করবে এবং অবদান রাখবে।’
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ শীর্ষক এই কর্মশালায় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা অংশ নেন। তাদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘তোমরা যারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মানুষের কাছে যাচ্ছো দলের প্রতিনিধি হিসেবে। যাদের কাছে যাচ্ছো তারা ভবিষ্যতে এ দেশের নেতৃত্ব দেবে। তাদের কথা শুনবে। তাদের মতামত গ্রহণ করবে। তাদের মধ্য থেকে ভবিষ্যৎ সম্ভাবনাময়ী মানুষ বেরিয়ে আসবে। ভবিষ্যতের সেই মানুষগুলোর কাছে আমাদের যে লক্ষ্য, দেশ ও দেশের মানুষের জন্য আমরা যে কাজগুলো করব, তাদের কাছে তুলে ধরবে। আমরা তোমাদের কাঁধে দিয়েছি।’
ছাত্রদলের কাঁধে বিএনপি দায়িত্ব দিয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘তোমরা আত্মবিশ্বাস নিয়ে যাবে। মানুষের কাছে তুলে ধরবে। আমি এবং আমার দলের কোনো নেতৃবৃন্দ মাঠে থাকব না। মাঠে থাকবে তোমরা। তাই তোমরা কীভাবে দলকে উপস্থাপন করছো, কীভাবে মানুষের কাছে তুলে ধরবে তার বাস্তবতা আমাদের কাছে উঠে আসবে।’
তিনি আরও বলেন, ‘৫ আগস্টের আগের প্রেক্ষাপট ছিল এক রকম। এখন প্রেক্ষাপট হচ্ছে অন্য রকম। আমরা করব, আমরা বলব। আমরা কীভাবে কী কী করব। কীভাবে কী কী করব সেটি আমরা তোমাদের হাতে তুলে দিয়েছি। তোমরা মানুষের কাছে পৌঁছে দেবে। আমরা লড়েছি, আমরা গড়ব।’
দিনব্যাপী এই কর্মশালায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবি উল্লাহ, তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। প্রশিক্ষণ বিষয়ক এই কর্মশালাটি পরিচালনা করেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ জাতির সামনে উপস্থাপন করেন।
বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফায় পরিবর্তন-পরিমার্জনের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান তিনি।
তারেক রহমান বলেন, ‘৩১ দফাটা এমন বিষয় নয় যে আমরা কখনো পরিবর্তন করতে পারব না। সময় কাল দেশ ও মানুষের প্রয়োজনে আমরা কোনো বিষয় পরিবর্তন করব, নতুন বিষয় এটাতে আমরা সম্পৃক্ত করব।’
তিনি বলেন, ‘বিএনপি এমন একটি দল যার কাছে মানুষ প্রত্যাশা করে যে, এ দলটি দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো কিছু করবে এবং অবদান রাখবে।’
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ শীর্ষক এই কর্মশালায় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা অংশ নেন। তাদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘তোমরা যারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মানুষের কাছে যাচ্ছো দলের প্রতিনিধি হিসেবে। যাদের কাছে যাচ্ছো তারা ভবিষ্যতে এ দেশের নেতৃত্ব দেবে। তাদের কথা শুনবে। তাদের মতামত গ্রহণ করবে। তাদের মধ্য থেকে ভবিষ্যৎ সম্ভাবনাময়ী মানুষ বেরিয়ে আসবে। ভবিষ্যতের সেই মানুষগুলোর কাছে আমাদের যে লক্ষ্য, দেশ ও দেশের মানুষের জন্য আমরা যে কাজগুলো করব, তাদের কাছে তুলে ধরবে। আমরা তোমাদের কাঁধে দিয়েছি।’
ছাত্রদলের কাঁধে বিএনপি দায়িত্ব দিয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘তোমরা আত্মবিশ্বাস নিয়ে যাবে। মানুষের কাছে তুলে ধরবে। আমি এবং আমার দলের কোনো নেতৃবৃন্দ মাঠে থাকব না। মাঠে থাকবে তোমরা। তাই তোমরা কীভাবে দলকে উপস্থাপন করছো, কীভাবে মানুষের কাছে তুলে ধরবে তার বাস্তবতা আমাদের কাছে উঠে আসবে।’
তিনি আরও বলেন, ‘৫ আগস্টের আগের প্রেক্ষাপট ছিল এক রকম। এখন প্রেক্ষাপট হচ্ছে অন্য রকম। আমরা করব, আমরা বলব। আমরা কীভাবে কী কী করব। কীভাবে কী কী করব সেটি আমরা তোমাদের হাতে তুলে দিয়েছি। তোমরা মানুষের কাছে পৌঁছে দেবে। আমরা লড়েছি, আমরা গড়ব।’
দিনব্যাপী এই কর্মশালায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবি উল্লাহ, তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। প্রশিক্ষণ বিষয়ক এই কর্মশালাটি পরিচালনা করেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ জাতির সামনে উপস্থাপন করেন।
চায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের বাসভবনে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৩ ঘণ্টা আগেজুলাইয়ের ছাত্র আন্দোলন সফল হওয়ার পেছনে খোদ আওয়ামী লীগের সাধারণ সমর্থকদেরও ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চ (বিআইএসআর) ট্রাস্টের চেয়ারম্যান ড. খুরশিদ আলম। তিনি ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের জাতীয় পরিকল্পনা প্রণয়নকারী ও নীতিমালা প্রস্তুতকারী ছিলেন
১৩ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে যাওয়ার পরবর্তী তিন মাস ‘মবের মুল্লুক’ মনে হয়েছে। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাঁরা চেষ্টা করছেন সংস্কার করার। তাঁদের সফলতা-ব্যর্থতা নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। সময় দিতে হবে।’
১৪ ঘণ্টা আগেসংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল চেয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে জারি করা রুলের শুনানিতে তিনি বলেন, ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদ এক ধরনের বাক্স্বাধীনতাকে খর্ব করে। এ জন্য ৭০ অনুচ্ছেদ আমরা বাতিল চাই।’
১৫ ঘণ্টা আগে