নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগকে ৪২০ পার্টি বলে ভর্ৎসন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমাদের অনেক নেতা-কর্মী বলেন, অনেকেই বলেন আওয়ামী লীগ একটি ফোরটোয়েন্টি পার্টি। আমি তাদের সঙ্গে একমত। আমি শুধু এটার সঙ্গে আরও একটু যোগ করতে চাই। আওয়ামী লীগ হলো একটি প্রতারক দল। এই সরকার পরিকল্পিতভাবে প্রতারণার মাধ্যমে আমাদের যে অধিকার ছিল সেগুলোকে নষ্ট করেছে।’
জ্বালানি তেলের দাম বাড়ানো এবং ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দুই নেতা নিহতের প্রতিবাদে চলমান কর্মসূচি করছে বিএনপি ও এর অঙ্গ--সহযোগী সংগঠনগুলো। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।
২০০৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের নেত্রী বলেছিলেন আমি ক্ষমতায় গেলে ১০ টাকা কেজি চাল খাওয়াব, ঘরে ঘরে চাকরি দেব। বিনা পয়সায় সার দেব। তাই না? এখন সারের দাম কত! বাইশ টাকা! যে ইউরিয়া সার ১০ টাকা কেজি ছিল সেটা এখন বাইশ টাকা। এবং আজকে আবার এই সরকার সারের দাম বাড়িয়েছে ৩৫ শতাংশ। আজকে ঘরে ঘরে চাকরি তো দূরে থাকা। কোন কাজের সুযোগ নেই শিক্ষিত ছেলেদের জন্য। আমাদের অনেক ছেলে যারা এখন মোটরসাইকেল চালায়। শিক্ষিত ছেলে। আমাদের অনেক ছেলে আছে যারা এখন হকারি করে। আমাদের অনেক ছেলে আছে, যারা এগুলো বলে না। তারা এখন রিকশা চালায়, সিএনজি চালায়।’
দশ টাকা কেজি চাল, বিনা মূল্যে সার, ঘরে ঘরে চাকরি কোনোটাই এই সরকার দিতে পারেনি। এই সরকার শুধু আওয়ামী লীগ করা লোকজনের চাকরি দেয় বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এই স্বৈরাচারী, লুটেরা, ভোট ডাকাত, ফ্যাসিবাদ সরকারের হাত থেকে জনগণকে রক্ষা করতে হলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কথা আপনাদেরকে (নেতা-কর্মীদের) বলেছেন, ফয়সালা করতে হবে রাজপথে। এই ফয়সালা করতে প্রস্তুত বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো।’
বক্তব্যে কুইক রেন্টালের সমালোচনা করে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘আমি বলতে চাচ্ছি, গত তিন বছরে এ দেশের ৫৪ হাজার কোটি টাকা কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে পাচার করে দেওয়া হয়েছে। এখনো লোডশেডিং চলছে, আমরা বিদ্যুৎ পাইনা। কিন্তু কুইক রেন্টালের টাকা বন্ধ নাই, ওদের টাকা দেওয়া হচ্ছে। কার টাকা যাচ্ছে, কোথায় যাচ্ছে কোনো খবর নাই। গত ১০ বছরে পাচার হয়েছে সাড়ে ৬ লক্ষ কোটি টাকা।’
স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমাদের কোনো কথা নেই আমাদের দাবি একটাই-শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, এই সংসদ বাতিল করতে হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকার দিতে হবে, এই নির্বাচন কমিশন বাতিল করতে হবে…. । আমরা যখন রাস্তায় নেমেই গেছি। আমরা দাবি আদায় না করে যাব না।’
ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘বাংলাদেশ আজ লন্ঠিত। এই দুর্নীতিবাজ সরকারের লুণ্ঠন থেকে বাংলাদেশকে রক্ষা করা এখন সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির ওপর একটা ঈমানি দায়িত্ব। আমি নেতৃবৃন্দকে বলব, আপনারা সবাই মিলে এই লুন্ঠনকারীদের হাত থেকে বাংলাদেশকে বাঁচাই।’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এবং সদস্যসচিব রফিকুল আলম মজনু এবং উত্তরের সদস্যসচিব আমিনুল হক এই সমাবেশ সঞ্চালনা করেন। বক্তব্য রাখেন দলটির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন, সামসুল হক দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু।
এই প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে। আগামীকাল শুক্রবার দেশের অন্যান্য মহানগর ও জেলায় জেলায় সমাবেশ করবে বিএনপি। সেই সঙ্গে চলতি মাসের ২২ তারিখ থেকে দেশের সব উপজেলা পর্যায়ে সমাবেশের ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আওয়ামী লীগকে ৪২০ পার্টি বলে ভর্ৎসন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমাদের অনেক নেতা-কর্মী বলেন, অনেকেই বলেন আওয়ামী লীগ একটি ফোরটোয়েন্টি পার্টি। আমি তাদের সঙ্গে একমত। আমি শুধু এটার সঙ্গে আরও একটু যোগ করতে চাই। আওয়ামী লীগ হলো একটি প্রতারক দল। এই সরকার পরিকল্পিতভাবে প্রতারণার মাধ্যমে আমাদের যে অধিকার ছিল সেগুলোকে নষ্ট করেছে।’
জ্বালানি তেলের দাম বাড়ানো এবং ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দুই নেতা নিহতের প্রতিবাদে চলমান কর্মসূচি করছে বিএনপি ও এর অঙ্গ--সহযোগী সংগঠনগুলো। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।
২০০৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের নেত্রী বলেছিলেন আমি ক্ষমতায় গেলে ১০ টাকা কেজি চাল খাওয়াব, ঘরে ঘরে চাকরি দেব। বিনা পয়সায় সার দেব। তাই না? এখন সারের দাম কত! বাইশ টাকা! যে ইউরিয়া সার ১০ টাকা কেজি ছিল সেটা এখন বাইশ টাকা। এবং আজকে আবার এই সরকার সারের দাম বাড়িয়েছে ৩৫ শতাংশ। আজকে ঘরে ঘরে চাকরি তো দূরে থাকা। কোন কাজের সুযোগ নেই শিক্ষিত ছেলেদের জন্য। আমাদের অনেক ছেলে যারা এখন মোটরসাইকেল চালায়। শিক্ষিত ছেলে। আমাদের অনেক ছেলে আছে যারা এখন হকারি করে। আমাদের অনেক ছেলে আছে, যারা এগুলো বলে না। তারা এখন রিকশা চালায়, সিএনজি চালায়।’
দশ টাকা কেজি চাল, বিনা মূল্যে সার, ঘরে ঘরে চাকরি কোনোটাই এই সরকার দিতে পারেনি। এই সরকার শুধু আওয়ামী লীগ করা লোকজনের চাকরি দেয় বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এই স্বৈরাচারী, লুটেরা, ভোট ডাকাত, ফ্যাসিবাদ সরকারের হাত থেকে জনগণকে রক্ষা করতে হলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কথা আপনাদেরকে (নেতা-কর্মীদের) বলেছেন, ফয়সালা করতে হবে রাজপথে। এই ফয়সালা করতে প্রস্তুত বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো।’
বক্তব্যে কুইক রেন্টালের সমালোচনা করে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘আমি বলতে চাচ্ছি, গত তিন বছরে এ দেশের ৫৪ হাজার কোটি টাকা কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে পাচার করে দেওয়া হয়েছে। এখনো লোডশেডিং চলছে, আমরা বিদ্যুৎ পাইনা। কিন্তু কুইক রেন্টালের টাকা বন্ধ নাই, ওদের টাকা দেওয়া হচ্ছে। কার টাকা যাচ্ছে, কোথায় যাচ্ছে কোনো খবর নাই। গত ১০ বছরে পাচার হয়েছে সাড়ে ৬ লক্ষ কোটি টাকা।’
স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমাদের কোনো কথা নেই আমাদের দাবি একটাই-শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, এই সংসদ বাতিল করতে হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকার দিতে হবে, এই নির্বাচন কমিশন বাতিল করতে হবে…. । আমরা যখন রাস্তায় নেমেই গেছি। আমরা দাবি আদায় না করে যাব না।’
ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘বাংলাদেশ আজ লন্ঠিত। এই দুর্নীতিবাজ সরকারের লুণ্ঠন থেকে বাংলাদেশকে রক্ষা করা এখন সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির ওপর একটা ঈমানি দায়িত্ব। আমি নেতৃবৃন্দকে বলব, আপনারা সবাই মিলে এই লুন্ঠনকারীদের হাত থেকে বাংলাদেশকে বাঁচাই।’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এবং সদস্যসচিব রফিকুল আলম মজনু এবং উত্তরের সদস্যসচিব আমিনুল হক এই সমাবেশ সঞ্চালনা করেন। বক্তব্য রাখেন দলটির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন, সামসুল হক দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু।
এই প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে। আগামীকাল শুক্রবার দেশের অন্যান্য মহানগর ও জেলায় জেলায় সমাবেশ করবে বিএনপি। সেই সঙ্গে চলতি মাসের ২২ তারিখ থেকে দেশের সব উপজেলা পর্যায়ে সমাবেশের ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কালবিলম্ব না করে স্বল্পতম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ লক্ষ্যে অনতিবিলম্বে নির্বাচন রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন তিনি...
১৫ ঘণ্টা আগেতিন মাস বয়সী অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের কিছু কিছু সিদ্ধান্ত জন আকাঙ্ক্ষার প্রতি বোধ হয় ভ্রুক্ষেপ করা হচ্ছে না। তারা যেটা ভালো মনে করছে, সেটাই হয়তো চাপিয়ে দিতে চাইছে।’ শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্ট
১৭ ঘণ্টা আগে‘পুলিশ সংস্কার’ বিষয়ক বিএনপির গঠিত কমিটি থেকে প্রস্তাবনা দলটির চেয়ারপারসন অফিসে জমা দেওয়া হয়েছে। আজ শনিবার প্রস্তাবনা জমা দেওয়ার কথা থাকলেও গত বৃহস্পতিবারই (১৪ নভেম্বর) জমা দেওয়া হয় এই প্রস্তাবনা। কমিটির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়
১৭ ঘণ্টা আগেআওয়ামী লীগকে আফ্রিকান মাগুর মাছের সঙ্গে তুলনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগ ছিল আফ্রিকান মাগুর মাছ, যা পেত সবই খেয়ে ফেলত। বিদেশ থেকে দেশে নিয়ে আসা ১৮ লাখ ৬০ হাজার কোটি টাকার ১৭ লাখ কোটিই পাচার করেছে আওয়ামী লীগ।’
১৮ ঘণ্টা আগে