নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগ। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এ অভিনন্দন বার্তা দিয়েছেন।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। নতুন মার্কিন প্রেসিডেন্ট বিশ্ব শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবেন বলে আমরা আশা করি। তাঁর নেতৃত্বেই বিশ্বে সব যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি ফিরে আসবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে বর্তমানে যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, তা ডোনাল্ড ট্রাম্প তাঁর টুইটার বার্তায় বিশ্ববাসীকে জানিয়েছেন। বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার নিয়ে ডোনাল্ড ট্রাম্প টুইট বার্তায় বিভিন্ন দিক তুলে ধরেছিলেন। বাংলাদেশের সংখ্যালঘুরা যাতে আর নির্যাতিত না হয়, সে বিষয়ে তিনি যথাযথ পদক্ষেপ নেবেন বলে আমরা প্রত্যাশা করছি।’
বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা রুদ্ধ করে অগ্নিসংযোগ, হামলা, গায়েবি মামলা, গ্রেপ্তার ও অগণিত হত্যা করে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে। শিগগিরই বাংলার মাটিতে সব অবৈধ দখলদারিত্ব শেষ হয়ে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার দায়িত্ব নিয়ে উন্নয়নের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে—এই অপেক্ষায় আছে জনগণ। সবাইকে নিজ নিজ জায়গায় থেকে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ইস্পাত কঠিন ঐক্য নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগ। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এ অভিনন্দন বার্তা দিয়েছেন।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। নতুন মার্কিন প্রেসিডেন্ট বিশ্ব শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবেন বলে আমরা আশা করি। তাঁর নেতৃত্বেই বিশ্বে সব যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি ফিরে আসবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে বর্তমানে যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, তা ডোনাল্ড ট্রাম্প তাঁর টুইটার বার্তায় বিশ্ববাসীকে জানিয়েছেন। বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার নিয়ে ডোনাল্ড ট্রাম্প টুইট বার্তায় বিভিন্ন দিক তুলে ধরেছিলেন। বাংলাদেশের সংখ্যালঘুরা যাতে আর নির্যাতিত না হয়, সে বিষয়ে তিনি যথাযথ পদক্ষেপ নেবেন বলে আমরা প্রত্যাশা করছি।’
বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা রুদ্ধ করে অগ্নিসংযোগ, হামলা, গায়েবি মামলা, গ্রেপ্তার ও অগণিত হত্যা করে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে। শিগগিরই বাংলার মাটিতে সব অবৈধ দখলদারিত্ব শেষ হয়ে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার দায়িত্ব নিয়ে উন্নয়নের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে—এই অপেক্ষায় আছে জনগণ। সবাইকে নিজ নিজ জায়গায় থেকে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ইস্পাত কঠিন ঐক্য নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
চায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের বাসভবনে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১২ ঘণ্টা আগেজুলাইয়ের ছাত্র আন্দোলন সফল হওয়ার পেছনে খোদ আওয়ামী লীগের সাধারণ সমর্থকদেরও ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চ (বিআইএসআর) ট্রাস্টের চেয়ারম্যান ড. খুরশিদ আলম। তিনি ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের জাতীয় পরিকল্পনা প্রণয়নকারী ও নীতিমালা প্রস্তুতকারী ছিলেন
১৩ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে যাওয়ার পরবর্তী তিন মাস ‘মবের মুল্লুক’ মনে হয়েছে। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাঁরা চেষ্টা করছেন সংস্কার করার। তাঁদের সফলতা-ব্যর্থতা নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। সময় দিতে হবে।’
১৩ ঘণ্টা আগেসংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল চেয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে জারি করা রুলের শুনানিতে তিনি বলেন, ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদ এক ধরনের বাক্স্বাধীনতাকে খর্ব করে। এ জন্য ৭০ অনুচ্ছেদ আমরা বাতিল চাই।’
১৪ ঘণ্টা আগে