নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই সরকারকে সরিয়ে দিলেই রোহিঙ্গা সমস্যাসহ সব সমস্যার সমাধান সম্ভব।’ এই অবস্থায় বিএনপির চলমান সরকারবিরোধী আন্দোলনে আন্তর্জাতিক সংস্থাগুলোকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
আজ রোববার বিকেলে রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এই আহ্বান জানান।
শুধু বাংলাদেশের জন্য নয়, রোহিঙ্গা সমস্যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও উদ্বেগের কারণ বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব। রোহিঙ্গা সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘জনগণের সমর্থন নিয়ে যদি আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি, তাহলে দ্রুত এই সমস্যাগুলোর সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি।’
বিএনপির মহাসচিব বলেন, ‘অনেকেই প্রশ্ন করতে পারেন এই মুহূর্তে কেন আমরা রোহিঙ্গা ইস্যু সামনে আনলাম। এর একটিই কারণ—ছয় বছর হয়ে গেল। রোহিঙ্গা ইস্যু এখন আমাদের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভেতরে উগ্রবাদিতা দানা বাঁধছে, সেখানে বন্দুকযুদ্ধ হচ্ছে, যা নিঃসন্দেহে উদ্বেগের বিষয়, চিন্তার বিষয় যে রোহিঙ্গা নিয়ে আবার কোনো উগ্রবাদিতার জন্ম হয় কি না।’
মির্জা ফখরুল বলেন, নিজেদের সক্ষমতার অভাবে বর্তমান সরকার রোহিঙ্গা সমস্যা সমাধান করতে পারছে না। এই সরকার, জনগণের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নাই এবং তাদের (সরকার) সেই শক্তি নেই, যে শক্তি দিয়ে আন্তর্জাতিক বিশ্বের কাছে গিয়ে দাঁড়াতে পারে। এই ইস্যুতে সরকার আন্তর্জাতিকভাবে কোনো কার্যকর উদ্যোগ নিতে পারেনি। মিয়ানমার সরকারের ওপর কোনো চাপও সৃষ্টি করতে পারেনি।
সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, একটা প্রতিকূল পরিবেশে, যেখানে আদালত বলতে কিছু নেই, প্রশাসন বলতে কিছু নেই। আছে শুধু তাদের (সরকার) জন্য। সরকার পুরো জাতিকে একটা ভয়ের আস্তরের মধ্যে রেখে দিয়েছে। তখন বাংলাদেশের মানুষ ভোটের অধিকারের জন্য গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য এই সরকারের বিরুদ্ধে লড়াই করছে। যে সরকার মানুষের ভোটে আসেনি, জোর করে ক্ষমতায় টিকে আছে।
মির্জা ফখরুল বলেন, ‘আজকে আবেদন জানাব সমস্ত আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে, একই সঙ্গে জনগণের কাছে—আসুন বাংলাদেশের মানুষকে তাদের গণতন্ত্র ফিরিয়ে দিতে, ভোটের অধিকার ফিরিয়ে দিতে তাদের পাশে দাঁড়াই।’
বিএনপি আয়োজিত ‘রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন কৌশল’ শীর্ষক এই সেমিনারে দলটির শীর্ষ নেতাদের পাশাপাশি অন্য রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিদেশি প্রতিনিধিরাও অংশ নেন।
সেমিনারের মূল প্রবন্ধ পাঠ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। মূল প্রবন্ধে বিরাজমান রোহিঙ্গা সমস্যার জন্য আওয়ামী লীগের কূটনৈতিক ব্যর্থতাকে দায়ী করা হয়। রোহিঙ্গা সমস্যা সমাধানে বেশ কিছু সুপারিশও করা হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই সরকারকে সরিয়ে দিলেই রোহিঙ্গা সমস্যাসহ সব সমস্যার সমাধান সম্ভব।’ এই অবস্থায় বিএনপির চলমান সরকারবিরোধী আন্দোলনে আন্তর্জাতিক সংস্থাগুলোকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
আজ রোববার বিকেলে রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এই আহ্বান জানান।
শুধু বাংলাদেশের জন্য নয়, রোহিঙ্গা সমস্যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও উদ্বেগের কারণ বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব। রোহিঙ্গা সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘জনগণের সমর্থন নিয়ে যদি আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি, তাহলে দ্রুত এই সমস্যাগুলোর সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি।’
বিএনপির মহাসচিব বলেন, ‘অনেকেই প্রশ্ন করতে পারেন এই মুহূর্তে কেন আমরা রোহিঙ্গা ইস্যু সামনে আনলাম। এর একটিই কারণ—ছয় বছর হয়ে গেল। রোহিঙ্গা ইস্যু এখন আমাদের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভেতরে উগ্রবাদিতা দানা বাঁধছে, সেখানে বন্দুকযুদ্ধ হচ্ছে, যা নিঃসন্দেহে উদ্বেগের বিষয়, চিন্তার বিষয় যে রোহিঙ্গা নিয়ে আবার কোনো উগ্রবাদিতার জন্ম হয় কি না।’
মির্জা ফখরুল বলেন, নিজেদের সক্ষমতার অভাবে বর্তমান সরকার রোহিঙ্গা সমস্যা সমাধান করতে পারছে না। এই সরকার, জনগণের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নাই এবং তাদের (সরকার) সেই শক্তি নেই, যে শক্তি দিয়ে আন্তর্জাতিক বিশ্বের কাছে গিয়ে দাঁড়াতে পারে। এই ইস্যুতে সরকার আন্তর্জাতিকভাবে কোনো কার্যকর উদ্যোগ নিতে পারেনি। মিয়ানমার সরকারের ওপর কোনো চাপও সৃষ্টি করতে পারেনি।
সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, একটা প্রতিকূল পরিবেশে, যেখানে আদালত বলতে কিছু নেই, প্রশাসন বলতে কিছু নেই। আছে শুধু তাদের (সরকার) জন্য। সরকার পুরো জাতিকে একটা ভয়ের আস্তরের মধ্যে রেখে দিয়েছে। তখন বাংলাদেশের মানুষ ভোটের অধিকারের জন্য গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য এই সরকারের বিরুদ্ধে লড়াই করছে। যে সরকার মানুষের ভোটে আসেনি, জোর করে ক্ষমতায় টিকে আছে।
মির্জা ফখরুল বলেন, ‘আজকে আবেদন জানাব সমস্ত আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে, একই সঙ্গে জনগণের কাছে—আসুন বাংলাদেশের মানুষকে তাদের গণতন্ত্র ফিরিয়ে দিতে, ভোটের অধিকার ফিরিয়ে দিতে তাদের পাশে দাঁড়াই।’
বিএনপি আয়োজিত ‘রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন কৌশল’ শীর্ষক এই সেমিনারে দলটির শীর্ষ নেতাদের পাশাপাশি অন্য রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিদেশি প্রতিনিধিরাও অংশ নেন।
সেমিনারের মূল প্রবন্ধ পাঠ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। মূল প্রবন্ধে বিরাজমান রোহিঙ্গা সমস্যার জন্য আওয়ামী লীগের কূটনৈতিক ব্যর্থতাকে দায়ী করা হয়। রোহিঙ্গা সমস্যা সমাধানে বেশ কিছু সুপারিশও করা হয়।
ইন্টারপোলের রেড নোটিশ থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর নাম প্রত্যাহার করা হয়েছে। ইন্টারপোলের ওয়েব সাইট থেকে তাঁর নাম প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ। নাম প্রত্যাহারের জন্য পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) মতামত দিয়েছিল সিআইডি
১৪ ঘণ্টা আগেষড়যন্ত্র এখনো থেমে যায়নি উল্লেখ করে নেতা-কর্মীদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে বোঝা যাচ্ছে, দেশের কোথাও একটা ষড়যন্ত্র চলছে। তাই জনগণকে সচেতন করতে হবে। জনগণকে সঙ্গে রাখতে হবে, থাকতে হবে।’
১৬ ঘণ্টা আগেবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোনো অনুষ্ঠান পালন না করতে নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশ দেওয়া হয়
১৭ ঘণ্টা আগেনিজের নামের সঙ্গে ‘দেশনায়ক’ কিংবা ‘রাষ্টনায়ক’ না জুড়ে দিতে দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার বিএনপি ঘোষিত ৩১ দফা নিয়ে ঢাকা বিভাগের
১৯ ঘণ্টা আগে