নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে আজ সোমবার খুলনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজভী আলম প্রার্থিতা ফিরে পেয়েছেন। প্রার্থিতা ফিরে পেতে তিনি তিনজন ভোটারকে খুলনা থেকে ঢাকায় ইসির সামনে উপস্থিত করেন। ইসিতে উপস্থিত করা তিনজন ভোটারের মধ্যে রয়েছেন ৭২ বয়সী রেখা বেগম, ৬৮ বছর বয়সী শোভা রাণী মজুমদার ও ২৩ বছর বয়সী আফিজুল ইসলাম।
বাছাইয়ের সময় এ তিন ভোটার নিয়ে গরমিল থাকায় বাছাইয়ে রিটার্নিং অফিসার খুলনা-৪ আসনের প্রার্থী রেজভী আলমের প্রার্থিতা বাতিল করেন।
সোমবার নিখোঁজ বৃদ্ধা রেখাকে নির্বাচন ভবনের আপিল শুনানিতে উপস্থিত করিয়ে এবং ‘ভয়ে অস্বীকার’ করা শোভা ও আফিজুলকে আপিলে স্বীকার করিয়ে প্রার্থিতা ফিরে পান এ স্বতন্ত্র প্রার্থী।
মোট ৩ হাজার ৫৫২ জনের সমর্থন দেখাতে হয়েছে জানিয়ে স্বতন্ত্র প্রার্থী রেজভী আলম সাংবাদিকদের বলেন বলেন, রিটার্নিং অফিসার বাছাইয়ে দ্বৈবচয়নের ভিত্তিতে ১০ জন ভোটারের তথ্য যাচাই করেন। এর মধ্যে যোগাযোগ করে ও এলাকায় গিয়ে ৭ জনের সত্যতা পেয়েছিল। কিন্তু তিন জনের বিষয়ে আপত্তি থাকায় আমার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
রেজভী আলম দাবি করেন, ৭২ বয়সী ভোটারকে নিজ বাসস্থানে পাওয়া যায়নি। কিন্তু বাকি দুজন ভয়ে অস্বীকার করেছেন।
বাছাইয়ের সময় তিনজন ভোটারের ঝামেলার বিষয়ে রেজভী আলম বলেন, ‘রেখা বেগম এতই বয়স্ক যে ভালো মতো হাঁটতে পারেন না, কথাও বলতে পারেন না। যেদিন তাকে রিটার্নিং অফিসের লোকজন খুঁজতে গিয়েছিলেন তখন রেখা বেগম অন্যত্র ছিলেন। আর বাকি দুজনের একজন শোভা রাণী স্বাক্ষর না করে টিপসই দিয়েছিলেন, আফিজুল ভয় পেয়েছিলেন। দুজন আমার তালিকায় স্বাক্ষরের বিষয়ে অস্বীকার করায় এ ঘটনা ঘটে। কিন্তু তিনজনই আজ আপিলে উপস্থিত থাকায় কমিশন সন্তুষ্ট হয়ে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। আমিও স্বস্তি পেলাম।’
তিনজনকে ঢাকায় আনার বিষয়ে কিভাবে রাজি করালেন? জানতে চাইলে তিনি বলেন, ‘তাঁরা আমার এলাকার ভোটার, আমাকে পছন্দ করেন। এরা প্রথমবারের মতো ঢাকা শহরে এসেছেন। তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করে আনা হয়েছে।
রেজভী আলম বলেন, ‘উনাদের আনতে তো ঝামেলা হয়। সৌজন্যতাবোধ থেকে অনেক কিছু করতে হয়। সুতরাং, বুঝতে পারছেন, কষ্ট হলেও প্রার্থিতা ফেরত পেতে এ ছাড়া বিকল্প ছিল না।’
তবে সমর্থন দেওয়া তিন ভোটাররা সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ‘ভিন্ন’ তথ্য দিয়েছেন। তাঁদের বোঝানো হয়েছে, মৃত ভোটার দেখানোয় বিপত্তি ঘটেছে, আবার ঢাকায় না গেলে নানা ধরনের ঝামেলা হতে পারে।
কেন এসেছেন প্রশ্নের জবাবে অস্ফুট স্বরে রেখা বেগম সাংবাদিকদের বলেন, ‘আমি তো মৃত হলে কিছু (ভাতা সুবিধা) পাব না। আমি গরিব মানুষ; এ জন্য এসেছি। আমি জীবিত...আমি সাক্ষী দিছি। এখন ফিরে পাইছে।’
দ্বাদশ সংসদ নির্বাচনে ২ হাজার ৭১৬টি মনোনয়নপত্র জমা পড়ে। বাছাইয়ে বাদ পড়ে ৭৩১ জন। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছেন ৫৬১ জন। আপিল শুনানিতে রোববার ৫৬ জন ও সোমবার ৫১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল শুনানি চলবে।
নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে আজ সোমবার খুলনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজভী আলম প্রার্থিতা ফিরে পেয়েছেন। প্রার্থিতা ফিরে পেতে তিনি তিনজন ভোটারকে খুলনা থেকে ঢাকায় ইসির সামনে উপস্থিত করেন। ইসিতে উপস্থিত করা তিনজন ভোটারের মধ্যে রয়েছেন ৭২ বয়সী রেখা বেগম, ৬৮ বছর বয়সী শোভা রাণী মজুমদার ও ২৩ বছর বয়সী আফিজুল ইসলাম।
বাছাইয়ের সময় এ তিন ভোটার নিয়ে গরমিল থাকায় বাছাইয়ে রিটার্নিং অফিসার খুলনা-৪ আসনের প্রার্থী রেজভী আলমের প্রার্থিতা বাতিল করেন।
সোমবার নিখোঁজ বৃদ্ধা রেখাকে নির্বাচন ভবনের আপিল শুনানিতে উপস্থিত করিয়ে এবং ‘ভয়ে অস্বীকার’ করা শোভা ও আফিজুলকে আপিলে স্বীকার করিয়ে প্রার্থিতা ফিরে পান এ স্বতন্ত্র প্রার্থী।
মোট ৩ হাজার ৫৫২ জনের সমর্থন দেখাতে হয়েছে জানিয়ে স্বতন্ত্র প্রার্থী রেজভী আলম সাংবাদিকদের বলেন বলেন, রিটার্নিং অফিসার বাছাইয়ে দ্বৈবচয়নের ভিত্তিতে ১০ জন ভোটারের তথ্য যাচাই করেন। এর মধ্যে যোগাযোগ করে ও এলাকায় গিয়ে ৭ জনের সত্যতা পেয়েছিল। কিন্তু তিন জনের বিষয়ে আপত্তি থাকায় আমার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
রেজভী আলম দাবি করেন, ৭২ বয়সী ভোটারকে নিজ বাসস্থানে পাওয়া যায়নি। কিন্তু বাকি দুজন ভয়ে অস্বীকার করেছেন।
বাছাইয়ের সময় তিনজন ভোটারের ঝামেলার বিষয়ে রেজভী আলম বলেন, ‘রেখা বেগম এতই বয়স্ক যে ভালো মতো হাঁটতে পারেন না, কথাও বলতে পারেন না। যেদিন তাকে রিটার্নিং অফিসের লোকজন খুঁজতে গিয়েছিলেন তখন রেখা বেগম অন্যত্র ছিলেন। আর বাকি দুজনের একজন শোভা রাণী স্বাক্ষর না করে টিপসই দিয়েছিলেন, আফিজুল ভয় পেয়েছিলেন। দুজন আমার তালিকায় স্বাক্ষরের বিষয়ে অস্বীকার করায় এ ঘটনা ঘটে। কিন্তু তিনজনই আজ আপিলে উপস্থিত থাকায় কমিশন সন্তুষ্ট হয়ে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। আমিও স্বস্তি পেলাম।’
তিনজনকে ঢাকায় আনার বিষয়ে কিভাবে রাজি করালেন? জানতে চাইলে তিনি বলেন, ‘তাঁরা আমার এলাকার ভোটার, আমাকে পছন্দ করেন। এরা প্রথমবারের মতো ঢাকা শহরে এসেছেন। তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করে আনা হয়েছে।
রেজভী আলম বলেন, ‘উনাদের আনতে তো ঝামেলা হয়। সৌজন্যতাবোধ থেকে অনেক কিছু করতে হয়। সুতরাং, বুঝতে পারছেন, কষ্ট হলেও প্রার্থিতা ফেরত পেতে এ ছাড়া বিকল্প ছিল না।’
তবে সমর্থন দেওয়া তিন ভোটাররা সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ‘ভিন্ন’ তথ্য দিয়েছেন। তাঁদের বোঝানো হয়েছে, মৃত ভোটার দেখানোয় বিপত্তি ঘটেছে, আবার ঢাকায় না গেলে নানা ধরনের ঝামেলা হতে পারে।
কেন এসেছেন প্রশ্নের জবাবে অস্ফুট স্বরে রেখা বেগম সাংবাদিকদের বলেন, ‘আমি তো মৃত হলে কিছু (ভাতা সুবিধা) পাব না। আমি গরিব মানুষ; এ জন্য এসেছি। আমি জীবিত...আমি সাক্ষী দিছি। এখন ফিরে পাইছে।’
দ্বাদশ সংসদ নির্বাচনে ২ হাজার ৭১৬টি মনোনয়নপত্র জমা পড়ে। বাছাইয়ে বাদ পড়ে ৭৩১ জন। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছেন ৫৬১ জন। আপিল শুনানিতে রোববার ৫৬ জন ও সোমবার ৫১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল শুনানি চলবে।
অভ্যন্তরীণ হস্তক্ষেপ না করার মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোতে পারে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ভারত ও বাংলাদেশের মধ্যে পানি বণ্টন সংকটের মীমাংসা খুঁজতে ‘অভিন্ন নদীর পানি ও ভারত...
১৬ ঘণ্টা আগেসুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
১৭ ঘণ্টা আগেআওয়ামী লীগের নেতা-কর্মীরা যদি ভালো হয়ে যেতে চান, তাহলে সকল সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের
১৮ ঘণ্টা আগেদেশে গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী বিপ্লবী সরকার গঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম। তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার গঠিত হয়নি। ফলে শেখ হাসিনা পালিয়ে যেতে পেরেছেন
১ দিন আগে